У нас вы можете посмотреть бесплатно কুসুমদোলার অভিনেত্রী মৌমিতা সাহার মৃত্যুতে নতুন মোড়, আত্মহত্যা নাকি হত্যা করা হলো তাকে? | или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
কুসুমদোলার অভিনেত্রী মৌমিতা সাহার মৃত্যুতে নতুন মোড়, আত্মহত্যা নাকি হত্যা করা হলো তাকে? | Moumita Saha Died | আত্মহত্যা করলেন কুসুমদোলার অভিনেত্রী মৌমিতা সাহা, কি কারনে মারা গেলেন তিনি? | Moumita Saha Died | এবার মারা গেলেন বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী। Bengali Television Actress জেনে নিন কুসুমদোলার অভিনেত্রী কি কারনে এমন ঘটনা ঘটালেন|actress হুগলির রিজেন্ট পার্কের ফ্ল্যাট থেকে মৌমিতা সাহা নামে এক অভিনেত্রীর ঝুলন্ত মৃত্যদেহ উদ্ধার করে পুলিশ। কিন্তু মৃত্যুর আগে ঠিক কী লুকাতে নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে একাধিক পোস্ট ডিলিট করেছিলেন অভিনেত্রী। এ রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল টালিগঞ্জ এলাকায়। শুক্রবার রাতে টালিগঞ্জের একটি ফ্ল্যাট থেকে ২৩ বছরের অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান মানসিক অবসাদের জেরেই আত্মহত্যা করে থাকতে পারেন ওই অভিনেত্রী। তবে খুনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শুক্রবার রাতে ঘটনাটি ঘটে রিজেন্ট পার্ক এলাকার অশোক নগর এলাকায়। জানা গিয়েছে, হুগলির ব্যান্ডেলের বাসিন্দা মৌমিতা রিজেন্ট পার্কের ফ্ল্যাটে থাকতেন। সেখান থেকেই নিয়মিত শুটিংয়ের কাজে যেতেন। একাধিক টেলিভিশন সিরিয়ালে তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছে। সাম্প্রতিক ‘কুসুমদোলা’ সিরিয়ালেও দেখা গিয়েছিল তাঁকে। নিয়মিত নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেন মৌমিতা। কিন্তু প্রায় দেড়মাস ধরে তাঁর কোনও ছবি ফেসবুকে দেখা যায়নি। পুলিশের ধারণা মানসিক অবসাদের জেরেই মৃত্যুর পথ বেছে নিতে পারেন উঠতি অভিনেত্রী। তবে যেভাবে মৃতদেহ উদ্ধার হয়েছে, তাতে হত্যার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শুক্রবার রাতে যখন রিজেন্ট পার্কের ফ্ল্যাট থেকে মৌমিতার মৃত্যদের উদ্ধার করা হয়। ফ্ল্যাটের কোলাপসেবল গেটটি বাইরে থেকে তালা দেওয়া ছিল। সেই তালা ভেঙে যখন পুলিশ ঘরে ঢোকে তখন বেডরুমের দরজাও খোলা ছিল। মৌমিতার দেহ সিলিং ফ্যানে ঝুলছিল। অভিনেত্রীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সূত্রের খবর, নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে একাধিক পোস্ট ডিলিট করেছিলেন অভিনেত্রী। বিশেষজ্ঞদের সাহায্য নিয়ে নায়িকার সোশ্যাল মিডিয়ার আপডেটগুলি খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে। তাঁর কললিস্টও চেক করা হবে বলে জানা গিয়েছে। আপাতত ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছে পুলিশ। পাশাপাশি তদন্তের অন্যান্য কাজও নির্দিষ্ট নিয়ম মেনেই চলছে। Subscribe For Daily Update Media News... Subscribe Link : / @mediamike7784