У нас вы можете посмотреть бесплатно ফুল হয় কিন্তু ফল হয় না - সমাধান (শসা/কুমড়া জাতীয়) । Fruiting Solution for Cucurbits или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
কুমড়া জাতীয় (যেমনঃ শসা, লাউ, চালকুমড়া, ধুন্দল, চিচিংগা, ঝিঙা, করলা, উস্তা বা উচ্ছে, মেলন, বাঙ্গি বা ফুটি, স্কোয়াশ, বাটারনাট ইত্যাদি) উদ্ভিদে পুরুষ ফুল ও স্ত্রী ফুল আলাদা। কেবল ফলযুক্ত ফুল অর্থাৎ স্ত্রী ফুলই ফলে পরিণত হয় পুরুষ ফুলের সাথে পরাগায়নের মাধ্যমে। সম্ভাব্য যেসকল কারণে ফুল আসার পর ফল হয় না, সেগুলো হতে পারেঃ- ১। পরাগায়ন না হওয়া ২। পুষ্টিজনিত অভাব ৩। রোগাক্রান্ত হলে ৪। পোকার আক্রমণ ১। পরাগায়ন না হওয়া মৌমাছি জাতীয় পতঙ্গ কম থাকলে পরাগায়ন সফল হয় না। এ জন্য কৃত্রিম পরাগায়ন বা হাত পরাগায়ন (hand pollination) করে দিতে হবে। উল্লেখিত ভিডিওতে এই পদ্ধতি দেখানো হয়েছে, এছাড়া এই প্লে লিস্টেও বিভিন্ন টেকনিক পাবেনঃ কৃত্রিম বা হাত পরাগায়ন কৌশল । Hand Pollination Technique • কৃত্রিম বা হাত পরাগায়ন কৌশল । Hand Pollina... ২। পুষ্টিজনিত অভাব উদ্ভিদের পুষ্টিজনিত অভাব থাকলে ফল হয় না। বিশেষত বোরনের অভাবে ফুল ঝরে পড়ে। এজন্য ভোরে কিংবা সন্ধ্যায় সলুবল বোরন সার ১ গ্রাম প্রতি লিটার হারে পানিতে মিশিয়ে পুরো গাছে স্প্রে করতে হবে কলি আশা শুরু হলে। সমস্যা দূর না হওয়া পর্যন্ত ৭ দিন পর পর স্প্রে করা যেতে পারে। সঠিক আকারের ও মানের ফলনের জন্য উদ্ভিদের অন্যান্য পুষ্টিও সঠিক আছে কিনা নিশ্চিত করতে হবে। নিয়মিতভাবে পরিমিত ও সুষম সার প্রয়োগ করতে হবে। গাছে প্রোটোজিম জাতীয় হরমোন স্প্রে করলে ফলন বৃদ্ধি পায়। প্রয়োগবিধিঃ চারা অবস্থায় একবার, ৫০% ফুল আসলে দ্বিতীয়বার ২ মিলি প্রতি লিটার হারে পানিতে মিশিয়ে পুরো গাছে ভোরে কিংবা সন্ধ্যায় স্প্রে করতে হবে। ৩। রোগাক্রান্ত হলে রোগাক্রান্ত গাছে বৃদ্ধ্বি ব্যহত হয়। তাই গাছকে রোগের হাত থেকে নিরাপদ রাখতে হবে। ৪। পোকার আক্রমণ প্রায়শই পোকার আক্রমণে ফলন ব্যহত হয়। বিশেষত কুমড়াজাতীয় ফসলে মাছি পোকার আক্রমণ হয়। ফল ছিদ্রকারী পোকার আক্রমণে ফল হলুদ হয়ে নষ্ট হয়ে যায়। এজন্য ফেরোমোন ট্র্যাপ ব্যাবহার করতে হবে। এ নিয়ে আমাদের ভিডিও প্লে লিস্টঃ জৈব ও নিরাপদ কৃষিতে সেক্স ফেরোমোন ট্র্যাপের ব্যবহার। Use of Sex Pheromone Trap in Organic and Safe Farming • জৈব ও নিরাপদ কৃষিতে সেক্স ফেরোমোন ট্র্যাপে... পোকার আক্রমণ বেশি হলে ফুলের কলি এলে ৭ দিন অন্তর অন্তর সবিক্রন ৪২৫ ইসি ২ মিলি প্রতি লিটার হারে পানিতে মিশিয়ে গাছ সহ পুরো ক্ষেতে ভোরে কিংবা সন্ধ্যায় স্প্রে করতে হবে। ন্যাপথালিন ছিদ্রযুক্ত পলিতে ঝুলিয়ে বা গুড়া করে ছিটিয়ে পোকামাকড় দূরে রাখা যায়। মিষ্টি কুমড়ো দিয়ে বিষটোপ তৈরি করে রাখা যায়। বন্ধু ফসল সাথে লাগিয়ে পোকার উৎপাত কমানো যায়। অন্যান্য পোকা (যেমন কাটুই পোকা) দমনের জন্য প্রয়োজনীয় ব্যাবস্থা নিতে হবে। ............................................................... গাছ-গাছালি, ফলের মিষ্টতা মাপার যন্ত্র বা ব্রিক্স রিফ্র্যাকটোমিটার, মাটি ও পানির পি এইচ ও ময়েশচার মিটার ইত্যাদি যন্ত্রপাতি থেকে শুরু করে ১২ মাসি কালো তরমুজ, রকমেলন, স্কোয়াশ সহ বিভিন্ন বিদেশি ফসলের বীজ, চাষের যাবতীয় কৃষি সামগ্রীঃ সার, ঔষধ, কোকো ডাস্ট, ভার্মি কম্পোস্ট, সিডলিং ট্রে, মালচিং পেপার, পলি টানেল সামগ্রী, ড্রিপ ইরিগেশন সিস্টেম, রুট হরমোন, সেক্স ফেরোমোন ট্র্যাপ বা লিউর ইত্যাদি, কৃষি পরামর্শ, কৃষি সেবা ও কৃষি পন্য বিক্রয়ে সহযোগিতা, ছাদ ও বারান্দা বাগান তৈরি করে দেয়া, বাগানের মাটির পিএইচ ও গুণমান নির্ণয়, সার সুপারিশ, গাছের রোগ-বালাই সনাক্তকরণ, বালাইনাশক সুপারিশ, দেশি-বিদেশি জাতের গাছের চারা, বীজ, ছাদ বাগানে প্রয়োজনীয় সামগ্রী, নিম অয়েল, স্টিকি ট্র্যাপ বা আঠালো ফাঁদ, বর্দো মিক্সচার ইত্যাদি সহ নানা আইটেম এর জন্য যোগাযোগঃ বীজ, মালচিং, বালাইনাশক, হরমোন অর্ডারঃ 📞 👉 কল হটলাইনঃ +8809638221133 📢 শুক্রবার বন্ধ 📧 👉 হোয়াটসএপ মেসেজ: wa.me/+8801810138216/ (+8801810138216) 🌍 👉 ওয়েবসাইট: www.bizpata.com 🌍 👉 হোয়াটসএপ চ্যানেল: whatsapp.com/channel/0029VaPbw0T3gvWcoLtcYw0u ধন্যবাদ। বীজপাতা কৃষকের আস্থা ............................................................... #ফলনবৃদ্ধি #ফুলথেকেফলহয়না #ফলঝরেযায় #gardenfresh #gardenfreshbangladesh #gardenfreshbd