 
                                У нас вы можете посмотреть бесплатно যে গান কেড়ে নিয়েছিল ১০০’র বেশি প্রাণ । Bijoy TV или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
                        Если кнопки скачивания не
                            загрузились
                            НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
                        
                        Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
                        страницы. 
                        Спасибо за использование сервиса ClipSaver.ru
                    
পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক গান কেড়ে নিয়েছিল ১০০’র বেশি প্রাণ। ফলে এই গানটি বহু দশক ধরে নিষিদ্ধ ছিল। বিশেষ করে ব্রিটেন এবং আমেরিকার মতো দেশে, এটি রেডিও এবং পাবলিক তালিকা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। গান কখনো আনন্দের উৎস আবার কখনো নিঃসঙ্গতার সঙ্গী। কেউ গান শুনে অবসর সময় কাটাতে আবার কেউ মানসিক প্রশান্তির জন্য। কিন্তু একটি গান কি কখনো মানুষের মৃত্যুর কারণ হতে পারে? শুনতে অবাক লাগলেও পৃথিবীতে এমন একটি অদ্ভুত গান রয়েছে যা শুনে একশর বেশি মানুষ মারা গেছেন। ১৯৩৩ সালে মুক্তিপ্রাপ্ত গানটির নাম ‘গ্লোমি সানডে’। হাঙ্গেরিয়ান সঙ্গীতশিল্পী রেজো সেরেস রহস্যময় এই গানটি রচনা করেন। গানটির সুর নাকি এতটাই দুঃখজনক এটি শোনার পর অনেকেই নিজেকে শেষ করে ফেলেছেন। তাই এই গানটি বহু দশক ধরে নিষিদ্ধ ছিল। বিশেষ করে ব্রিটেন এবং আমেরিকার মতো দেশে, এটি রেডিও এবং পাবলিক তালিকা থেকে সরিয়ে দেয়া হয়েছিল। মূলত একটি দুঃখজনক প্রেমের গল্পের ওপর ভিত্তি করে গানটি তৈরি। একজন প্রেমিক তার প্রেমিকাকে হারানোর পর সম্পূর্ণভাবে ভেঙে পড়েন। প্রেমিকার স্মৃতি বুকে আঁকড়ে নিজের জীবন উৎসর্গ করার সিদ্ধান্ত নেন তিনি। এটিই গানটির গল্প। গানটির সুর এতটাই করুণ এবং গভীর ছিল যে, যে কেউ এটি শুনলেই বিষণ্ণতায় ডুবে যেত। জানা যায়, গানটি প্রকাশের সঙ্গে সঙ্গেই হাঙ্গেরিতে আত্মহত্যার ঘটনা বেড়ে যায়। স্থানীয় প্রতিবেদন অনুসারে, এই গানটি শুনতে শুনতে কেউ কেউ তো জানালা থেকে ঝাঁপ মারেন, আবার কেউ কেউ বিষ খেয়ে আত্মহত্যা করেন। একসময় পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে সরকার গানটি নিষিদ্ধ করতে বাধ্য হয়। পরে ৬২ বছর পর, ১৯৯৫ সালে গানটির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়। copyright © A BIJOY TV Production-2025 সঙ্গে থাকুন বিজয় টিভির Website: http://bijoy.tv/ Facebook: / bijoytvlimited Youtube: / bijoytvofficial