У нас вы можете посмотреть бесплатно Jibon - Kotha koi | Official Audio Music Bangla Rap 2025 или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
Shariatpur hip-hop present kotha koi Lyrics / Artist / Produce - Jibon Beat Producer - TJ Mixed and Mastered By Sochi Shams Directed By - Jibon Atwork, Poster Visuals, Video, Edit, Susmit & Mamun khan Lyrics - introo// মিথ্যা মামলা হামলা কইরা দাবায় রাখতে পারবো না এক সবুজের জেল হইলেও বাকী সবুজেরা হারবো না Chorus : কিরে কথা ক, তগ কথা গেলো কই যাগো দেশ টা দিলি ওরা দেশ টা ভাইজ্জা খাইলো খই কিরে আওয়াজ উডা, গলার আওয়াজ গেলো কই দেশটা সাধীন হইলে এহন সাধীনতা গেলো কই Verse : 1 তরা তামশা কইরা গদি লয়া দেশটা পুরা বেইচ্চালাস জনগনরে সুলুম দিয়া জনগনরেই লুইট্টা খাস মেধা লইয়া বয়ান মাইরা এহন মেধা বেইচ্চা খাস ছাত্র দিলো বড়শী হাতে তরা পুকুর হেইচ্চালাস ধর্ষণ হইছে কয়ডা আগে এহন কয়ডা ধর্ষণ হয় দেশটার গলা চাপদা ধরলে মাইনষে কেমনে কথা কয় দাম দিলিনা বঙ্গবন্ধু কিলার কইলি হাসিনা দেশটা ছাড়ার পরে কত জীবন গেলো আছিয়ার চাঁনদাবাজরা নেতা হইলে কথা কয় না গরিবে জায়গায় জায়গায় লাশ পাইলাম কল্লা পাইনাই শরীরের। যাগো দেখসি ভাই নজরে ওরাই দেহি পল্টি লয়। দেশের মানুষ কথা কয়না সন্ত্রাসীরাই কথা কয়। সাধীনতার মুখে মুইত্তা রাজাকারগো রাজা কস যাগোর লেইগা দেশ টা পাইলি তাগো লইয়াই মজা লস দেশের খারাপ সময় আইছে হাতে তরা মিলা হাত আজকে গেছে শান্তি উইরা কাইল থাকবো না পেটে ভাত Verse 2 : কার কথায় নাচলি হুজুগে , সব লুটবো তোরে সুযোগে। কান তো তোগোর চিলে লয়না কান কাইট্টা খায় গুজবে। ছাত্র ছাত্র নাম ভরায়া মানুষ মারলো জঙ্গি রা। থানা পুড়লো হাজত ভাঙলো ছুইটটা গেলো বন্দীরা মূর্তি ভাঙ্গলি তাঁর বাংলার মূর্তি যিনি বানাইলো। কপাল থাপড়ায় কাঁনদে অহন দেশটা কারে হারাইলো। মাইনষের জমি দখল কইরা সবটি চলে দাপটে। ছাত্র তোরা কেমনে গেলি জঙ্গি গুলার সাপোর্টে তরা প্রোফাইল লাল বানায়া, ছাত্রগরে ঢাল বানায়া দেশের মানুষ টাল বানায়া কুমির আনলি খাল বানায়া ডিলার বেচে মাল বানায়া,পুলিশ মাইরা থোয় টানায়া কই গেলো গা মমতা ? বিক্ষুব্ধ অহন জনতা ছাত্র মরলো বিচার হইলো পুলিশ গুলা মারলো কে? দেশটা লইয়া জুয়া হইলো আসল গুটি চললো কে? জঙ্গির থিকা দেশ বাঁচায়া আবার করমু বাংলা জয়। শইরেতপুইরা মাইনষে কয়, এই জীবন গেলেও পায় না ভয়!