У нас вы можете посмотреть бесплатно Shezan Feat. Ganga Remastered 2025 или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
[Chorus] আমগোর বুড়িগঙ্গার পানির থেইকা dirty flow মাটির বাংলার খাঁটি শ্লোক তোগোর কাছে গ্যাঞ্জাম এইতান আমগোর কাছে party bro [Verse 1] গাম গালায়া সমান রাস্তায় উষ্ঠা খাইলে মাটির দোষ অতি সইয়াল দেইখাই আজকা লাম হালায়া আঁটি চোস ফাও খাডায়া, পঁচা হামুকে পাও কাডায়া Future-এর bulb ফাডায়া লোকের কাছে কান কাডায়া গেলি আমি দুধ-কলা দেই তোরা দি বিষ ঢাইলা দিলি তোতা হুইনা রাখ কথা অহনতে গুইন্না পড়াম শিলি হুদাই ভেটকাইস না, দাঁত মাইজ্জা নে তুই যে পাগল হইসোস, বাইত জানে? উই যে যেইদিন কইলি বেঈমান ঐদিনই বুঝছি ক্যাঁচাল কনে পাগলা, চোখে চাইলেই বুঝোন যায় কি আছে কার মনে রাস্তায় সামনে পড়লে পলায় যাস গা pick up লইলি phone -এ? থাক গা, যা গেসে যাউকগা, দুঃখ নাই এডির আমগো সামনে কথা কওয়ার মুখ নাই পায়ে পারা দা যাইবো গা এই দেশো এইরহম কোনোখানে কোনো মার পুত নাই পিস দা খ্যাঁচ লাগায় দিবা বাজান ওহন ওই যুগ নাই যেশুম তোরা যাবি ডুইবা হেশুম আমরাই থাকমু হুগনায় [Chorus] গঙ্গার পানির থেইকা dirty flow মাটির বাংলার খাঁটি শ্লোক তোগোর কাছে গ্যাঞ্জাম এইতান আমগোর কাছে party bro গঙ্গার পানির থেইকা dirty flow মাটির বাংলার খাঁটি শ্লোক তোগোর কাছে গ্যাঞ্জাম এইতান আমগোর কাছে party bro গঙ্গার পানির থেইকা dirty flow মাটির বাংলার খাঁটি শ্লোক তোগোর কাছে গ্যাঞ্জাম এইতান আমগোর কাছে party bro গঙ্গার পানির থেইকা dirty flow মাটির বাংলার খাঁটি শ্লোক তোগোর কাছে গ্যাঞ্জাম এইতান আমগোর কাছে party bro [Verse 2] Bar-এ bar-এ কাটে কল্লা সুপারি কাটে যেমনে সর্তা গানের লগদা SHEZAN যেমন পানের লগদা জর্দা আমগোর খাওনের নাই নখতা পাইলে ডাইল-ভাত, আলু ভর্তা Album বাংলা rap-এর guide book লয় লন "একের ভিতর দশটা" না রে ব্যাটা "একের ভিতর পাঁচশো" কয় কাহিনী, কার show? সময় মতো বাস্ট বোমা কাঁপে পুরা রাষ্ট্র খেলায় আছি first-ও বাজান দেইখা যামু last-ও খিদা লাগলে Bangla Hip-hop গিল্লা খামু আস্ত [Verse 3] তোর bar নাজুক, এডি bar না চলে আগুর তুই goldfish, Killaz মাগুর কামে হাত নাই, তর সইল্লে ঠাকুর মাডিত হাঁটোস না, দেস আপুর তোর brain এর নিচে হাঁটু গিরা বাইরাই হইয়া যায় ছাতু ডাক পারবি যেমনে লাট্টু এই ফাট্টু গঞ্জে রঙবেরঙের scene ভায়া নাম হুইনা যায় ঝিম খায়া গরম সিসা বিন্দায়া দেই সাদা কাপড় পিন্দায়া নাই রে আগের দিন ভায়া, ছিলো হাজার কুতুব এই দেশে উড়ছে কইলাম সবাই তয় বাজান ফেরত আয় নাই যে গেসে কেডা মরে কে বাঁচে? শয়তান ঘুরে মাইনষের লেবাসে দিন আনে দিনপাট খায়া লয়া scene পাট আমরাও কই ঠিগাছে আর যার লগে চলি হের লেইগা গুল্লি সিনাত লইয়া লই তুই যদি গিরা পানিত নামোস আমরাও গলা পানিত সই [Chorus] গঙ্গার পানির থেইকা dirty flow মাটির বাংলার খাঁটি শ্লোক তোগোর কাছে গ্যাঞ্জাম এইতান আমগোর কাছে party bro গঙ্গার পানির থেইকা dirty flow মাটির বাংলার খাঁটি শ্লোক তোগোর কাছে গ্যাঞ্জাম এইতান আমগোর কাছে party bro গঙ্গার পানির থেইকা dirty flow মাটির বাংলার খাঁটি শ্লোক তোগোর কাছে গ্যাঞ্জাম এইতান আমগোর কাছে party bro গঙ্গার পানির থেইকা dirty flow মাটির বাংলার খাঁটি শ্লোক তোগোর কাছে গ্যাঞ্জাম এইতান আমগোর কাছে party bro -