У нас вы можете посмотреть бесплатно অভিনেত্রী আনোয়ারার মেয়ে মুক্তির চলচ্চিত্র জগতে উথান পতন।। Dhallywood Heroin Mukti। 2024 или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
অভিনেত্রী আনোয়ারার মেয়ে মুক্তির চলচ্চিত্র জগতে উথান পতন।। Dhallywood Heroin Mukti হুমায়ূন আহমেদের 'শ্রাবণ মেঘের দিন' সিনেমায় শাহানা চরিত্রে প্রথম পছন্দ ছিলেন আফসানা মিমি। কিন্তু শ্যুটিং করতে গিয়ে চরিত্রের গুরুত্ব কমে গিয়েছে মনে করে সরে আসেন মিমি,তারপর একে একে সেই চরিত্র ফিরিয়ে দেন শমী কায়সার,বিপাশা হায়াত দুইজন ই। অবশেষে একপ্রকার চ্যালেঞ্জ নিয়ে অভিনেত্রী আনোয়ারার পরামর্শে তার মেয়েকে হুমায়ূন আহমেদ নিয়ে নেন এই চরিত্রে। আনোয়ারার মেয়ে ততদিনে ব্যক্তিজীবন নিয়ে হতাশায় ছিলেন,শাহানা চরিত্রটি লুফে নিলেন। বলা বাহুল্য,শাহানা চরিত্রে তার অভিনয় অন্য নারী চরিত্র থেকে ম্লান হয় নি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবার মত অভিনয় করেছিলেন। শ্রাবণ মেঘের দিনের সেই শাহানাই হচ্ছে আনোয়ারার মেয়ে খ্যাত 'মুক্তি'। দুই বাংলার যৌথ প্রযোজনায় নির্মিত বিখ্যাত ছবি গৌতম ঘোষের 'পদ্মা নদীর মাঝি' ছবিতে কিশোরী গোপীর চরিত্রে প্রথম অভিনয়। তবে এই ছবি মুক্তি পাবার আগেই নায়িকা হিসেবে অভিষেক ঘটে যায়। ওমর সানীর বিপরীতে 'চাঁদের আলো' ছিল ছবিটি ছিল তখনকার অন্যতম সুপারহিট ছবি। ততদিনে সবাই জেনে যায়,তিনি কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারার মেয়ে। ক্যারিয়ার যখন গোছানোর কথা,তখন অভিনয় কে বিদায় জানিয়ে বিয়ে করে ফেলেন প্রযোজক ও অভিনেতা মাসুদ শেখ কে। কিন্তু সেই বিয়ে বেশিদিন ঠিকে নি। পরে শ্রাবণ মেঘের দিন দিয়ে আবার আলোচনায় আসেন,হুমায়ূন আহমেদের 'সমুদ্র বিলাস প্রাইভেট লিমিটেড' টেলিফিল্মেও ছিলেন। কিন্তু আর ব্যস্ত হতে পারেন নি কিংবা চান নি। চাষী নজরুল ইসলামের 'হাছন রাজা'য় ছিলেন অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে,এরপর টুকটাক কিছু ছবিতে অভিনয় করলেও সেইগুলো উল্লেখযোগ্য হয়ে উঠেনি। বলা যায়,ঐরকম চরিত্র ই করতে পারেন নি। নাটক করেছেন কিছু। এখন অনেকদিন ধরেই অভিনয়ে বিদায় জানিয়েছেন। সংসার,ধর্ম নিয়ে ব্যস্ত,পাশাপাশি চলচ্চিত্র তারকদের স্মৃতিচারণ নিয়ে অনুষ্ঠান করছেন। আনোয়ারা আমাদের দেশের অন্যতম শক্তিশালী সেরা অভিনেত্রীদের একজন, সেই তুলনায় মুক্তির অভিনয় প্রতিভা উল্লেখ্য করার মত নেই। তবে ভালো নির্মাতা পেলে,সেরাটা দিতে পারেন তার প্রমাণ মিলে শ্রাবণ মেঘের দিন সিনেমায়। #banglamovie #dhallywoodnews #facts