У нас вы можете посмотреть бесплатно সৈয়দ ফয়জুল করীম ভাই (শায়েখে চরমোনাই) । হাতপাখার জাগরণী থিম সং 🔥 Sayed Faizul Karim Bhai или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
সৈয়দ ফয়জুল করীম ভাইয়ের মাঠ ঘাট কাঁপানো উত্তাল নির্বাচনী গজল 🔥 📩 নির্বাচনী গানের জন্য যোগাযোগ করুন 👇 01734642675 (WhatsApp) Facebook Page: / officialhahmed Vocals: Shehzaad, Hasanat, H Ahmed Composition, Mix, Master: Shehzaad, Hasanat Melody: H Ahmed Lyrics: Hossain Noor শব্দচয়ন: সৈয়দ নাছির আহমাদ কাওছার মাটি মানুষের তরে নিবেদিত প্রাণ শ্রমজীবি মানুষের প্রিয় সেই নাম তরুণ যুবকদের হৃদয়ের পাতায় শোনা যায় সেই নাম কৃষকের কথায় বরিশাল পাঁচ আসনে যার জুড়ি নাই ভোট দেবো তারে এইবার হাতপাখায়! দিচ্ছে রায়, দিচ্ছে রায় শ্রমিক জনতা দিচ্ছে রায় নেতা মোদের একটাই সৈয়দ ফয়জুল করীম ভাই দিচ্ছে রায়, দিচ্ছে রায় ছাত্রজনতা দিচ্ছে রায় নেতা মোদের একটাই সৈয়দ ফয়জুল করীম ভাই (হাতপাখা হাতপাখা হাতপাখা হাতপাখা) এ দেশের মজলুম জননেতা তিনি দুর্বার সাহসী বলেই তারে চিনি অকৃত্রিম মমতা মানুষে তরে বিলিয়ে যান তিনি ঘর থেকে ঘরে বরিশাল পাঁচ আসনে যার জুড়ি নাই ভোট দেবো তারে এইবার হাতপাখায়! দিচ্ছে রায়, দিচ্ছে রায় শ্রমিক জনতা দিচ্ছে রায় নেতা মোদের একটাই সৈয়দ ফয়জুল করীম ভাই দিচ্ছে রায়, দিচ্ছে রায় ছাত্রজনতা দিচ্ছে রায় নেতা মোদের একটাই সৈয়দ ফয়জুল করীম ভাই জুলাই বিপ্লবের বীর মহানায়ক, সিংহের মতো সাহসী দুর্দমক, মুসলিম বৌদ্ধ হিন্দু ও খ্রিস্টান জেলে কামার কুমোর গায় জয়োগান। মাঝি, মাল্লার গলে সুরে সুরে শুনি মাজলুমানের তিনি চোখের মণি। মানবতার বন্ধু সব পেশাজীবী কয় মা বোনও সুধায় হবে তার বিজয়। দিচ্ছে রায়, দিচ্ছে রায় শ্রমিক জনতা দিচ্ছে রায় নেতা মোদের একটাই সৈয়দ ফয়জুল করীম ভাই দিচ্ছে রায়, দিচ্ছে রায় ছাত্রজনতা দিচ্ছে রায় নেতা মোদের একটাই সৈয়দ ফয়জুল করীম ভাই (হাতপাখা হাতপাখা হাতপাখা হাতপাখা) #IslamiAndolon #Hatpakha #JamaateIslami #Daripalla #Nirbachon2026 #nirbachonisong #nirbachon2026 #nirbachon #নির্বাচন #হাতপাখা