У нас вы можете посмотреть бесплатно টেকনাফ-সেইন্টমার্টিন্স-কক্সবাজার সম্পূর্ণ সাগর ভ্রমনঃ যেভাবে কখনো দেখা হয়নি [Saint Martin's][4k UHD] или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
সময়টা ছিল ১৪-১৫ ডিসেম্বর ২০২১, সেইন্টমার্টিন্স ভ্রমনের উপযুক্ত সময়। আমরা কক্সবাজার থেকে ভোর ৬.৩০ মিনিটে আগে থেকে ঠিক করে রাখা একটি টয়োটা পাসো কারে মেরিন ড্রাইভ ধরে সকাল ৯.২০ মিনিটে টেকনাফ জেটিতে আসি। পথে টেকনাফ বাজারে আমরা নাস্তা করি। মেরিন ড্রাইভ এর সম্পূর্ণ ভিডিও দেখতে পাবেন নিচের লিঙ্কে- • Driving in the world's longest marine driv... অনলাইনে কেটে রাখা টিকেট ঘাটে দেখিয়ে আমরা উঠি কেয়ারি ক্রজ এন্ড ডাইন-এ। ৯.৩৫ মিনিটে জাহাজ সেইন্টমার্টিন্স এর উদ্দেশ্যে যাত্রা শুরু করে। নাফ নদীর সৌন্দর্য দেখতে দেখতেে আমরা এর মোহনায় চলে আসি। এক পাশে বাংলাদেশ আরেক পাশে মায়ানমার সাথে ছুটে চলা গাংচিল যে কাউকে মুগ্ধ করবে। যত দূরে যাচ্ছিলাম সাগরের পানি ধীরে ধীরে নীল রং ধারণ করছিল। আমরা দুপুর ১২.৩০ মিনিটে সেইন্টমার্টিন্স আসি। একরাত দীপান্তর বিচ রিসোর্ট এ থাকি । অসাধারণ একটি ইকো রিসোর্ট যেখানে বারান্দায় বসে সাগরের সৌন্দর্য উপভোগ করা যায়। এখানে খাবার এবং অন্যান্য সেবা মানসম্পন্ন। এরপর ১৫ ডিসেম্বর ২০২১ তারিখে আগে থেকে অনলাইনে কেটে রাখা টিকেট নিয়ে দুপুর ২.৩০ মিনিটে কর্ণফুলি এক্সপ্রেস এর ক্রিসেন্থেমাম লাউন্জে উঠি। যেতে যেতে জাহাজটি সবুজ স্বচ্ছ পানির সেইন্ট মার্টিন্স থেকে ক্রমেই গাঢ় নীল রঙের সাগরে পড়ে । বঙ্গোপসাগরে অসাধারণ সূর্যাস্ত দেখে রাত ৯.০০ টায় পৌঁছলাম কক্সবাজার। নাফ নদী ও বঙ্গোপসাগরের সৌন্দর্য উপভোগ করতে হলে এক পথে টেকনাফ এবং অন্য পথে কক্সবাজার হয়ে ভ্রমন করতে পারেন। আর পরিবার নিয়ে আরামে ভ্রমন করতে চাইলে কক্সবাজার হয়ে ভ্রমন করতে পারেন। কক্সবাজার হতে তিনজন মিলে এরকম ভ্রমনে খাবার খরচ বাদে জনপ্রতি ৫,৬৩৩ টাকার মতো খরচ হবে (কক্সবাজার-টেকনাফ কার ভাড়া ১২০০ টাকা + পার্ল লাউন্জ কেয়ারি ক্রজ এন্ড ডাইন ১৬০০ টাকা x ৩ + বিচ ভিউ কাপল কটেজে এক রাত ৫৫০০ টাকা + ক্রিসেন্থেমাম লাউন্জ কর্ণফুলি এক্সপ্রেস ১৮০০ টাকা x ৩ =১৬৯০০ / ৩=৫৬৩৩ টাকা। #saintmartin #saintmartinisland #teknaf #coxsbazar #coxbazar #ship #travelling