У нас вы можете посмотреть бесплатно Visakhapatnam Arvind Stay বিশাখাপত্তনম রামকৃষ্ণ বিচ সামনে হোটেল || Best Hotel Near RK Beach Vizag или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
Visakhapatnam Arvind Stay বিশাখাপত্তনম রামকৃষ্ণ বিচ সামনে হোটেল || Best Hotel Near RK Beach Vizag Visakhapatnam আপনি কিভাবে পৌঁছবেন ? ______________________________________ হাওড়া থেকে, শালিমার অথবা সাঁতরাগাছি থেকে বিশাখাপত্তনম যাওয়ার সরাসরি ট্রেন আছে। সপ্তাহ শেষে যদি পরিকল্পনা করেন সেক্ষেত্রে, ১. সাঁতরাগাছি চেন্নাই এসি সুপারফাস্ট এক্সপ্রেস ( মঙ্গল ও শুক্রবার) ২. হাওড়া মাইসোর সুপারফাস্ট এক্সপ্রেস ( শুক্র) ৩. করমন্ডল সুপারফাস্ট এক্সপ্রেস (প্রতিদিন) উপরোক্ত ট্রেন গুলো পেয়ে যাবেন। স্লিপার ক্লাস ভাড়া 435 টাকা 3 AC ট্রেন টিকেট ভাড়া 1245 টাকা। 3E ট্রেন টিকেট ভাড়া 1165 টাকা। আমার মত পরিকল্পনা করতে পারেন সে ক্ষেত্রে কি করবেন ? _____________________________________ পুরী ভ্রমণ সম্পন্ন করে জগন্নাথ দেবের দর্শন করে আমি পরি ত্রিপতি এক্সপ্রেস সন্ধ্যা 6 টা 25 মিনিটে ধরেছিলাম।। এবং পরের দিন খুব ভোরবেলা পৌঁছে গিয়েছিলাম। বিশাখাপত্তনম এ কোথায় থাকবেন ?? ______________________________________ সবথেকে কম খরচে যদি থাকতে চান সেক্ষেত্রে, ভারতীয় রেলের RETIRING ROOM যা স্টেশনের মধ্যে অবস্থিত। rr.irctc অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে, আপনার ট্রেন টিকিটের , ১০ সংখ্যার PNR নম্বর দিয়ে, একা হলে DORMITORY আর যদি দম্পতি বা দুই বন্ধু / বান্ধবী হন, সে ক্ষেত্রে এসি নন এসি ডাবল বেডরুম বুক করতে পারেন। রেল স্টেশনের মধ্যে হওয়ার সুবিধা এটাই অনেক বেশি সুরক্ষিত। এবং ফেরার সময় ট্রেন ধরার জন্য তাড়াহুড়ো বা ট্রেন মিস হবার সম্ভাবনা শূন্য। এছাড়া যদি বিশাখাপত্তনামে রামকৃষ্ণ বিচের সামনে থাকতে চান সেক্ষেত্রে আছে । ARVIND STAY 🏨 লিফটের ব্যবস্থা যুক্ত বিশাল একটি প্রপার্টি। যিনি কর্তা উনার সাথে কথা বলেছিলাম, এই ভিডিওতে উনার প্রপার্টি একটুখানি দেখিয়েছি। কর্তার নম্বর MOBILE 📱 7777884999 বিশাখাপত্তনম এ একদিনে কি কি দেখা যাবে , সকাল থেকে সন্ধ্যা বেলার মধ্যে নিম্নলিখিত জায়গা গুলি আপনারা পরিদর্শন করবেন ___________________________________________ 1. রুসিকোন্ডা সমুদ্র সৈকত 2. থোতলাকুন্ডা সমুদ্র সৈকত। 3.থোতলাকুন্ডা বৌদ্ধিস্ট ধ্বংসাবশেষ। 4. কৈলাস গিরি পর্বত এবং রোপওয়ে অভিজ্ঞতা। 5. রামকৃষ্ণ সমুদ্র সৈকত মধ্যাহ্নভোজনের পরবর্তী সময়ে নিম্নলিখিত জায়গা গুলো দেখতে হবে। 6. বিশাখাপত্তনম বন্দরের রূপ। 7. বিশাখাপত্তনম fishing Harbour 8. সাবমেরিন মিউজিয়াম 9. এয়ারক্রাফ্ট মিউজিয়াম 10. সেন্ট্রাল পার্ক সন্ধ্যা সাতটায় লাইট অ্যান্ড সাউন্ড শো। উপরে উল্লেখিত জায়গা গুলি আমি, গণপরিবহন ব্যবহার করে, A.অন্ধ্রপ্রদেশ পরিবহন নিগম বাস B. সাধারণ মানুষ ব্যবহার করেছিলেন শেয়ার অটো C. RAPIDO BYKE সহযোগে ঘুরেছিলাম। বিশাখাপত্তনম একদিনের ভ্রমণে আমার খরচ। _______________________________________ হাওড়া থেকে স্লিপার ক্লাস ট্রেন টিকিট যাওয়া এবং আসা, আর তার সাথে ওখানে ঘোরা, বিভিন্ন দর্শনীয় স্থানে এন্ট্রি টিকেট, থাকার জায়গাতে ভাড়া ৫০০ টাকা ধরে। একজনের খরচ 2670 টাকা। উপরের বর্ণনায় যা যা আমি লিখলাম সেই সমস্ত জিনিসগুলো আপনারা সম্পূর্ণ ভিডিওতে দেখতে পাবেন।। আপামোর বাঙালি পর্যটকের বিশাখাপত্তনম যাত্রা শুভ হোক। দুগ্গা দুগ্গা। #vizag #visakhapattanam #vizagtour #vizagtouristplaces #vizagtourism #visakhapattanam #visakhapatnam #visakhapatanam #vizagaraku #vizagtouristplaces #vizagplots #vizagtraveller #vizagonedaytrip