У нас вы можете посмотреть бесплатно সিংহাসনের ষড়*যন্ত্র পেরিয়ে মুঘল সম্রাট হুমায়ুনের অভিষেক | Mughal Emperor Humayun | Biography | или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
সিংহাসনের ষড়*যন্ত্র পেরিয়ে মুঘল সম্রাট হুমায়ুনের অভিষেক | Mughal Emperor Humayun | Biography | Nasir al-Din Muhammad commonly known by his regnal name Humayun was the second Mughal emperor, who ruled over territory in what is now Eastern Afghanistan, Bangladesh, Northern India, and Pakistan from 1530 to 1540 and again from 1555 to 1556. On 26 December 1530, Humayun succeeded his father Babur to the throne of Delhi as ruler of the Mughal territories in the Indian subcontinent. Humayun was an inexperienced ruler when he came to power at the age of 22. His half-brother Kamran Mirza inherited Kabul and Kandahar, the northernmost parts of their father's empire; the two half-brothers became bitter rivals. দিনটি ছিল ১৫০৮ সালের ৬ মার্চ কাবুলের দুর্গে সম্রাট বাবরের একটি পুত্রসন্তান জন্মগ্রহণ করে। । শিশুটির নাম রাখা হলো নাসিরুদ্দিন মুহাম্মদ। ডাকনাম হুমায়ুন। হুমায়ুনের মা মাহাম বেগম ছিলেন হেরাতের সুলতানের আত্মীয়। জন্মের মাত্র ৪ বছর পরেই হুমায়ুনের শিক্ষাজীবন শুরু হয়। গণিত, দর্শন, জ্যোতির্বিজ্ঞানে ছিল তার দুর্নিবার আগ্রহ। আরবি, তুর্কি, ফারসীতে ছোটবেলা থেকেই তিনি অনর্গল কথা বলতে পারতেন। বাবর হিন্দুস্তানের উত্তরাংশ বিজয় করে নিলে তিনি হিন্দি ভাষার সাথে পরিচিত হন এবং ভাষাটি আয়ত্ব করে নেন। ইসলামী ধর্মতত্ত্ব, দর্শন আর তুর্কি সাহিত্য, ফারসি সাহিত্য ইত্যাদি ক্ষেত্রে তিনি একজন দক্ষ মানুষ ছিলেন। একজন বিদ্যানুরাগী আর চিন্তাশীল মানুষ হিসেবে বালক বয়স থেকেই তিনি বেশ বিখ্যাত ছিলেন। তবে তিনি কিছুটা অগোছালো প্রকৃতির মানুষ ছিলেন। আর রাজপুত্র হিসেবে তার সামরিক শিক্ষার কথা আলাদা করে উল্লেখ করাটা বাহুল্য। হুমায়ুন তার পিতার অধীনেই নিজের জীবনের প্রথম কর্মজীবন শুরু করেছিলেন। মাত্র ১৩ বয়সে তিনি বাদাখশানের শাসনক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন। ১৫২৬ সালের পানিপথের প্রান্তরে তিনি পিতার সাথে দৃঢ়চিত্তে সাহসিকতার সাথে লড়াই করে সবার দৃষ্টি আকর্ষণ করে নিতে সক্ষম হন। এর আগে হিসার ফিরোজায় এক আফগান সেনাবাহিনীকে পরাজিত করে তার দক্ষতার প্রতি বাবরকে আশ্বস্ত করতে সক্ষম হন। পরবর্তীতে নিজের সাহসিকতা, দক্ষতা আর যোগ্যতার চূড়ান্ত ছাপ রাখেন ১৫২৭ সালে রাজপুতদের বিরুদ্ধে সংঘটিত খানুয়ার যুদ্ধে। #humayun #mughal #mughalempirehistory