У нас вы можете посмотреть бесплатно A Tribute to Pt. Radhakanta Nandi ll Samir Nandi . или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
পণ্ডিত রাধাকান্ত নন্দী ছিলেন একজন প্রবাদপ্রতিম তবলা বাদক। তবলা ছাড়াও পাখোয়াজ ও নানা যন্ত্র বাদনে সমান পারদর্শী ছিলেন তিনি। ব্রিটিশ ভারতের অধুনা বাংলাদেশের বরিশালের বানারীপাড়ায় ১৯২৮ সালের ২৩ শেষ মে জন্মগ্রহণ করেন তিনি। পিতা রোহিনীকান্ত নন্দী ছিলেন তৎকালীন নামি তবলিয়া ও লয়দার শিল্পী। আর পিতামহ কালীচরণ ছিলেন প্রখ্যাত কীর্তণীয়া। পিতামহের সাথে ছোটবেলায় গ্রাম পরিক্রমায় নগরকীর্তনে শ্রীখোল বাজাতেন। মাত্র ছ-বছর বয়সেই খোল বাজিয়ে পুরস্কার লাভ করেন। পিতার কাছেই তবলার হাতেখড়ি এবং পরে কলকাতায় এসে আনোখিলাল মিশ্র ও ঞ্জাণপ্রকাশ ঘোষের কাছে তালিম নেন। ক্রমে তবলা, পাখোয়াজ সহ নানা যন্ত্রে পারদর্শী হয়ে ওঠেন। সিনেমার গান, জলসার আসরে, রেকর্ডের গানে বহু বিশিষ্ট সংগীতশিল্পীর সাথে সংগত করে খ্যাতি অর্জন করেছিলেন তিনি। মান্না দে, সন্ধ্যা মুখোপাধ্যায়, মানবেন্দ্র মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, ধনঞ্জয় ভট্টাচার্য, রামকুমার চট্টোপাধ্যায়, গোপা কাঞ্জিলাল প্রমুখ কিংবদন্তী শিল্পীদের সাথে নিয়মিত সংগত করতেন তিনি। একক বাদনেও তাঁর যথেষ্ট নৈপুণ্য ছিল। গানের গলাও ছিল বেশ ভালো। ১৯৮৪ সালের ৩০ শে নভেম্বর মাত্র ৫৬ বছর বয়সে প্রয়াত হন তিনি। ভাই চন্দ্রকান্ত নন্দী ছিলেন প্রখ্যাত বংশীবাদক। তাঁর মেজ মেয়ে ডলি নন্দীর পুত্র সমীর নন্দী এই প্রজন্মের একজন তবলাবাদক। বড়দাদুর আশীর্বাদের হাত মাথায় নিয়ে তাঁর মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি সমীরের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন। Follow me on: Email: [email protected] Twitter: / samirnanditabla Facebook: / samir.nandi587 Mobile no: 09732663234 #SamirNandiTabla, #AtributetoPanditRadhakantaNandi, #traditionaltabla, #RadhakantaNandiSytleLaggi