У нас вы можете посмотреть бесплатно Char Bangla Mandir Murshidabad | চার বাংলা মন্দির মুর্শিদাবাদ | Charbangla Temple Murshidabad | или скачать в максимальном доступном качестве, которое было загружено на ютуб. Для скачивания выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
Char Bangla Mandir Murshidabad | চার বাংলা মন্দির মুর্শিদাবাদ | Charbangla Temple Murshidabad | Flashback Vlog 17 শতকের মাঝামাঝি,আজিমগঞ্জ নামে একটি ছোট বাণিজ্য কেন্দ্র মুর্শিদাবাদের গঙ্গার তীরে গড়ে উঠে। নাটোরের রাজপরিবার,আজিমগঞ্জের একটি নদীর তীরে প্রাসাদ তৈরি করে,এবং এটিকে বড়নগর বলে,যার অর্থ একটি বড় শহর। বড়নগর ছিল নাটোরের রানি ভবানীর অতি প্রিয় জায়গা । জীবনের শেষ ভাগ তিনি এখানেই অতিবাহিত করেন। সেকালে বড়নগর ছিল মুর্শিদাবাদের বারাণসী। এখানে তিনি বেশ কয়েকটি মন্দির নির্মাণ করেন। তার মধ্যে 'চারবাংলা' মন্দিরগুচ্ছ অন্যতম। চারটি কারুকার্যখচিত একবাংলা ( দোচালা ) মন্দির একটি অল্পপরিসর বর্গাকার প্রাঙ্গণে অবস্থিত। এগুলি রানি ভবানীর অক্ষয় কীর্তি। 250 বছরেরও বেশি আগে রাণীর দ্বারা শিবকে উৎসর্গ করা বিখ্যাত 'চার বাংলা' মন্দির। এবং লোকমুখে কথিত আছে এখানে 107 টি শিবের মন্দির ছিল, যার মধ্যে অধিকাংশই নদী গর্ভে বিলীন হয়ে গেছে, আর বাকি যা আছ তা প্রায়ই বিলুপ্তির পথে। 1757 সালে পলাশীর যুদ্ধের তিন বছর পর নাটোরের রানী রানী ভবানী নির্মিত, চার বাংলা মন্দিরের চারটি স্থাপনা অনন্য এবং পোড়ামাটির ভাস্কর্য যা অন্য কোথাও পাওয়া যাবে না। নাটোরের রানী রানী ভবানী, একটি প্রদেশ যা 1947 সালের পরে বাংলাদেশের অংশ হয়ে উঠেছিল, তিনি মুর্শিদাবাদে কিছু চমৎকার টেরাকোটা মন্দির তৈরি করেছিলেন। জেলাটি ঘটনাক্রমে অবিভক্ত বাংলা, বিহার এবং উড়িষ্যার রাজধানী ছিল যতক্ষণ না ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজ্যের শেষ স্বাধীন শাসক সিরাজ উদ-দৌলাকে 1757 সালে পলাশীর যুদ্ধে পরাজিত করে। রানীর তৈরি করা মন্দির গুলির মধ্যে চার বাংলা মন্দির ছিল সবচেয়ে অনন্য। মুর্শিদাবাদ জেলার অন্তর্গত ঐতিহাসিক বড়নগর পূর্ণসলিলা ভাগীরথীর পশ্চিম তীরে অবস্থিত। পূর্ব ভারতের প্রধান বাণিজ্যকেন্দ্র ও বন্দর হিসেবে এই শহরের খ্যাতি ছিল। এখানে প্রায় দেড় হাজার ঘর কংস বণিক বাস করত। কাঁসা-পিতলের জন্য বড়নগর ছিল বিখ্যাত। বিশেষ করে বড় নগরের ঘড়া বাংলার বিখ্যাত ঘড়া। ঐতিহাসিক লং সাহেবের বর্ণনায় তখনকার দিনে পালতোলা জাহাজ নিয়ে ডাচ,ওলান্দাজ, পর্তুগিজ ,ইংরেজ বণিকরা ব্যবসা বাণিজ্য উপলক্ষে যাতায়াত করতেন এই বড়নগরে। তখনও মুর্শিদাবাদ সৃষ্টি হয়নি, বড়নগর ছিল রাজশাহী প্রদেশের রাজধানী,রাজা উদয়নারায়ণের পূর্বপুরুষেরা এখানে রাজত্ব করতেন। ঐতিহাসিকরা বলেন, রানী ভবানী এত বিশাল এলাকা শাসন করতেন যে তাকে 'অর্ধ বঙ্গেশ্বর' (অর্ধ বাংলার প্রভু) বলে সম্বোধন করা হতো। ঐতিহাসিকরা এটাও বিশ্বাস করেন যে তার স্বামীর মৃত্যুর পর তিনি শিবের ভক্ত হয়েছিলেন এবং ধ্বংসের দেবতাকে নিবেদিত বেশ কয়েকটি মন্দির নির্মাণ করেছিলেন। মুর্শিদাবাদ জেলার বড়নগর ভাগীরথী নদীর পশ্চিম তীরের একটি গ্রাম। এই গ্রামের ১ কিমি দূরের রেলস্টেশন আজিমগঞ্জ সিটি এবং ২ কিমি দূরের স্টেশন আজিমগঞ্জ জংশন। কলকাতা থেকে আজিমগঞ্জ জংশন ২১৯ কিমি। হাওড়া থেকে এক্সপ্রেস ট্রেনে গেলে আজিমগঞ্জ জংশনে নামতে হবে। সেখান থেকে টোটোতে আজিমগঞ্জ সিটিতে যাওয়া যায়। শিয়ালদহ থেকে প্যাসেঞ্জার ট্রেনে গেলে আজিমগঞ্জ সিটিতে নামতে পারেন। থাকার জন্য সিটি স্টেশনের পাশে কয়েকটি হোটেল আছে। শিয়ালদহ-লালগোলা লাইনের জিয়াগঞ্জ স্টেশনে নেমে গঙ্গা পেরিয়েও বড়নগরে যেতে পারেন। #Rani_Bhabani #murshidabad_tourism #Murshidabad_Travel_guide #Katra_Masjid #Historical_Murshidabad #azimganj_murshidabad_west_bengal #Jiaganj_Azimganj #Char_Bangla_group_of_temples #চার_বাংলা_মন্দির_আজিমগঞ্জ #murshidabad_district #imambara #Nababofbengal #sirajuddaulat #Terracotta #চার_বাংলা_মন্দির #Rani_Bhabani_Temple #baranagar_char_bangla_mondir Voice : Dibakar Videography & Editing : Ajay Pramanik Background music : Audio Library (Thak you so much Audio Library) ............................................................................... Facebook page Link ( Flashback Vlog) : / dibakarjimmy Face Book ( Dibakar ) : / dibakar.karmakar.77 Facebook (Ajay Pramanik) / ajay.pramanik.7967