У нас вы можете посмотреть бесплатно আমার কালু শাহ্ খেতমত, শিল্পী, সৈয়দ শাহজাহান শাহ - Folk songs syed kalu shah fokir или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
সংক্ষিপ্ত জীবনী নাম ও পরিচয় সৈয়দ কালু শাহ ফকির (আবদাল হযরত) জন্ম ≈ ১৮০৯ বা ১৮১০ ইং জন্মস্থান তৎকালীন পাবনা জেলার (বর্তমান সিরাজগঞ্জ) উল্লাপাড়া উপজেলার কালিগঞ্জ গ্রাম পিতা-মাতা পিতা: নিতাই ব্যাপারী, মা: নুরজাহান বেগম শৈশব ও শিক্ষা গ্রামের পরিবেশে বড় হন; মায়ের সঙ্গে থেকে পড়াশোনা শুরু করেন। কোরআন মুখস্থ করেন এবং “হাফেজ” উপাধি লাভ করেন। আধ্যাত্মিক জীবন তিনি গভীর সাধনায় মগ্ন থাকতেন, ধ্যান ও তত্ত্ব চর্চা করতেন। বিভিন্ন জঙ্গলে, কবরের নিচে, অবিকল আল্লাহর স্মরণে সময় কাটাতেন। মুরিদ ও শিক্ষাগুরু এক পর্যায়ে ঢাকার ধামরাইয়ে হযরত শাহ আতাউর রহমান আল কাদেরী (এক ধরনের পীর) এর মুরিদ হন। গান ও উপদেশ সাধনার প্রকাশ এবং ভক্তদের জন্য পরামর্শ হিসেবে গান লিখতেন ও গাইতেন। তার গানে ঈশ্বর প্রেম, তত্ত্ব দর্শন ও মানবিক ভাবনা উঠে আসে। ইন্তেকাল ১৯০৫ ইং সালে (বাংলা ১১ অগ্রহায়ণ, ১৩১২ সাল) সাটুরিয়া (মানিকগঞ্জ) কাওন্নারা গ্রামে ইন্তেকাল করেন। সমাধি ও ওরস মৃত্যুর নিকটস্থ স্থানে সমাধিস্থ হন। বর্তমানে তাঁর মাজার সাটুরিয়া উপজেলায় অবস্থিত। প্রতি বছর তাঁর উরস (বার্ষিক স্মরণোৎসব) আয়োজন করা হয়। উত্তরাধিকার ও স্মৃতি তাঁর মাজার সংলগ্ন এলাকায় “সৈয়দ কালু শাহ ডিগ্রী কলেজ” নামক একটি কলেজ প্রতিষ্ঠিত আছে।