У нас вы можете посмотреть бесплатно পোষ্য কোটা পুনর্বহালে রণক্ষেত্র রাবি или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের হাতাহাতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা পুনর্বহালের ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছেন। শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে এই ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মাইন উদ্দিন ও প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমানসহ কয়েকজন শিক্ষকের সঙ্গে পোষ্য কোটাবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের হাতাহাতি হয়। এতে একপর্যায়ে উপ-উপাচার্যকে মাটিতে পড়ে যেতে দেখা যায়। এই ধস্তাধস্তিতে শিক্ষার্থী ও সাংবাদিকসহ কয়েকজন আহত হন। এই ঘটনার পর শিক্ষার্থীরা উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দিনকে অবরুদ্ধ করে বিক্ষোভ করেন। এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘শিক্ষার্থীরা আন্দোলন করছিলেন। এ সময় প্রশাসন ভবনে গাড়ি আটকে দেয় শিক্ষার্থীরা। এর আগে গত বৃহস্পতিবার ভর্তি কমিটির সভায় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের জন্য শর্তসাপেক্ষে প্রাতিষ্ঠানিক সুবিধায় ভর্তির সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। পোষ্য কোটা পুনর্বহালের ঘোষণার পরপরই উপাচার্যের বাসভবন ঘেরাও করে বিক্ষোভ করেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা।