У нас вы можете посмотреть бесплатно আধুনিক পদ্ধতিতে ঘাসকাপ মাছ চাষে ভাগ্য বদল।। আধুনিক টিভি - adhunik tv или скачать в максимальном доступном качестве, которое было загружено на ютуб. Для скачивания выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
আধুনিক পদ্ধতিতে ঘাসকাপ মাছ চাষে ভাগ্য বদল।। আধুনিক টিভি - adhunik tv আধুনিক পদ্ধতিতে চাষ করা হচ্ছে প্রায় হারিয়ে যাওয়া দেশি মাছ। প্রতিটি ইউনিয়নে প্রদর্শনী পুকুরে চাষিদের উদ্বুদ্ধ করছে বিষয়টি। ফলে একদিকে যেমন চাষিরা মাছ চাষ করে লাভবান হচ্ছেন, অন্যদিকে আমিষের চাহিদা পূরণ হচ্ছে। বর্তমানে রংপুরের আটটি জেলার ইউনিয়ন পর্যায়ে ৫৭৩টি পুকুরে দেশি মাছ চাষ করা হচ্ছে। এরমধ্যে রয়েছে নীলফামারীর সৈয়দপুরও। সেখানে পাঁচটি ইউনিয়নের ১২টি পুকুরে চলছে মাছ চাষ। এসব পুকুরে শিং, মাগুর, পাবদা, গলদা চিংড়ি, গুলশাসহ নানা ধরনের মাছ রয়েছে। সৈয়দপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সানী খান মজলিস বাংলানিউজকে বলেন, মাঠ পর্যায়ে পুকুর নির্বাচন করে মাছ চাষের জন্য প্রস্তুত করা হয়। চাষিদের পোনা মাছ ও খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। নির্বাচন করা হচ্ছে আরও পাঁচজন বন্ধু চাষি। যাতে তারাও উদ্বুদ্ধ হয়ে মাছ চাষে আগ্রহী হয়ে ওঠেন। অন্যদিকে, এসব পুকুরে সার্বক্ষণিকভাবে নিয়োজিত রয়েছেন একজন চিকিৎসক। তাকে লিফ ম্যানও বলা হয়। ছোট ধরনের সমস্যা হলে তিনিই সমাধান করে থাকেন। ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তিসেবা সম্প্রসারণ প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) উপ-প্রকল্প পরিচালক বদরুজ্জামান মানিক বাংলানিউজকে বলেন, রংপুরে ৫৭৩টি পুকুরে আধুনিক পদ্ধতিতে দেশি মাছ চাষ করা হচ্ছে। প্রকল্পের মাধ্যমে চাষিদের উপকরণ সহায়তা বাবদ ৫০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। চাষিরা আগ্রহ নিয়ে মাছ চাষ করছেন, আর্থিকভাবে লাভবান হচ্ছেন। সৈয়দপুর বোতলাগাড়ী ইউনিয়নের খোর্দ্দ বোতলাগাড়ী গ্রামের চাষি মোহেবুল্লাহ সরকার বাংলানিউজকে বলেন, ৪০ শতক পুকুরে শিং, মাগুর ও অন্যান্য মাছের চাষ করছি। মাত্র কয়েক মাসেই বাজার উপযোগী হয়েছে মাছ। আশা করছি, এবার আমার পুকুরে ১ হাজার ৩৩৩ কেজি মাছ উৎপাদিত হবে। আর উৎপাদিত মাছের বাজারমূল্য দাঁড়াবে প্রায় ৩ লাখ ৩ হাজার টাকা। এতে খরচ বাদেও প্রায় ১ লাখ ৬৪ হাজার টাকা লাভ থাকবে। ============================== Needs and Advice ============================ --------------------------------------- ✔Email: [email protected] ----------------------------------------- -------------✔Phone: +8801706-917791-------------------- ✔Brilliant +8809638288307 ----------------- ===============================FOLLOW US================================ ================= SUBSCRIBE►LIKE►COMMENT►SHARE ================== ►► / peacewazbd ►► / shantitv ►► / peacewaz ◉ প্রতিদিন নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটি Subscribe করুন !! ▶ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন!! @peace waz bd @peace waz @শান্তি টিভি - shanti tv #আধুনিকটিভি #adhuniktv #মাছচাষ