У нас вы можете посмотреть бесплатно কাব্য- কবিতা | কবি অমিয় চক্রবর্তী কবিতা - ঘর,চেতন স্যাকরা,বড়োবাবুর কাছে নিবেদন,সংগতি, বিনিময় или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
অমিয় চক্রবর্তী (জন্ম: এপ্রিল ১০, ১৯০১ - মৃত্যু: জুন ১২, ১৯৮৬) বাঙালি সাহিত্যিক ও শিক্ষাবিদ। বিংশ শতাব্দীর বাংলা সাহিত্যের অন্যতম ব্যক্তিত্ব। বাংলা আধুনিক কবিতার ইতিহাসে তিরিশের দশক এবং বুদ্ধদেব বসু, সুধীন্দ্রনাথ দত্ত, জীবনানন্দ দাশ ও বিষ্ণু দে'র সঙ্গে কবি অমিয় চক্রবর্তীর নাম অবিনাশী বন্ধন ও সমসাময়িকতার বিস্ময়ে জড়িয়ে আছে। শীর্ষস্থানীয় আধুনিক কবি এবং সৃজনশীল গদ্যশিল্পী অমিয় চক্রবর্তী শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের সাহিত্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। পেশা ছিল -অধ্যাপনা পুরস্কার প্রাপ্তি- পদ্মভূষণ, সাহিত্য আকাদেমি পুরস্কার। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ১৯৩৭ খ্রিষ্টাব্দে ডি.ফিল. ডিগ্রি লাভ করেন। অমিয় চক্রবর্তী ১৯৪৮ থেকে ১৯৬৭ খ্রিষ্টাব্দ পর্যন্ত হাওয়ার্ড, বস্টন প্রভৃতি বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক প্রাচ্য ধর্ম ও সাহিত্য বিষয়ে অধ্যাপনা করেন। সেই সময় জর্জ বার্নাড'শ, আলবার্ট আইনস্টাইন, কবি ইয়েটস, রবার্ট ফ্রস্ট, আলবার্ট সোয়ইটজর, বোরিস পাস্তেরনাক, পাবলো কাসালস প্রভৃতি বিখ্যাত মনীষীর সান্নিধ্যে আসেন। নেট/সেট সিলেবাসে ওনার রচিত পাঁচটি কবিতা রয়েছে,এই পাঁচটি কবিতা পাঠ করে শোনান হল। কৃতজ্ঞতা স্বীকার: আধুনিক বাংলা কবিতা (বুদ্ধদেব বসু সম্পাদিত) প্রকাশক: শমিত সরকার এম.সি.সরকার এণ্ড সন্স প্রাইভেট লিমিটেড আবৃত্তিতে - চুমকি সরকার সম্পাদনা - টিংকু সরকার অনুরোধ রইল video like, share and comment করার জন্য এবং channel এখন ও subscribe না করে থাকলে subscribe করুন গল্পকথার শ্রুতিপাঠ্য... এবং পাশে দেওয়া bell icon ti press করে all notification on করে দেবেন ধন্যবাদ 🙏 subscribe Link : / golpokotharshrutipathya