Русские видео

Сейчас в тренде

Иностранные видео




Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru



পলিথিন মালচিং পেপার ।। মালচিং পেপার ।।Mulching paper ।। Mulching paper Bangladesh

টমেটো, তরমুজ, লাউ, ক্যাপসিকাম,মরিচ, স্ট্রবেরি,মেলন ইত্যাদি ফসল চাষে অসাধারণ একটা প্রযুক্তি মালচিং পেপারের ব্যবহার। এই পেপার কিন্তু ঠিক বাজারের পলিথিন না...পলিথিন জাতীয় কৃষি কাজের জন্য বিশেষভাবে তৈরি...বাইরে থেকে আমদানি করতে হয়... উৎপাদন খরচ কম হওয়া, ফলন বৃদ্ধি সহ মাটির স্বাস্থ্য ভাল রাখতে এটা দারুণ একটা প্রযুক্তি.. কৃষি প্রযুক্তিতে নতুন এক অধ্যায় হল মালচিং পেপার । আর এ পেপারের জন্য যোগাযোগ করুন ০১৯১৩৯১৬৫৬৫ %%% মালচিং ফ্লিম বা মালচিং পেপার %%% ১. ১০০% বায়োডিগ্রেএ্যাবল যা মাটিতে মিশে যায় নির্দিষ্ট সময় পরে ,তাই একটি পরিবেশ বান্ধব পণ্য ২. মালচিং ফ্লিম তৈরি করতে ছাতা তৈরির কিছু কৌশল ধার নিয়ে এটি তৈরি করা হয়েছে । কেমন হয়তো এটি ভাবছেন ? এক পাশে সিলভার অন্য পাশে কাল রং । এটির আসল উদ্দেশ্য হল তাপ বিকিরণ নিয়ন্ত্রণ । এক পাশ থেকে অন্য পাশে সহজে না যাওয়া । ৩. সূর্যের আলো ভেদ করতে পারে না খুব একটা , যার ফলে আলোর চলাচল নিয়ন্ত্রণ করে নির্দিষ্ট স্থানে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত । ৪. মাটির আর্দ্রতা ধরে রাখে , উদ্ভিদ ভালভাবে বেড়ে উঠার জন্য নিয়মিত পানি পায় , সেই সাথে পানির খরচ কমিয়ে দেয় মোট উৎপাদন করছে । ৫. মাটির ভিতরে খারাপ পোকা মাকড় আছে , যে গুলোর নতুন করে জীবন চক্র তৈরি করতে ও কোন উদ্ভিদ কে আক্রমণ করতে বাধা তৈরি করে । ৬. অতি বৃষ্টির সময় নির্দিষ্ট স্থানের মাটির ভারসাম্য ঠিক ভাবে ধরে রাখে । উদ্ভিদের জন্য প্রয়োগ করা প্রয়োজনীয় পুষ্টি ও খাবার সঠিক স্থানেই থাকতে সহায়তা করে । ৭. নির্দিষ্ট স্থানে আগাছা তৈরি হতে বাধা প্রদান করে । আগাছা না হতে পেরে শ্রমিক খরচ কমে যায় ফলে কম খরচে ফসল উৎপাদন করা যায় । ৮. মালচিং ফ্লিম একটি পুনরায় ব্যবহার করা যায় । এটি নির্ভর করে পুরুত বা মাইক্রন এর উপর । নির্দিষ্ট মাইক্রন বা পুরুতের উপর মালচিং ফ্লিম কত বার ব্যবহার করা যাবে তা মূলত নির্ভর করে । অফিস : ২৭১/১ নর্দ্দাপাড়া (বৈশাখীর মোড়), দক্ষিণখান, ঢাকা -১২৩০ মোবাইল ০১৯১৩৯১৬৫৬৫ (ইমো +হোয়াটস আপ) এক রোল মালচিং পেপার = ৪০০ মিটার লম্বা এবং ১.২ মিটার প্রস্থ ,২৫ মাইক্রন

Comments