У нас вы можете посмотреть бесплатно Sheikh Rasel gastro liver institute & hospital или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল ভবন উদ্বোধন রাজধানীর মহাখালীতে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে দিয়ে দেশেও পরিপাকতন্ত্র, লিভার ও প্যানক্রিয়াসজনিত গ্যাস্ট্রো ইন্টেসটাইনাল রোগের উন্নত মানের চিকিৎসা সেবা পাওয়ার সুযোগ তৈরি হলো। বুধবার (৩১ অক্টোবর) হাসপতাল উদ্ধোধন ও ৮টি প্রকল্পের ভিত্তিপ্রস্থর স্থাপন শেষে হাসপাতালের প্রতিটি ফ্লোরে ঘুরে ঘুরে দেখেন তিনি। এরপর বক্ষব্যাধি হাসপাতাল প্রাঙ্গণে এক আলোচনা সভায় অংশ নেন। আলোচনায় সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের উদ্ধোধনসহ এস্টাবলিষ্টমেন্ট অব ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টার এ্যাট’র উদ্ধোধনসহ আরও ৮টি অবকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শেখ হাসিনা। পরিপাকতন্ত্র, লিভার এবং প্যানক্রিয়াসজনিত গ্যাস্ট্রো ইন্টেসটিইনাল রোগে আক্রান্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে রাজধানীর মহাখালীতে ২৫০ শয্যাবিশিষ্ট ন্যাশনাল ইনস্টিটিউট অব ডাইজেস্টিভ ডিজিজেস রিসার্চ অ্যান্ড হসপিটালের যাত্রা শুরু হল। স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত আগ্রহে এ হাসপাতাল নির্মিত হয়েছে। হাসপাতালের কার্যক্রম চালু হলে এ সংক্রান্ত রোগীরা নূন্যতম ব্যয়ে বিশ্বমানের সেবা পাবেন। রাজধানীর মহাখালীতে (বক্ষব্যাধি হাসপাতাল সংলগ্ন এলাকায়) ২ একর জমির ওপর ১০ তলা মূল হাসপাতাল ভবনসহ আরও ৪টি ৫ তলা ভবন নিয়ে ২৫০ শয্যাবিশিষ্ট ন্যাশনাল ইন্সটিটিউট অব ডাইজেস্টিভ ডিজিজেস রির্সাচ অ্যান্ড হাসপাতাল নির্মিত হয়েছে। হাসপাতালের জন্য চিকিৎসক, নার্সসহ ৩৬৩ জন জনবল নিয়োগের অনুমোদন পেয়েছে। হাসপাতালটিতে ইমার্জেন্সি এন্ডোসকপিক ইন্টারভেনশন, ইমার্জেন্সি সার্জিক্যাল কেয়ার এবং ১২ বেডের ইমার্জেন্সি ওয়ার্ডসহ গ্যাস্ট্রো ইনটেসটিনাল ইমার্জেন্সি সার্ভিসের সুবিধা থাকবে। এছাড়া বহির্বিভাগে পরিপাকতন্ত্র, লিভার এবং প্যানক্রিয়াসজনিত গ্যাস্ট্রো ইন্টেসটিনাল রোগগুলোর মেডিকেল এবং সার্জিক্যাল কনসালটেশন ব্যবস্থা রাখা হয়েছে। এই হাসপাতালে থাকবে ৪টি অপারেশন থিয়েটার, ৮ বেডের আইসিইউ, ১২ বেডের এইচডিইউ, ১২টি ওয়ার্ড, ৩০টি কেবিন, মৃতদেহ সংরক্ষণ ব্যবস্থা ও বেজমেন্ট পার্কিং সুবিধা। এছাড়া পাঁচতলা ভবনগুলোয় পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্ট হোস্টেল, ডক্টরস ডরমেটরি, নার্সেস হোস্টেল ও ইমার্জেন্সি স্টাফ কোয়ার্টার করা হয়েছে। প্রায় ২১৬ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য এ প্রকল্পের কাজ শুরু হয় ২০১১ সালের অক্টোবরে। Video link • Sheikh Rasel gastro liver institute & hosp... FaceBook Link: / jamalhbd-2065622977026383 Channel Link: / jamalhbd Subscribe Link : / @jamalhbd #ibs #gastric #alsar