У нас вы можете посмотреть бесплатно Shoytan Nipat Jaak | Sostho Indriyo Originals или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
শয়তান নিপাত যাক .. শয়তানের বিকৃত আদর্শ ধ্বংস হোক .. এটাই কাম্য Song : Shoytan Nipat Jak (শয়তান নিপাত যাক) Composition : Sostho Indriyo (ষষ্ঠ ইন্দ্রিয়) Lyrics : Aniket Vocals : Saptarshi & AN (Rap) Guitars : Amit & Paramesh Keyboard : Aniket Bass : Saikat Drums : Raktim Mix & master : Saptarshi Video editing : Saptarshi Cover art : Subhajit Chakraborty Lyrics : ওই রক্তের সমাবেশে জ্যোতি নিভলো প্রাণের উল্লাস করে আজ ওই পিশাচের দল নীল অশ্রু মেশে ওই লাল দগ্ধ ক্ষতে সাদা জীবনে আজ লালচে কালো রং তবে চুপ করে আর নয় সবাই ওঠো গর্জে শত জীর্ণ ধারণা ফেলে সত্যের পথে চলতে মোমবাতি ফেলে আগুন জ্বালাও নিজের ওই বক্ষে শয়তানের নিষ্ক্রমন হবে মুক্তির ওই শর্তে শয়তান নিপাত যাক আগুন জ্বালাও ওর ওই মুখোশে গর্জন কর প্রতিবাদের ভেঙে দাও ওই আদর্শকে রক্ত পিপাসু কিছু বিকৃত কাম বিক্রিত মস্তিষ্ক , এদের গর্হিত প্রাণ শয়তানী আদর্শ , এদের মিথ্যে জীবন এরা মুখোশের আড়ালে করে সততার ভান জাল ছড়িয়েছে এরা পুরো সমাজেতে শিরদাঁড়া কিনেছে ভয় আর পয়সাতে নীল বিষের পাত্র পড়ে সময়েতে লাল ক্ষত চিহ্ন গেছে আজ বিষিয়ে যে (এই) অস্থির মন মাঝরাতে অশরীরী বিবেক গুলো ঘিরে নাচে আলো নিভে গেছে কত আরও নিভতে দেবো না, প্রতিবাদ করো এবার সবাই হাত ধরে আজ নরকের কীট দেখি চারদিকে কত ফুলের পাপড়ি ঝরে অকালেতে তুমিও দোষী যদি আজও থাকো চুপ করে ! তুমিও দোষী যদি আজও ভাবো কী হবে ! (বলে) শয়তান নিপাত যাক আগুন জ্বালাও ওর ওই মুখোশে গর্জন কর প্রতিবাদের ভেঙে দাও ওই আদর্শকে Follow us on Social media, FB 👉 / sosthoindriyo INSTA 👉 / sostho_indriyo For live shows contact us , 📞 7584031314 📩 [email protected] ©Sostho Indriyo All Rights Reserved. #protest #protestsong #justiceforrgkar #wewantjustice