У нас вы можете посмотреть бесплатно Gazipur 10 tourist places | Beauty of Gazipur city | গাজীপুর ঘুরার প্ল্যান или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
ঢাকা জেলার পার্শবর্তী জেলা গাজীপুর । ঢাকার নিকটবর্তী জেলা হওয়ার কারণে অনেকগুলো ভারী এবং মাঝারি শিল্প এলাকা নিয়ে এই শহর গড়ে উঠেছে।যারা গাজীপুরের প্রধান সড়ক গুলো ব্যবহার করে অন্য জেলায় যাতায়াত করেন,তাদের কাছে গাজীপুরের আসল সৌন্দর্য দালান কোঠার আড়ালে ঢাকা পড়ে থাকে। ** For contact : [email protected] আজকে আমি আপনাদের দেখবো গাজীপুর সদরে ঘুরে দেখার মত উল্লেখযোগ্য কিছু জায়গা।তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ঢাকা থেকে একদিনের প্ল্যান করে এসে ঘুরে যেতে পারেন এ সব জায়গা। বাস এ চৌরাস্তা ও ট্রেনএ জয়দেবপুর দুইভাবে সরাসরি আসতে পারবেন গাজীপুর । সহজ রুট প্লেনের জন্য আজকে আমাদের কেন্দ্র বিন্দু রাজবাড়ী অর্থাৎ ভাওয়াল রাজবাড়ী । ভিডিওর ডেসক্রিপশনে সব গুলো জায়গার গুগোল ম্যাপ লোকেশন দেওয়া থাকলো । গাজীপুর চৌরাস্তা থেকে CNG তে সরাসরি রাজবাড়ীতে আসা যায় ভাড়া ৩০ টাকা অথবা রেলস্টেশন থেকে ২০ টাকা অটো ভাড়া।বাড়িটির নির্মাণকাজ শুরু করেছিলেন জমিদার লোকনারায়ণ রায়; কিন্তু এর কাজ শেষ করেন রাজা কালীনারায়ণ রায়। রাজকুমার রমেন্দ্র নারায়ণ ও তার দুই ভাই বাড়িটি দেখা শোনা করতেন । ভাওয়াল জমিদার পরিবারের সদস্যদের শব সৎকারের জন্য ভাওয়াল রাজবাড়ি থেকে মাত্র এক কিলোমিটার দূরে চিলাই নদীর দক্ষিণ পাশে ভাওয়াল রাজ শ্মশানেশ্বরী নামের এ সমাধিসৌধ স্থাপন করা হয়। রাজবাড়ী থেকে ২০ টাকা অটো রিক্সা ভাড়া দিয়ে এখানে চলে আসতে পারবেন । এবার আমাদের গন্তব্য মার্তা ব্রিজ । রাজবাড়ীর সামনে থেকে ৩০ টাকা লোকাল অটোতে পৌঁছে যাবেন মার্তা ব্রিজ। এখানে তানজীব সরোয়ারের “ মেয়ে তুই মিথা শিখাইলি গানের চিত্র ধারণ করা হয়েছে। রাজবাড়ী থেকে এখানে আসার রাস্তাটা বেশ মনোমুগ্ধকর ,বিশেষ করে হরিনাল বাজার পার হয়ে, বর্ষার সময় এ সৌন্দর্য আরও বেড়ে যায় । এ রাস্তা সরাসরি নরসিংদীর ইটখোলা তে সিলেট মহাসড়কে মিলিত হয়েছে । মার্তা থেকে আমরা চলে আসলাম কেশরীতা । মার্তা থেকে প্রথমে আসবেন হরিনাল বাজারে ভাড়া ২০ টাকা এখান থেকে কেশরীতা বটতলার অটো পেয়ে যাবেন ভাড়া পড়বে ২০-৩০ টাকা।চাইলে রাজবাড়ী থেকেও আসতে পারেন এ ক্ষেত্রে ভাড়া কিছুটা বাড়বে ।বর্ষায় কেশরীতা তে আসলে দেখতে পারবেন বেলাই বিলের বিশালতা । চাইলে এখানে নৌকা নিয়ে কিছুটা সময় ঘুরতে পারেন। আমরা চলে আসলাম কানাইয়া। রাজবাড়ী / রথখোলা থেকে ১৫-২০ টাকা লোকাল অটো ভাড়ায় চলে আসতে পারবেন এখানে । চাইলে এখানেও নৌকা নিয়ে কিছুটা সময় ঘুরতে পারেন। আমরা এখন আছি ভাদুন, বলতে গেলে বাংলাদেশের একমাত্র শুটিং গ্রাম। এ গ্রামের প্রতিটা বাড়ি এক একটা শুটিং স্পট । এখানে আছে অসংখ্য পিকনিক স্পট ।কানাইয়া থেকে অটোতে নামবেন নিলের পাড়া এখন থেকে রানিং অটো পেয়ে যাবেন ভাড়া পড়বে ২০-৩০ টাকা। রেলগেট থেকে ভাড়া পড়বে ৪০ টাকার মতন। ভাদুন থেকে রাজবাড়ী ফিরবার সময় পড়বে ইছা আলী।আসে পাশে ঘুরে দেখার মতো আরও আছে টাকা তৈরির কারখানা টাকশাল ও বাংলাদেশ সমরাস্ত্র কারখানা। ভিতরে পরিচিত লোক থাকলে ঘুরে আসতে পারেন। এছাড়াও আছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট , বঙ্গবন্ধু স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন।সবুজের বুক চিরে পিচ ঢালা রাস্তাটি ঢাকা - ময়মনসিংহ মহাসড়ক। আমরা এখন আছি ভাওয়াল জাতিও উদ্যান । গাজীপুর চৌরাস্তা থেকে ২০ টাকা বাস ভাড়ায় চলে আসতে পারেন এখানে । এন্ট্রি ফী ২০ টাকা। ফিরার সময় চাইলে এখানে ঘুরে যেতে পারেন। জায়গার নাম কারখানা বাজার। সালনা বাজারের পশ্চিম পাশে অটো পেয়ে যাবেন কারখানা বাজারের ভাড়া ২০-২৫ টাকা। ভাওয়াল রাজবাড়ী : https://maps.app.goo.gl/TqEVbfqWLna35... ভাওয়াল শশ্মান : https://maps.app.goo.gl/eX2y6UppEAFgg... মারতা ব্রীজ : https://maps.app.goo.gl/J3RMmL7BtZzUj... কেশরীতা : https://maps.app.goo.gl/wMjLGwo97JuxC... কানাইয়া : https://maps.app.goo.gl/wz2L89ZcuLspL... ভাদুন : https://maps.app.goo.gl/B4hNSJzmaMhLf... ইছা আলী : https://maps.app.goo.gl/A9279gjpaqukb... বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট : https://maps.app.goo.gl/6Wj994Lh9THuD... ভাওয়াল জাতীয় উদ্যান :https://maps.app.goo.gl/ACbjw9JVQ5F58... কারখানা বাজার : https://maps.app.goo.gl/kaPkT6QaeiGto... gazipur 10 tourist places,rizwanoor ussash,gazipur tourist places,gazipur,gazipur tour,gazipur tour plan,gazipur resort,resort in gazipur,resort near dhaka,bhawal rajbari,bhawal rajbari historical place,story of bhawal estate,marta gazipur,marta bridge,beauty of gazipur,raw beauty of gazipur,beauty of gazipur city,গাজীপুর,গাজীপুর এর ঘুরার জায়গা,গাজীপুর ঘুরার প্ল্যান,ভাওয়াল গাজীপুর রাজবাড়ী,গাজীপুরের আসে পাশে ঘুরার জায়গা,bhawal national park gazipur,gazipur 10 tourist places,rizwanoor ussash,gazipur tourist places,gazipur,gazipur tour,gazipur tour plan,gazipur resort,resort in gazipur,resort near dhaka,bhawal rajbari,bhawal rajbari historical place,story of bhawal estate,marta gazipur,marta bridge,beauty of gazipur,raw beauty of gazipur,beauty of gazipur city,গাজীপুর,গাজীপুর এর ঘুরার জায়গা,গাজীপুর ঘুরার প্ল্যান,ভাওয়াল গাজীপুর রাজবাড়ী,গাজীপুরের আসে পাশে ঘুরার জায়গা,bhawal national park gazipur