У нас вы можете посмотреть бесплатно ভাসানীর শৈশবের শহর পাঁচবিবি | Abdul Hamid Khan Bhashani In Panchbibi или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
ভাসানীর শৈশবের শহর পাঁচবিবি | Abdul Hamid Khan Bhashani In Panchbibi, mawlan abdul hamid khan vasani, 132 বছর আগে, এই স্টেশনেই পা রেখেছিলেন বাংলার কিংবদন্তি নেতা, মাওলানা আবদুল হামিদ খান ভাসানী। পাঁচবিবির এই নীরব মাটি, আজও বহন করে তার পদচিহ্ন, তার শিক্ষা, আর তার সংগ্রামের গল্প। মওলানা আবদুল হামিদ খান ভাসানী ১৮৮০ সালের ১২ই ডিসেম্বর ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির পাবনা জেলার সয়াধানগড়া পল্লীতে (বর্তমানে বাংলাদেশের সিরাজগঞ্জ জেলায়) জন্মগ্রহণ করেন। তার পিতা হাজী শারাফত আলী। হাজী শারাফত আলী ও বেগম শারাফত আলীর পরিবারে ৪টি সন্তানের জন্ম হয়। একটি মেয়ে ও তিনটি ছেলে। মোঃ আব্দুল হামিদ খান সবার ছোটো। তার ডাক নাম ছিল চেগা মিয়া। ছেলে-মেয়ে বেশ ছোটো থাকা অবস্থায় হাজী শারাফত আলী মারা যান। কিছুদিন পর এক মহামারীতে বেগম শারাফত ও দুই ছেলে মারা যায়। বেঁচে থাকেন ছোট্ট শিশু আব্দুল হামিদ খান। পিতৃহীন হামিদ প্রথমে কিছুদিন চাচা ইব্রাহিমের আশ্রয়ে থাকেন। ওই সময় ইরাকের এক আলেম ও ধর্ম প্রচারক নাসির উদ্দীন বোগদাদী সিরাজগঞ্জে আসেন। হামিদ তার আশ্রয়ে কিছুদিন কাটান। এরপর প্রথম বিশ্বযুদ্ধের কিছুদিন পূর্বে ১৮৯৩ সালে তিনি পাঁচবিবির জমিদার শামসুদ্দিন আহম্মদ চৌধুরীর বাড়িতে যান। সেখানে তিনি মাদ্রাসার মোদাররেসের কাজ করেন এবং জমিদারের ছেলে-মেয়েকে পড়ানোর দায়িত্ব নেন। ১৮৯৭ খ্রিষ্টাব্দে পীর সৈয়দ নাসীরুদ্দীনের সাথে আসাম গমন করেন। ১৯০৩ খ্রিষ্টাব্দে আন্দোলনের সঙ্গে যুক্ত হন। ইসলামি শিক্ষার উদ্দেশ্যে ১৯০৭ সালে দেওবন্দ যান। দুই বছর সেখানে অধ্যয়ন করে আসামে ফিরে আসেন। ১৯১৭ খ্রিষ্টাব্দে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ময়মনসিংহ সফরে গেলে তার ভাষণ শুনে ভাসানী অণুপ্রাণিত হন।[৭] ১৯১৯ সালে কংগ্রেসে যোগদান করে অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করে দশ মাস কারাদণ্ড ভোগ করেন। ১৯২৩ সালে দেশবন্ধু চিত্তরঞ্জন স্বরাজ্য পার্টি গঠন করলে ভাসানী সেই দল সংগঠিত করার ব্যাপারে ভূমিকা পালন করেন। ১৯২৫ সালে তিনি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার জমিদার শামসুদ্দিন মহম্মদ চৌধুরীর মেয়ে আলেমা খাতুনকে বিবাহ করেন। আজ আমরা Heritage Hunter BD টিম নিয়ে এসেছি সেই ইতিহাসের সন্ধানে — যেখান থেকে শুরু হয়েছিল এক মহা বিপ্লবীর পথচলা। এই ভিডিওতে দেখবেন, ভাসানীর আগমন ও পাঁচবিবির গল্প জমিদার শামসুদ্দিন চৌধুরীর বাড়ি ও মাদ্রাসা পীর সৈয়দ নাসিরুদ্দীনের প্রভাব ভাসানীর সমাজসংস্কার ও শিক্ষামূলক অবদান আজও টিকে থাকা দোর্গা ও মোহররমের অনুষ্ঠান #HeritageHunterBD | বাংলার ইতিহাসের নতুন অধ্যায় #MaulanaBhashani #Panchbibi #Joypurhat #BangladeshHistory #HeritageHunterBD #LostHistory #Documentary #Bhashani #HistoryOfBangladesh