У нас вы можете посмотреть бесплатно Jakhan Porbe Na Mor Payer Chinha | যখন পড়বে না মোর পায়ের চিহ্ন | Arundhati Holme Chowdhury или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
Enjoy the song Jakhan Porbe Na Mor Payer Chinha sung by Arundhati Holme Chowdhury from the film Aalo. Song Credit: Song: Jakhan Porbe Na Mor Payer Chinha Film Title: Aalo (Bng) Artist: Arundhati Holme Chowdhury Music Director: Arundhati Holme Chowdhury/Sivaji Chatterjee Lyricist: Rabindranath Tagore Filmstar: Kunal Mitra/Rituparna Sengupta/Abhishek Chatterjee Director: Tarun Majumder Song Lyrics: যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না আমি বাইব না মোর খেয়ারতরী এই ঘাটে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে । চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনাগোনা এই হাটে । তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়ে চেয়ে নাই বা আমায় ডাকলে । যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে । যখন জমবে ধুলা তানপুরাটার তারগুলায়, কাঁটালতা, কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলায়, আহা, যখন জমবে ধুলা তানপুরাটার তারগুলায় ফুলের বাগান, ঘন ঘাসের পরবে সজ্জা বনবাসের, শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধারগুলায় তখন আমায় নাই বা মনে রাখলে, তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে । যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে । তখন এমনি করে বাজবে বাঁশি এই নাটে, কাটবে দিন কাটবে, কাটবে গো দিন আজও যেমন দিন কাটে, আহা, এমনি করে বাজবে বাঁশি এই নাটে ঘাটে ঘাটে খেয়ার তরী এমনি, এমনি সে দিন উঠবে ভরি- চরবে গোরু খেলবে রাখাল ঐ মাঠে । তখন আমায় নাই বা মনে রাখলে, তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে । তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি সকল খেলায়, সকল খেলায় করব খেলা এই আমি - আহা, কে বলে গো সেই প্রভাতে নেই আমি । নতুন নামে ডাকবে মোরে বাঁধবে, বাঁধবে নতুন বাহু-ডোরে, আসব যাব চিরদিনের সেই আমি । তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়ে চেয়ে নাই বা আমায় ডাকলে । যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে । Label:: Saregama India Ltd For more videos log on & subscribe to our channel : / saregamabengali Facebook:: / saregamabangla Twitter:: / saregamaglobal Google+ :: https://plus.google.com/+saregamabengali