У нас вы можете посмотреть бесплатно সবচেয়ে কম খরচে Sitakunda tour | চন্দ্রনাথ পাহাড় | komoldoho jhorna 💥 или скачать в максимальном доступном качестве, которое было загружено на ютуб. Для скачивания выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
Sitakunda tour এ আমরা গিয়েছি চন্দ্রনাথ পাহাড় (chandranath hill) এবং Komoldoho jhorna যেটা Ruposhi jhorna নামেও পরিচিত। #sitakundo #chandronath #komoldohojhora সীতাকুণ্ড ডে ট্যুর বা sitakunda one day tour প্লান: travelling sitakunda এ আমরা ট্রেকিং করেছি চন্দ্রনাথ পাহাড় তার পর গিয়েছিলাম রূপসী ঝর্ণায়। sitakunda travel এ খরচের হিসাব: এবারের tour এ sitakunda train এ গিয়েছিলাম। dhaka to sitakunda ট্রেন ভাড়া : ১২০*২ = ২৪০ টাকা। সীতাকুণ্ড বাজার থেকে সিএনজি ভাড়া: ২০ টাকা। পাহাড়ের নিচ থেকে সীতাকুণ্ড বাজার: ২০ টাকা। সীতাকুণ্ড বাজার থেকে বড়দারোগা হাট : ৩০ টাকা (লোকাল ট্রান্সপোর্ট) । সিএনজি রিজার্ভ নিলে চন্দ্রনাথের নিচ থেকেই পাওয়া যাবে ৩০০ টাকায়। ৫ জনের টিম হলে জনপ্রতি খরচ তাহলে ৬০ টাকা। দুপুরের খাবার : ১৬০ টাকা এটা ছিলো আমাদের low cost sitakund tour বা sitakunda budget tour এর হিসাব। আমাদের sitakunda tour শুরু হয় কমলাপুর রেলস্টেশন থেকে চট্টগ্রামগামী মেইল ট্রেইনে। sitakunda train journey তে ট্রেন ছাড়ে রাত ১১:৪৫ মিনিটে। যদিও যাত্রা খুব বেশি কম্ফোর্টেবল না, তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে এটা একটা বাজেট ট্যুর। সারারাত জার্নির পর ট্রেন সীতাকুণ্ড স্টেশনে পৌছায় সকলা ৮:২০ মিনিটে। সেখান থেকে আমরা জনপ্রতি ২০ টাকা সিএনজি ভাড়া দিয়ে চলে যাই চন্দ্রনাথের গোড়ায়। পাহাড়ের চূড়ায় রয়েছে চন্দ্রনাথ মন্দির। চন্দ্রনাথ পাহাড় হলো চট্টগ্রাম পশ্চিমাঞ্চলীয় হিল রেঞ্জের সর্বোচ্চ চূড়া। চট্টগ্রাম পশ্চিমাঞ্চলীয় হিল রেঞ্জ হিমালয় হতে বিচ্ছিন্ন হিমালয়ের পূর্বাঞ্চলীয় অংশ। এই পাহাড়টি হিমালয়ের দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক ঘুরে ভারতের আসাম এবং ত্রিপুরা রাজ্যের মধ্য দিয়ে ফেনী নদী পার হয়ে চট্টগ্রামের সঙ্গে মিশেছে। চট্টগ্রাম অংশে ফেনী নদী থেকে চট্টগ্রাম শহর পর্যন্ত এর দৈর্ঘ্য প্রায় ৭০ কিলোমিটার। এই পাহাড়ের পাদদেশে নির্মিত হয়েছে সীতাকুণ্ড ইকো পার্ক বা sitakunda eco park। Sitakunda eco park এ দুটি ঝর্না আছে Sohosrodhara jhorna & suptodhara jhorna। chandranath pahar বা chandranath hill এ ওঠার জন্যে ২টা রাস্তা আছে। এ পাহাড়টি Sitakunda pahar নামেও পরিচিত। বা দিকের পথ দিয়ে উঠা সহজ আর ডানদিকের সিঁড়ির পথ দিয়ে নামা সহজ, তবে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী পথ ব্যবহার করতে পারবেন। প্রায় ১ ঘণ্টা - ১.৫ ঘণ্টা ট্রেকের পর দেখা মিলবে শ্রী শ্রী বিরূপাক্ষ মন্দির এর। প্রতিবছর এই মন্দিরে শিবরাত্রি তথা শিবর্তুদশী তিথিতে বিশেষ পূজা হয়। এই পূজাকে কেন্দ্র করে সীতাকুণ্ডে বিশাল মেলা হয়। প্রথম মন্দির বিরুপাক্ষ মন্দির। সনাতন ধর্মাবলম্বীদের 'বিরুপাক্ষ'। মন্দিরের ভেতরে বিরাজ করছেন জাগ্রত শিব। তারপর ৩০-৩৫ মিনিটের ট্রেকিংএর পরই আমরা পৌছে যাই চন্দ্রনাথের চূড়ায়। sitakunda chandranath থেকে নামার সময় প্রচন্ড বৃষ্টির বাগড়ায় পড়েছিলাম। জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা। Sitakunda tour এর পরের পর্বে পাহাড় থেকে নেমেই আমরা সিএনজি রিজার্ভ করে চলে যাই বড়দারোগার হাট। মিরসরাইয়ের বড় দারোগারহাট বাজারের সামান্য উত্তরের ব্রিকফিল্ড সড়ক ধরে পূর্ব দিকে আধা কিলোমিটার পথ পাড়ি দিলেই রেললাইন। রেললাইন পেরুলেই মেঠো পথ, দুপাশে সবুজ ফসলি মাঠ, সামনে পাহাড়ের বিশালতা। আর সেই মেঠো পথ ধরে একটু হাঁটলেই পাহাড়ের পাদদেশ। বাঁ দিকে ৫০ গজ হাঁটলেই বিশাল ছড়া। যেটি রূপসীর প্রবেশপথ। রূপসীর প্রথম ধাপটা বড় একটি ঝর্ণার মত। অনেকটা খাড়া তবে ঢালু। বর্ষায় পুরো ঝর্ণা বেয়ে পানি পড়ে। শুষ্ক মৌসুমে শুধু দক্ষিণ দিকটায়। অনেকেই শেষে কওে দেয়। মনে করে রূপসী শুধু এটাই। অথচ এটি রূপসীর বাইরের রূপ। ভেতরের রূপ আরো বেশি সুন্দর। রূপসীর ধাপের ঝর্ণাটা বেয়ে উপরে উঠলে খোলা একটা জায়গা। তারপর একটা বড় পাথর। এই পাথরের মাঝ দিয়ে অনবরত পানি ঝরছে। দশ ফুটের খাড়া পাথরটি বেয়ে উঠতে পারলেই এবার অন্যরকম এক সৌন্দর্য। বিশাল ছড়া, তবে বেশ আঁকাবাঁকা। ঠিক বয়ে চলা কোনো নদীর মত। ছড়া দিয়ে হাঁটার সময় চোখে পড়বে হরেক রকম পাহাড়ি বৃক্ষ, ফুল, ফল, লতা। ছড়ার বুক ছিড়ে হাঁটতে হাঁটতে মনে হবে যেন কোনো গুহার মধ্য দিয়ে হেঁটে হেঁটে রহস্যভেদ করা হচ্ছে। কাঁদা নেই-বালি নেই। সুন্দর সমান এক ছড়া। বন্যমোরগের ছুটাছুটি। ছড়া ধরে হাঁটতে হাঁটতে পাওয়া যাবে দুটি পথ। এক পথের ছড়া বড়, আরেক পথের ছোট। বড় ছড়া ধরে একটু এগুলোই ছাগলকান্দা ঝর্না বা chagolkhanda jhorna। এটি komoldoho jhorna নামেও পরিচিত। অনেক দূর থেকেও কানে ভেসে আসে ঝর্ণার অবিরাম পানি পড়ার সুমধুর ধ্বনি। এছাড়াও sitakunda tourist spot বা sitakunda tour place আছে অনেকগুলা। যেমন: গুলিয়াখালি সী বিচ (Guliakhali beach), guliakhali visit করে guliakhali sea beach না দেখলে অপ্রাপ্তি থেকে যাবে। এখানে আছে mohamaya lake। mohamaya lake kayaking আপনার বিকাল টাকে সুন্দর করে রাখবে। sitakunda day tour এ আপনি আরো কিছু sitakunda travel place ঘুরে দেখতে পারেন - সীতাকুণ্ড ঝর্না র মধ্যে koiyachora jhorna বেষ্ট। এছাড়াও boro komoldoho waterfalls দেখতে পারেন। sitakunda tour plan এ sitakunda tour place গুলায় অবশ্যই একটি sitakunda jharna রাখবেন। আর প্রথমবার সীতাকুণ্ড ভ্রমনে আসলে তো sitakunda pahar মাষ্ট আসবেন। ---––––---––––---––––---––––---––––---––––---–––– Music Right: Creative Commons - Attribution 3.0 Unported— CC BY 3.0 Music promoted by Copyright Free Music - Background Music For Videos / @podcastbackgroundmusic ---––––---––––---––––---––––---––––---––––---–––– #sitakundatour #sitakundatrainjourney #travellingsitakunda #sitakundaonedaytour #sitakundatravel #chandranathpahar #sitakundachandranath #sitakundajharna #sitakundapahar #sitakundatourplan #sitakundatourplace #dhakatositakunda #Sitakundatour #lowcostsitakundtour #mohamayalakekayaking #chandranathhill #sitakundabudgettour