У нас вы можете посмотреть бесплатно বাংলাদেশ থেকে আইজল⛔️মিজোরাম ভ্রমণ পর্ব-১ ||Bangladesh To Aizawl Mizoram 🇮🇳 Tour Part-1 Update 2023 или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
বাংলাদেশ থেকে আইজল⛔️মিজোরাম ভ্রমণ পর্ব-১ || Bangladesh To Aizawl Mizoram 🇮🇳India Tour Part-1 🌺 ILP Update 2023 Tour Completed Date : 04-02-2023 To 09-02-2023 বাংলাদেশ-🚌আগরতলা-🚇ধর্মনগর-🚇শিলচর-🚙 মিজোরাম-✈️কলকাতা 💐Travel Partners : Md Roni Paluhan & Shafkat Ayon 💓 🎵 Music Used : Good Feeling By Jane & The Boy ✍️Edit By Md Ariful Islam 🌺আগরতলা : আগরতলা হল ভারতের অঙ্গরাজ্য ত্রিপুরার রাজধানী শহর।আগর গাছ থেকেই এই ভূখণ্ডের নাম আগরতলা হয়েছে।প্রায় পঞ্চাশ বছর আগে পূর্ণ রাজ্যের মর্যাদা পাওয়া ত্রিপুরার রাজধানীর নগরায়নের ফলে দিনে দিনে এখানে আগর গাছের সংখ্যা কমতে থাকে।তবে আজো শহরের পুরোনো কোনো বাড়ির এক চিলতে উঠোনে গিয়ে পড়লে বিশাল আগর গাছ দেখতে পাবেন।উত্তর ত্রিপুরাসহ সারা রাজ্যেই ছড়িয়ে ছিটিয়ে প্রচুর আগর গাছ আছে। হয়তো গৃহকর্তা বেশি দাম পাবার আশায় আগর গাছটাকে লালন করে যাচ্ছেন।কেননা, একটা বড়ো আগর গাছ লাখ টাকায় বিক্রি হয়। এই গাছ থেকে সুগন্ধি, ধূপ তৈরি হয়।ধূপের আরেক নাম 'আগরবাতি' এই গাছ থেকেই এসেছে।আগরতলা ছোট্ট শহর।শহরের এক প্রান্তে বিমানবন্দর, অন্যদিকে ২০০৮ খ্রিস্টাব্দে চালু হওয়া রেল স্টেশন। চড়াই-উতরাইয়ের মাঝে রাজবাড়ির আদলে তৈরি রেল স্টেশন দেখার মতো। শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত অটো রিকশা চড়েই চলে যাওয়া যায়।পুরো শহরটা কয়েকটা টিলার সমাহার। 🌼ধর্মনগর : ধর্মনগর রাজ্যের উত্তর ত্রিপুরা জেলার একটি পৌরসভা -শাসিত শহর।ত্রিপুরার দ্বিতীয় বৃহত্তম শহর ধর্মনগর। ধর্মনগরকে শান্তির শহরও বলা হয়। ধর্মনগর শহর জুরী ও কাকড়ি নদীর তীরে অবস্থিত। ধর্মনগর শহরের পূর্বের নাম ছিল ফটিকুলী বাজার। ফটিকুলী বাজার ধর্মনগরের মধ্যে সমৃদ্ধ বাজার ছিল।এখানে প্রতি বৃহস্পতিবার ও রবিবার হাট বসত। রবিবারে খুব একটা লোক সমাগম হয় না বলে রবিবারকে বলা হত ঐ হাটা বাজার,কিন্তু বৃহস্পতিবারের হাট হত খুবই জমজমাট। 🌺 শিলচর : "শান্তির দ্বীপ" হিসাবে বিবেচিত, শিলচর রাজ্যের সেরা পর্যটন স্থানগুলির মধ্যে একটি।আসাম এর এটি রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর যা কাছের জেলার সদর দফতর হিসাবে কাজ করে।এটি কৌশলগতভাবে মণিপুর এবং মিজোরামের মধ্যে অবস্থিত এবং এই সমস্ত উত্তর-পূর্ব রাজ্যগুলির জন্য একটি সংযোগ বিন্দু।এই ব্যতিক্রমী সুন্দর শহরটি বরাক নদী দ্বারা বেষ্টিত যা এর নির্মল পরিবেশ এবং শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক দৃশ্যে অতিরিক্ত আকর্ষণ যোগ করে।শহরটি তার সমৃদ্ধ ঐতিহ্য, সাংস্কৃতিক জাতিসত্তা, প্রাণবন্ত দৃশ্য এবং নাটকীয় পর্বতগুলির জন্য গর্ব করে যা আসামের শিলচর পর্যটনের উচ্চ স্থানও।শিলচর হলিডেকার, শান্তি সন্ধানকারী এবং অ্যাডভেঞ্চার উত্সাহীদের জন্য একটি নিখুঁত জায়গা কারণ এটি সমস্ত ধর ণের সমৃদ্ধ আবিষ্কারের জন্য অগণিত পথ খুলে দেয়। ✌️মিজোরাম✌️: ভারতের পূর্ব-দক্ষিণের রাজ্য মিজোরাম।মিজোরাম অর্থ পাহাড়ী মানুষের রাজ্য। মি = মানুষ, জো = পাহাড়, রাম = রাজ্য।রাজধানীর নাম আইজল। মিজোদের জাতীয় নেতা লালডেঙ্গার দেশ এটি। একারণে লালডেঙ্গার আবক্ষ মূর্তি স্থাপন করা হয়েছে আইজলের মাঝখানে।মিজোরামের আয়তন বাংলাদেশের তুলনায় এক তৃতীয়াংশ। পুরোটাই পাহাড় ঘেরা। স্রষ্টা যেন পাহাড়গুলোকে সারিবদ্ধভাবে সাজিয়ে দিয়েছেন মিজোরামে।আইজলের উত্তর-পূর্বে মণিপুর।চামপাই জেলার পূর্বে মায়ানমার।মিজোরামের সর্ব দক্ষিণ প্রান্ত সাইহা জেলার পূর্বে ও দক্ষিণে মায়ানমার। লুংলেই জেলার পূর্বে মায়ানমার এবং পশ্চিমে বাংলাদেশ।অর্থাৎ পশ্চিমে বাংলাদেশ, পূর্বে ও দক্ষিণে মায়ানমার। আসাম, ত্রিপুরা ও মণিপুরের সঙ্গেও এর সীমান্ত রয়েছে।রাজধানী আইজল (Aizawl) দেখার মত শহর।পাহাড়ের কোন ক্ষতি না করে কিভাবে শহর হয় তার উজ্জ্বল দৃষ্টান্ত আইজল। রাতের আইজল যেন স্বপ্নপুরী। বাসা-বাড়ির বিদ্যুৎ বাতিগুলো দূর থেকে মনে হয় জোনাকীর মত। আইজলের পাহাড়ের খাঁজে খাঁজে সড়ক।সড়কের পাশ ২০/২৫ ফুট। ফুটপাতও আছে। তবে ফুটপাতের পরিধি ৫/৬ ফুটের বেশী নয়। কোন ভাঙ্গাচোরা নেই। শহরের অধিকাংশ বাসিন্দার রয়েছে নিজস্ব কার। শহরবাসীর বেশভূষা ও চলনে বলনে পাশ্চাত্যের চাপ। অধিকাংশ ব্যবসা-বাণিজ্য পরিচালনা করেন নারীরা।পুরুষ কিংবা নারী উভয়ের ব্যবহার অমায়িক এবং অত্যন্ত মিশুক । শহরের ৯০ শতাংশ লোকই খ্রিস্টান ধর্মাবলম্বি। তাই সবখানে রয়েছে গীর্জা।আইজলকে গীর্জার শহরও বলা হয়। এর সংখ্যা প্রায় শতাধিক। তবে আইজলের প্রাণকেন্দ্রে রয়েছে একটি মসজিদও।মসজিদের পাশে একটি গলিতে রয়েছে মুসলিম ব্যবসায়ীদের কয়েকটি দোকান।পুরো মিজোরাম পাহাড়ঘেরা হলেও আইজলে ফুটবল খেলার মাঠও আছে।মূল শহর থেকে ৩০ কিলোমিটার দূরে বিমান বন্দর। আগরতলা-আইজল এবং কলকাতা-আইজল নিয়মিত ফ্লাইট রয়েছে। 📲 Devices Used: IPhone11promax,Boya Microphone 📱Software Used : InShot Facebook Page : Traveller4u YouTube Channel : Traveller4u Link : / @traveller4u786 #agartala #aizawl #mizoram #dharmanagar #silchar #mizoramreaction #মিজোরাম #আইজল #বাংলাদেশ #বাংলাদেশী_ব্লগার #restricted #ilppermission #blog #blogger #blogs #trend #trending #tranding #trand