У нас вы можете посмотреть бесплатно 49তম BCS || বিষয়: বাংলা (বিষয়ভিত্তিক) || সম্পূর্ণ প্রশ্ন সমাধান(প্রিলি) ||১০-১০-২০২৫ ||১০০ মার্ক или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
১০১.নিচের কোনটি রবীন্দ্রনাথের নগরাশ্রয়ী সামাজিক নাটক? ক. ডাকঘর গ. রাজা খ. চিত্রাঙ্গদা ঘ. বাঁশরী ১১০.ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 'ভ্রান্তিবিলাস' কোন নাটকের গদ্য ক. মার্চেন্ট অব ভেনিস খ. টেমিং অব দ্য শ্রু গ. ইডিপাস ঘ. কমেডি অব এররস ১০২.প্রমথ চৌধুরীর মতে যৌবনকে এদেশের মানুষ ভয় পায়, কারণ- ক. যৌবন প্রকৃতি বিরুদ্ধ খ. যৌবন মানব জীবনে বিরাট এক ফাঁড়া গ. যৌবন শাসনযোগ্য নয় ঘ. যৌবনের অন্তরে শক্তি আছে ১০৩.ইকো-ফেমিনিজমের বিষয় কী? ক. পুরুষতন্ত্র কর্তৃক পুরুষতন্ত্রে ক্ষতিসাধন খ. প্রকৃতিকে নারী কল্পনা করে রচিত সাহিত্য গ. নারীকে প্রকৃতি ভেবে রচিত সাহিত্য ঘ. অনৈতিক পুরুষতন্ত্রের বিরুদ্ধে বিপরীতে প্রকৃতি ও নারীর সম্বন্ধ সন্ধান ১১১.‘সুশিক্ষিত লোক মানেই স্বশিক্ষিত’- এই লাইটি প্রমথ চৌধুরীর কোন প্রবন্ধে আছে? খ. সবুজপত্র ঘ. আমাদের ভাষা সংকট ক. বইপড়া গ. সাহিত্যের খেলা ১১২.‘ঘোড়া' শব্দটির প্রতিশব্দ কোনটি? খ. রাকেশ ঘ. চঞ্চরী ক. সৈন্ধব গ. উদক ১১৩.‘কালকেতু উপাখ্যান- এ দেবী চণ্ডীকালোকেতুকে কত ঘড়া ধান দান করেছিলেন? ক. তিন ঘড়া গ. সাত ঘড়া. খ. পাঁচ ঘড়া ঘ. এক ঘড়া ১০৪.জীবনানন্দ দাশের কাব্য ভাষার স্বকীয় বৈশিষ্ট্য কোনটি? ক. সাধু ভাষা প্রভাবিত খ. বিশুদ্ধ চলিত ভাষার মৌখিক রুপ গ. কলকাতার উপভাষার আধিক্য ঘ. সাধু ও চলিত ভাষার মিশেল. ১০৫.কবি জনাব আলী রচিত কিসসাতুল আম্বিয়া গ্রন্থের বিষয়বস্তু কি ? ক. আল কোরআনে বর্ণিত বিভিন্ন কাহিনির বাংলা অনুবাদ খ. ওলি-দরবেশ-ইমামদের জীবনগাঁথা ও কীর্তি বর্ণনা গ. মহানবীর জীবৎকালের বিভিন্ন যুদ্ধ-বিগ্রহের ঘটনা. ঘ. খুলাফায়ে রাশেদিনের বিভিন্ন অভিযানের বিবরণ ১০৬.মধ্যযুগের কোন কাব্যকে ‘নাট-গীত-পাঞ্চালী' বলা হয়? ক. চণ্ডীমঙ্গল কাব্য খ. শ্রীকৃষ্ণকীর্তন. গ. পদ্মাবতী ঘ. পদ্মপুরাণ ১০৭.কোনটি স্বরান্তরিত দ্বিত শব্দ নয়? ক. চোটপাট খ. লুটপাট গ. টুপটাপ ঘ. ফটফট ১০৮.বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসকে আধুনিক ছোটগল্প রচনার প্রথম পরীক্ষা বলা যায়? ক. যুগালাঙ্গুরীয় খ. রাধারাণী গ. মৃণালিণী ঘ. ইন্দিরা ১০৯.রবীন্দ্রনাথের শিক্ষাচিন্তার জোরালো প্রতিফলন ঘটে কোন নাটকে? খ. লক্ষ্মীর পরীক্ষা ঘ. রক্তকরবী গ .অচলায়তন ১১৪.‘রক্তকরবী' কোন নাটকের বিষয়বস্তু? গ. ধর্মীয় অচলায়তন ঘ. পুঁজিবাদ ও কৃষিসভ্যতার দ্বন্দ্ব ক. বিশুর খামখেয়ালী খ. নন্দিনীর সৌন্দর্য ১১৫.‘জমিদার দর্পণ' নাটকে ট্র্যাজেডির গভীরতা ফুটে উঠেনি কারণ ক. কাহিনী একমুখি ও সংলাপ রিপোর্টধর্মী খ. চরিত্রের অভ্যন্তরে দ্বন্দ্ব অনুপস্থিত গ. নাট্যকারের শৈল্পিক নিরাশক্তির অভাব ঘ. উপরের তিনটিই সত্যি ১১৬.রবীন্দ্রনাথের ‘তাসের ঘর' নাটকটি কোন গল্পের নাট্যরূপ? ক. ছুটি খ. একটি আষাঢ়ে গল্প ঘ. ইচ্ছাপূরণ গ. প্রায়শ্চিত্ত ১১৭.‘শেষ লেখা’ কাব্যে জীবন ও জগৎ সম্পর্কে রবীন্দ্রনাথের যে উপলব্ধির প্রকাশ ঘটে তার মধ্যে নিচের কোনটি সঠিক নয়? ক. এ জগৎ স্বপ্ন, মায়া, মিথ্যা খ. জীবনের স্বর্গীয় অমৃত গ্রাস করার ক্ষমতা মৃত্যুর নাই গ. সৃষ্টির পথ বিচিত্র মায়াজালে আকীর্ণ ঘ. জীবনে মিথ্যা আশ্বাসের ফাঁদ নিপুণ হাতে বিছানো ১১৮.কোন নাটকে রাজার পুত্রের প্রতি বিমাতার আকর্ষ, পুত্রের প্রত্যাখান ও বিমাতার ষড়যন্ত্রে পরিবারের সকলের মৃত্যু হয়? ক. টালা অভিনয় গ. বসন্ত কুমারী নাটক খ. এর উপায় কি ঘ. ফাঁস কাগজ ১১৯.বৈষ্ণব পদাবলীর অবাংগালী কবি কে? ক. গোবিন্দ দাস গ. চন্ডী দাস খ. জ্ঞান দাস ঘ. বিদ্যাপতি ১২৯.‘চৌরপঞ্চাশিকা' কাব্যের বিষয়বস্তু কি? ক. অবৈধ প্রণয় খ. ৫০ জন চোরের কাহিনি গ. পরকালে নাজাতের ৫০টি উপায় ঘ. জগতের যাবতীয় অমঙল থেকে বাঁচার উপায় ১২০.শরৎচন্দ্রের কোন নায়িকা মিথ্যা সাক্ষ্য দিয়ে প্রেমিককে জেলে পাঠিয়েছিলেন? ক. ‘দেবদাস' উপন্যাসের পার্বতী খ. ‘পল্লীসমাজ' উপন্যাসের রমা গ. ‘গৃহদাহ’ উপন্যাসের অচলা ঘ. ‘শ্রীকান্ত’ উপন্যাসের রাজলক্ষ্মী ১২৪.“যার ঘটে বিরহের জ্যোতি প্রকাশিল সুখ দুঃখ প্রতি তার আপদ তরিল”- উদ্ধৃতিতে মধ্যযুগের কোন নাথিকার বিরহ- বেদনা প্রকাশ পেয়েছে? ক. রাধা খ. ফুল্লরা গ. লাইলি ঘ. পদ্মাবতী ১২৬.‘হানিফা-কয়রা পরী' কোন জাতীয় রচনা? ক. রূপকথা খ. নীতিশাস্ত্ৰ গ. যুদ্ধ উপজীব্য রোমান্টিক প্রণয়োপাখ্যান ঘ. সামাজিক প্রেমকাহিনি ১৩২.মিথ ও পুরাণের পার্থক্য কী? ক. দুটো একই- একটি আরেকটির পরিভাষা খ. মিথে ধর্মীয় বিশ্বাস নাও থাকতে পারে, কিন্তু পুরাণ ধর্মীয় বিশ্বাসজাত আখ্যান গ. মিথের একমাত্র বিষয় দেব-দেবীর সৌন্দর্য, পুরাণের একমাত্র বিষয় দেব-দেবীর বীরত্ব ঘ. মিথ মহা বৈশ্বিক, পুরাণ স্থানিক ১৩৩.চর্যাপদের ভাষাকে ‘আলো আঁধারি' বলে অভিহিত করেন কে? ক. ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ খ. সুনীতিকুমার চট্টোপাধ্যায় গ. হরপ্রসাদ শাস্ত্রী ঘ. সুকুমার সেন ১৩৪.কোন কবি নিজেকে ‘দত্ত কুলোদ্ভব’ বলে পরিচয় দিয়েছেন? খ. সুধীন্দ্রনাথ দত্ত ঘ. অজিত দত্ত ক. সত্যেন্দ্রনাথ দত্ত গ. মাইকেল মধুসূদন দত্ত ১৩৫.ক্রিয়া বিশেষণ কোনটি? খ. হরেদরে ঘ. ক্রমেক্রমে ক. জ্বলজ্বলে গ. নির্বিঘ্নে ১২৫.‘শহীদ-ই-কারবালা' কাব্যের রচয়িতা কে? ক. হায়াত মাহমুদ খ. মুহম্মদ খান ঘ. মুহম্মদ কবীর গ. জাফর ১৩৬.‘সধবার একাদশী' নাটকে কাদের নৈতিক অধঃপতনের চিত্র ফুটে উঠেছে? ক. উচ্চবিত্ত বিবাহিত নারীদের খ. জমিদারদের গ. কলকাতার বাবুদের ঘ. বারবণিতাদের ১২৭.“পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন/মানুষ তব ঋণী পৃথিবীর কাছে”- উদ্ধৃতিটি ‘বলাকা” কাব্যের কোন কবিতার অংশ? ক. সুরঞ্জনা গ. সুচেতনা খ. সুদর্শনা ঘ. সবিতা ১২৮.রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যে প্রথম একজন কবির সাথে শিল্পীর যোগ হয়েছে? ক. গীতাঞ্জলী গ. সোনারতরী খ. মানসী ঘ. বলাকা ১৩৭.‘বিসর্জন' নাটকের জয়সিংহের সংস্কারাচ্ছন্ন মনের মুক্তি ঘটে কার আহ্বানে ? ক. রাজা গোবিন্দ মাণিক্য খ. ব্রাক্ষ্মণ রঘুপতি গ. রাণী গূণবতি ঘ. বালিকা অপর্ণা #49BCSbanglaquestionsolution2025 #49BCSbanglasolution2025 #49BCSbangla Don’t forget to hit the notification bell 🔔 so you never miss an update! HM Monirul Islam( Moni)