У нас вы можете посмотреть бесплатно কোটিপতির বস্তি মোনাকো | পৃথিবীর দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ | The Billionaires Paradise Of Monaco | или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
কোটিপতির বস্তি মোনাকো | পৃথিবীর দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ | The Billionaires Paradise Of Monaco | Monaco পৃথিবীর দ্বিতীয় ক্ষুদ্রতম রাষ্ট্র মোনাকো। দেশটি অত্যন্ত ছোট হলেও, এটি বিশ্বের বহু নামকরা বড়লোকদের আস্তানা। এ দেশের প্রায় সবাই কোটিপতি এবং এখানকার নাগরিকদের প্রতি তিনজনে একজন মিলিয়নিয়ার। অল্প একটু জায়গার মধ্যে হাজার হাজার কোটিপতির বসতির কারণে, একে কোটিপতির বস্তিও বলা যায়। ইউরোপের দেশ মোনাকোর তিন দিক থেকে ফ্রান্স দ্বারা আবদ্ধ এবং এর অন্যদিকে রয়েছে ভূমধ্যসাগর। মোনাকোর আয়তন মাত্র দুই দশমিক শূন্য দুই বর্গ কিলোমিটার। এটি পৃথিবীর দ্বিতীয় ক্ষুদ্রতম রাষ্ট্র। । দেশটি এতটাই ছোট যে, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরও মোনাকোর চেয়ে আট গুণ বড়। ক্ষুদে এই দেশের আবার রাজধানীও আছে। মোনাকোর রাজধানীর নাম মোনাকো ভিলি। এই দেশে মোট চারটি পাড়া আছে। মোনাকো ভিলি সেগুলোর একটি। ছোট এই রাজধানীতে প্রায় এক হাজারের মতো লোক বাস করে। তবে সমগ্র মোনাকো পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ। এই দেশের জনসংখ্যা প্রায় সাড়ে ৩৮ হাজার ৯৬৪ জন। যাদের অধিকাংশই কোটিপতি। এদের গড় আয়ু প্রায় ৮৯ বছরের বেশি। মোনাকোর জনগণের মাথাপিছু আয় প্রায় দেড় কোটি টাকা। মিলিয়নিয়ারের ঘনত্বের বিচারে মোনাকো রয়েছে শীর্ষে। মোনাকোর নাগরিকদের প্রতি তিনজনে একজন মিলিয়নিয়ার। বলাই বাহুল্য, এ দেশে দারিদ্র্যের হার শূন্য। এখানে মাত্র দুই বর্গকিলোমিটার এলাকায় ১২ হাজার ২৬১ জন মিলিয়নিয়ার বসবাস করেন। এদের ইউএস ডলারের হিসাবে মিলিয়নিয়ার বলা হয়েছে। সে অনুযায়ী বাংলাদেশি টাকায় একজন মিলিয়নিয়ারের কমপক্ষে সাড়ে আট কোটি টাকা আছে। এ ছাড়া কোনো দেশের জনসংখ্যার অনুপাতে সবচেয়ে বেশি বিলিয়নিয়ারও আছে মোনাকোতে। পৃথিবীর বিভিন্ন দেশের বড়লোকদের এখানে আসার অন্যতম কারণ হলো মোনাকোয় কোনো ইনকাম ট্যাক্স নেই। এমনকি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য এখানে কোনো কর্পোরেশন ট্যাক্স দিতে হয় না। এসব কারণে মোনাকো বিশ্বের অন্যতম ট্যাক্স হেভেনে পরিণত হয়েছে। ট্যাক্স হেভেন হলো যেসব দেশে পৃথিবীর শীর্ষ ধনী ব্যক্তিরা কোনো ধরনের আয়কর না দিয়ে তাদের সম্পদ লুকাতে পারে। সেজন্যই পৃথিবীর সব প্রান্ত থেকে অসংখ্য কোটিপতি এখানে এসে বস্তির মতো গাদাগাদি করে থাকে। মোনাকোতে ১২৫ দেশের মানুষ বসবাস করে। ক্যারিবিয়ান অঞ্চলের ট্যাক্স হেভেনের তুলনায় মোনাকোর বিশেষত্ব হল এখানে ইউরোপীয় ইউনিয়নের সব সুযোগ-সুবিধা ভোগ করা যায়।