У нас вы можете посмотреть бесплатно বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর 🇧🇩 Begum Rokeya University, Rangpur | BRUR Campus | Bangla View или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর | Begum Rokeya University, Rangpur | BRUR Campus View | Campus Tour | উত্তরবঙ্গের সেরা বিশ্ববিদ্যালয় | রংপুর বিশ্ববিদ্যালয় | Rangpur University | Bangla View | রংপুর,বাংলাদেশ | বাংলা ভিউ | banglaviewbv | BD Travel vlog বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর বাংলাদেশের রংপুরে অবস্থিত একটি স্বায়ত্তশাসিত সরকারি বিশ্ববিদ্যালয়।বিশ্ববিদ্যালয়টি ২০০৮ সালের ১২ই অক্টোবর রংপুর বিশ্ববিদ্যালয় নামে যাত্রা শুরু করে, যা পরবর্তীতে ২০০৯ সালে বাঙালি নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের নামানুসারে “বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর” নামে নামকরণ করা হয়। একে প্রায়ই উত্তরের বাতিঘর হিসেবেও অভিহিত করা হয়। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটির উদ্বোধন করেন। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়টি উত্তরবঙ্গের শিক্ষার্থীদের পাশাপাশি সারা বাংলাদেশের ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষায় অসামান্য অবদান রাখছে। বর্তমানে ২২ টি বিভাগে প্রায় ৭০০০ শিক্ষার্থী এখানে অধ্যয়ন করছে। এছাড়াও ৩০ জন শিক্ষার্থী ড. ওয়াজেদ রিসার্চ ইনস্টিটিউটে এমফিল-এ অধ্যয়নরত। ইতিহাস ২০০৮ সালের ২ ফেব্রুয়ারি রংপুরে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের এক বৈঠকে রংপুরে একটি স্বতন্ত্র পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়া হয়। এরপর ২০০৮ সালের ১২ অক্টোবর টিচার্চ ট্রেনিং কলেজের অস্থায়ী ক্যাম্পাসে তৎকালীন শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান ফিতা কাটার মধ্য দিয়ে যাত্রা শুরু হয়েছিল রংপুর বিশ্ববিদ্যালয়ের। প্রাথমিকভাবে রংপুর টিচার্চ ট্রেনিং কলেজেই বিশ্ববিদ্যালয়ের পাঠদান শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ড. এম লুৎফর রহমান। মাত্র ৭ মাসের মাথায় ড. লুৎফরকে সরিয়ে নিয়োগ দেয়া হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মু. আব্দুল জলিল মিয়াকে। পরবর্তীতে ২০০৯ সালের শুরুতেই আওয়ামী লীগ সরকার গঠনের পর এক প্রজ্ঞাপনের মাধ্যমে ‘রংপুর বিশ্ববিদ্যালয়’ এর নাম পরিবর্তন করে রাখা হয় ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়’। ২০০৯ সালের ৫ই এপ্রিল, ১২ জন শিক্ষক ও ৩০০ জন শিক্ষার্থী নিয়ে রংপুর মহানগরীর পার্কের মোড় এলাকায় স্থায়ী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়। নবনির্মিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্যাম্পাস বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাস। পাখির চোখে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পাখির চোখে বেরোবি প্রশাসনিক ভবন, বেরোবি। রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজ ও রংপুর ক্যাডেট কলেজের মধ্যবর্তী স্থানে পার্কের মোড়ে এই ক্যাম্পাসটি গড়ে উঠেছে যা রংপুর শহরের প্রাণকেন্দ্র থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে রংপুর কুড়িগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত। ক্যাম্পাসটিতে ৩০০ প্রজাতির প্রায় ৩৬ হাজার গাছ আছে। এর মধ্যে ওষুধি, ফলজ ও বনজ সহ অনেক দুর্লভ প্রজাতির গাছ আছে।দেশের আর কোনও বিশ্ববিদ্যালয়ে এত প্রজাতির গাছ নাই। অনুষদ ও বিভাগ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ এবং এর অধীনে পঠিত বিভিন্ন বিভাগ এর নাম: কলা অনুষদ বাংলা বিভাগ ইংরেজি বিভাগ ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগ সামাজিক বিজ্ঞান অনুষদ অর্থনীতি বিভাগ রাষ্ট্রবিজ্ঞান বিভাগ সমাজ বিজ্ঞান বিভাগ জেন্ডার ও উন্নয়ন অধ্যয়ন বিভাগ গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ লোকপ্রশাসন বিভাগ বিজ্ঞান অনুষদ পদার্থবিজ্ঞান বিভাগ গণিত বিভাগ রসায়ন বিভাগ পরিসংখ্যান বিভাগ প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগ জীব ও ভূবিজ্ঞান অনুষদ ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ দুর্যোগ ব্যাবস্থাপনা বিভাগ ব্যবসায় শিক্ষা অনুষদ হিসাব ও তথ্য ব্যবস্থা বিভাগ মার্কেটিং বিভাগ ব্যবস্থাপনা বিভাগ অর্থসংস্থান ও ব্যাংকিং বিভাগ ব্যবস্থাপনা ও তথ্য ব্যবস্থা বিভাগ ইনস্টিটিউট এ বিশ্ববিদ্যালয়ের অধীনে ড. ওয়াজেদ রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হলেও সে প্রতিষ্ঠান স্বতন্ত্রভাবে তার কার্যক্রম শুরু করতে পারেনি অদ্যাবধি। #বাংলা_ভিউ #BRUR_Campus #বেগম_রোকেয়া_বিশ্ববিদ্যালয় #bangla_bv_view #bangla_view #banglaviewbv #বাংলাভিউবাভি #campus #ক্যাম্পাস_ভিউ #campus_view #Begum_Rokeya_University #বেরোবি #BRUR_campus_view #GST_TOP_UNIVERSITY #university 𝘾𝙤𝙣𝙩𝙖𝙘𝙩 [email protected] Related tag :- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর , Begum Rokeya University, Rangpur, BRUR Campus View, Campus Tour, উত্তরবঙ্গের সেরা বিশ্ববিদ্যালয়, রংপুর বিশ্ববিদ্যালয়, Rangpur University, Bangla View, রংপুর,বাংলাদেশ, বাংলা ভিউ, banglaviewbv, BD Travel vlog, রংপুর বাংলাদেশ, Rangpur Bangladesh, গুচ্ছ ভুক্ত সেরা বিশ্ববিদ্যালয়, GST Top University,বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ইতিহাস, Begum Rokeya University History