Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб নীলাদ্রি লেক ভ্রমন || নীলাদ্রি লেক সুনামগঞ্জ || Niladri Lake visit в хорошем качестве

নীলাদ্রি লেক ভ্রমন || নীলাদ্রি লেক সুনামগঞ্জ || Niladri Lake visit 9 месяцев назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru



নীলাদ্রি লেক ভ্রমন || নীলাদ্রি লেক সুনামগঞ্জ || Niladri Lake visit

নীলাদ্রি লেক ভ্রমন || নীলাদ্রি লেক সুনামগঞ্জ || Niladri Lake visit নীলাদ্রি লেক বা শহীদ সিরাজ লেক: সুনামগঞ্জ জেলার অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। এটি মূলত চুনাপাথরের পরিত্যাক্ত খনির লাইম স্টোন লেক। ভারতের মেঘালয় সীমান্তঘেঁষা বাংলাদেশের  সুনামগঞ্জ  জেলার তাহিরপুরে উপজেলা অবস্থিত টেকেরঘাট নামক গ্রামে নীলাদ্রি লেকের অবস্থান। এই লেকের প্রকৃত নাম সহিদ সিরাজ লেক কিন্তু ভ্রমণপিপাসুদের কাছে এই লেক নীলাদ্রি লেক নামেই বেশি পরিচিত। অবশ্য স্থানীয় লোকজনের কাছে টেকেরঘাট পাথর কোয়ারি নামে পরিচিত।   লেকের আকর্ষণীয় ঘন নীল জল` ছোট বড় টিলা আর মেঘালয়ের উঁচু পাহাড় সারির সমন্বয়ে নীলাদ্রি লেককে করেছে অপার্থিব সৌন্দর্য্যের অধিকারী। সুনামগঞ্জ থেকে মোটর সাইকেলে লাউড়ের গড় পর্যন্ত আসতে ভাড়া লাগবে ২০০ টাকা। সেখান থেকে যাদুকাটা নদী পাড় হয়ে থেকে ৩৫০ থেকে ৪০০ টাকা ভাড়ায় বারিক্কা টিলা ,শিমুল বাগান ও নীলাদ্রি লেক টেকেরঘাট যাবার মোটর সাইকেল পাবেন। উল্লেখ্য, মোটরসাইকেল রিজার্ভ কিংবা ভাড়ার ক্ষেত্রে দুইজন ধরা হয়েছে। এছাড়া শুকনা মৌসুমে কিংবা একদিনে নীলাদ্রী লেক, যাদুকাটা নদী (Jadukata River), শিমুল বাগান, বারেক টিলা দেখতে চাইলে সুনামগঞ্জ শহর থেকে মোটর বাইক রিজার্ভ নিয়ে বারেক টিলা, যাদুকাটা নদী, শিমুল বাগান হয়ে নীলাদ্রী লেক ঘুরে আবার সুনামগঞ্জ ফিরে আসতে পারবেন। এক্ষেত্রে সিজনভেদে মোটরবাইক ভাড়া লাগবে ৮০০ থেকে ১২০০ টাকা এবং প্রতিটি বাইকে দুইজন ভ্রমণ করতে পারবেন। নীলাদ্রি নামটা যেমন সুন্দর, এর রূপও তেমনি মোহনীয়।মুলত চুনাপাথর খননের ফলে লেকটি সৃষ্টি হয়।লেকের ১ প্রান্ত ভারতের মেঘালয়ের উচু উচু পাহারের সারি, আর অন্য প্রান্ত বাংলাদেশে সবুজে ঘেরা উচু নিচু টিলা যাকিনা প্রকিতির ১ স্বর্গিয় রুপ ধারণ করে আছে। টিলার মাঝে মাঝে রয়েছে বেঞ্চ এবং ছায়ার ব্যবস্থার জন্য বড় বড় ছাতা। টিলার পাশেই চুনাপাথরের বিশাল খনি। প্রচুর লাইমস্টোন রপ্তানি করা হয় এই টেকেরহাট থেকেই।ছবিতোলার জন্য উপজুক্ত একটি যায়গা। রয়েছে লেকের পানিতে নৌকা ভ্রমন ও কায়াকিংএর ও বাবস্থা।যাকিনা ভ্রমণ পিপাসুদের মনে আনন্দ বহুগুণ বারিয়েদেয়।

Comments