У нас вы можете посмотреть бесплатно Slovenia from Soudi Arabia, Qatar, Kuwait, Oman & Baharain или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
মধ্যপ্রাচ্য থেকে স্লোভেনিয়ার ওয়ার্ক পারমিট (Type-D Visa) প্রসেসিং পূর্ণাঙ্গ গাইডলাইন মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে যারা ইউরোপের সেনজেনভুক্ত দেশ স্লোভেনিয়ার ওয়ার্ক পারমিট বা D-Visa-র জন্য আবেদন করতে ইচ্ছুক, তাদের জন্য সঠিক তথ্য জানা অত্যন্ত জরুরি। মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশে স্লোভেনিয়ার সরাসরি কোনো এম্বাসি বা VFS সেন্টার নেই। টুরিস্ট বা শেনজেন ভিসা (Type-C) অন্য দেশের এম্বাসির মাধ্যমে জমা নেওয়া হলেও, দীর্ঘমেয়াদী ওয়ার্ক পারমিট বা Type-D ভিসার ক্ষেত্রে নিয়মটি ভিন্ন। নিচে দেশ ভেদে এম্বাসি লোকেশন এবং ফাইল প্রসেসিংয়ের পূর্ণাঙ্গ ধাপগুলো তুলে ধরা হলো: ১. আবেদন জমা দেওয়ার স্থান (Jurisdiction) যেহেতু সব দেশে স্লোভেনিয়ার আবাসিক দূতাবাস নেই, তাই আপনাকে নির্দিষ্ট রিজিওনাল এম্বাসিতে গিয়ে ফাইল জমা দিতে হবে: কাতার, কুয়েত, ওমান ও বাহরাইন: এই দেশগুলোর প্রবাসীদের ফাইল জমা দিতে হবে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অবস্থিত স্লোভেনিয়ার এম্বাসিতে। সৌদি আরব: সৌদি প্রবাসীদের ভিসার ফাইল জমা দিতে হবে মিশরের কায়রোতে অবস্থিত স্লোভেনিয়ার এম্বাসিতে। ২. প্রয়োজনীয় কাগজপত্র (Checklist) প্রসেসিং শুরু করার জন্য এজেন্সিতে সাবমিশনের সময় প্রাথমিক পর্যায়ে নিচের ডকুমেন্টগুলো প্রয়োজন হবে: পাসপোর্ট: ন্যূনতম ১ বছরের মেয়াদ থাকতে হবে। ছবি: ৬ কপি (সাইজ: ৩.৫ × ৪.৫ সে.মি., ম্যাট প্রিন্ট, সাদা ব্যাকগ্রাউন্ড)। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট (PCC): মেয়াদ থাকতে হবে। কাজের প্রমাণপত্র: অভিজ্ঞতার সার্টিফিকেট (Experience Certificate) অথবা কাজের ভিডিও। ৩. ধাপে ধাপে ফাইল প্রসেসিং প্রক্রিয়া (Step-by-Step Procedure) ধাপ-১: ডকুমেন্ট অনুবাদ ও প্রেরণ পাসপোর্ট এবং পুলিশ ক্লিয়ারেন্সসহ প্রয়োজনীয় সকল ডকুমেন্ট স্লোভেনিয়ান ভাষায় অনুবাদ (Translation) করে নোটারী (Notary) করতে হবে। এরপর মূল কপিগুলো DHL বা Aramex-এর মাধ্যমে স্লোভেনিয়ায় আমাদের প্রদত্ত ঠিকানায় কুরিয়ার করতে হবে। ধাপ-২: পাওয়ার অফ অ্যাটর্নি (POA) আপনার কাগজপত্র পৌঁছানোর পর কোম্পানি আপনার নামে একটি 'পাওয়ার অফ অ্যাটর্নি' (Power of Attorney) ইস্যু করবে। আপনাকে সেই ডকুমেন্টে স্বাক্ষর করে তার স্ক্যান কপি (PDF ফরম্যাটে) কোম্পানির ইমেইলে পাঠিয়ে দিতে হবে। এটি কোম্পানিকে আপনার হয়ে স্লোভেনিয়ায় আইনি প্রক্রিয়া চালানোর অনুমতি দেয়। ধাপ-৩: ওয়ার্ক পারমিট ইস্যু সমস্ত কাগজপত্র জমা হওয়ার পর স্লোভেনিয়ার সংশ্লিষ্ট দপ্তর থেকে ওয়ার্ক পারমিট ইস্যু হতে সাধারণত ৩ থেকে ৪ মাস সময় লাগে। ধাপ-৪: এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ও ফাইল সাবমিশন ওয়ার্ক পারমিট কপি হাতে পাওয়ার পর কোম্পানি আপনার জন্য সংশ্লিষ্ট এম্বাসিতে (আবুধাবি বা কায়রো) অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করবে। নির্ধারিত তারিখে আপনাকে সশরীরে এম্বাসিতে উপস্থিত হয়ে ভিসার ফাইল জমা দিতে হবে। ধন্যবাদ মোঃ ইসমাইল হোসেন (ডিরেক্টর) ইহান ট্যুরস এন্ড ট্রাভেলস বাড়ি ১৪, (নিচ তলা), রোড ১২, নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা। (অফিস টাইম: সকাল ১০ থেকে বিকাল ৫ টা) ফোন & হোয়াটস্যাপ: ০১৭৫২-০৫৫০৫১, ০১৭১৩-২২৪৯৪৮, ০১৮১৮-২১৬৪৭৪(imo)