У нас вы можете посмотреть бесплатно গাজিরহাট বাজার ভ্লগ | গ্রামের বাজার ঘুরে দেখলাম | Village Market Vlog Bangladesh или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
"আজকা সকালে ভাবলাম, একটু গাজিরহাট বাজারটা ঘুইরা আসি। অনেক দিন বাজারে যাওয়া হয় না, তাই হাঁটতে হাঁটতে আসলাম। বাজারের মাথায় ঢুকবার পরই ওই পরিচিত শব্দ—মানুষের ডাকাডাকি, দোকানদারের হাসাহাসি—সব মিলাইয়া বাজারটার আলাদা একটা প্রাণ আছে। হাঁটতে হাঁটতে আগে গিয়া উঠলাম পানওয়ালার দোকানে। মামা বসে আছে, আরামসে পান বানাইতেছে। আমি গিয়া বসলাম আর বললাম, ‘মামা, বাজার কেমন চলছে?’ মামা হাসি দিয়া কইল, ‘বাজার তো আলহামদুলিল্লাহ ভালোই, পানের দামটাও ঠিকঠাক।’ তারপর আমি দুইটা মজার পান বানাইয়া নিলাম। পানওয়ারার সাথে এমন গল্প করলে বাজারের শুরুটা কেমন জানি জোস হয়ে যায়। তারপর সামনে যেই মুদি দোকান আছে, ওইখানে ঢুকলাম। চিনি-লবণ-তেল—এই কয়টা খরচাপাতি নিলাম। দোকানদারের সাথে দুই মিনিট গল্প হইল—গ্রামের মানুষজনের গল্প শুনতেই ভালো লাগে। বাজারের মধ্যে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল—এই হাওয়া, এই মানুষ, এই চলাফেরা… গ্রামের বাজারে একটা আলাদা শান্তি আছে। এরপর রাস্তাডা ধইরা একটু বাজারটা ঘুইরা দেখাইলাম। রাস্তার পাশে দেখি মরিচ, বেগুন, টমেটো সহ নানা রকম গাছের চারা সাজাইয়া রাখছে। চারা দেইখাতেই মনটা খুশি হইয়া গেল—কি সুন্দর সবজির গাছ! বিক্রেতা কইল, ‘ভাই, চান তো নতুন মরিচের চারা আইছি, খুব ভালো ধরবে।’ আমি দাঁড়াইয়া সবগুলা দেখে নিলাম। গ্রামের মানুষ যে কষ্ট কইরা এগুলা বানায়—এইটাই তো আসল শক্তি। চারপাশে বাজারের চিৎকার— কেউ ডাইকা বলতেছে “টাটকা সবজি নেন!”, কেউ বলতেছে “ডিম নতুন আইছে!”, এইসব শুনতে শুনতে কেমন জানি নিজের ফিলিংসটাই গ্রাম্য হয়ে যায়। আজকে পুরো বাজারটা ঘুইরা মনে হইলো— বাজার শুধু জায়গা না, একটা গল্প। মানুষের জীবন, হাসি, পরিশ্রম—সব মিলাইয়া তৈরি হইছে এই গাজিরহাট বাজার। দিনটা মোটামুটি দারুণ কাটলো। যাত্রার শেষ দিকে আবার একবার বাজারটা দেখে নিলাম… একটা আলাদা শান্তি, একটা নিজের জায়গা—বাজার মানেই সেই অনুভূতি।" #VillageVlog #BangladeshVlog #GajirhatBazar #GramerBazar #BengaliVlog #MarketVlog #DailyVlog #BanglaVlogger #BazarVlog #VillageLifeBD