У нас вы можете посмотреть бесплатно ব-দ্বীপ কাকে বলে? কীভাবে ব-দ্বীপ গড়ে উঠে?What is the delta? How are deltas formed? или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
বদ্বীপ কাকে বলে? নদী বাহিত পলি,বালি,কাঁকর প্রভৃতি নদী মোহনায় সঞ্চিত হতে হতে অগভীর সমুদ্রে যে মাত্রাহীন ‘ব’ আকৃতির যে দ্বীপের সৃষ্টি হয় তাকে বদ্বীপ (Delta) বলে। উদাহরণ মায়ানমারের ইরাবতী নদী, মিসরের নীলনদ,চীনের ইয়াংসি,হোয়াংহো,পাকিস্তানের সিন্ধু নদী প্রভৃতি নদীগুলির মোহনায় বদ্বীপ রয়েছে। বদ্বীপ নামকরণের কারণ সাধারণত নদীর মোহনায় গড়ে উঠা দেখতে ত্রিভুজাকৃতির (🔺) ভূমিরূপ কে বদ্বীপ বলে। কারণ এই ভূমিরূপ দেখতে বাংলা মাত্রাহীন ‘ব’ এরআকৃতির মতো তাই এর নামকরণ বদ্বীপ হয়েছে। আবার গ্রীক শব্দ Delta দেখতে অনেকটা মাত্রাহীন‘ব’ আকৃতির বলে ইংরেজিতে একে Delta বলে। কীভাবে বদ্বীপ গড়ে উঠে? উৎস হতে মোহনা পর্যন্ত নদীর গতিপথকে তিন ভাগে ভাগ করা হয়। যথাঃ ১.ঊর্ধ্বগতি(পার্বত্য অবস্থা) ২.মধ্যগতি(সমভূমি অবস্থা) ৩.নিম্নগতি(বদ্বীপ অবস্থা) নদীর নিম্ন গতিতে স্রোতের বেগ খুব কম হয়।নদীর নিম্ন ক্ষয় বন্ধ হয়ে যায় এবং স্বল্প পরিমাণে পার্শ্ব ক্ষয় হতে থাকে। ফলে নদী উপত্যকা খুব চওড়া ও অগভীর হয়। নদীর এই অংশে স্রোতের বেগ কমে যাওয়ায় নদীবাহিত বালু,কাদা ও পলি নদী মোহনায় সঞ্চিত হয়ে নদীর গতিপথে বাধার সৃষ্টি করে। ফলে নদীর স্রোত বাধা পেয়ে দু'দিকে চলে যায়। কালক্রমে নদীমুখে পলি সঞ্চিত হয়ে ভূভাগ উঁচু হয়ে মাত্রাহীন ‘ব’ এর আকার ধারণ করে ত্রিকোনাকার দ্বীপের সৃষ্টি করে। এটিই বদ্বীপ নামে পরিচিত। আল্লাহ হাফেজ ১৩.০৮.২০২৩ #ব-দ্বীপ #নদী #delta #বদ্বীপ