У нас вы можете посмотреть бесплатно সিলেট-সুনামগঞ্জে বিমান বাহিনীর ত্রাণ বিতরণ অব্যাহত।। JashoreTube Network или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
সিলেট-সুনামগঞ্জে বিমান বাহিনীর ত্রাণ বিতরণ সিলেট, সুনামগঞ্জসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলে সৃষ্ট ভয়াবহ বন্যা মোকাবিলায় বাংলাদেশ বিমান বাহিনী বিভিন্ন ত্রাণ ও সেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে। বিমান বাহিনীর হেলিকপ্টার ও পরিবহন বিমানের মাধ্যমে পানিবন্দি দুর্গম অঞ্চলের মানুষের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান বাহিনীর বেল-২১২, এমআই-১৭ হেলিকপ্টার ও এল-ফোরওয়ানজিরো পরিবহন বিমানের মাধ্যমে সিলেট ও সুনামগঞ্জের দুর্গম অঞ্চলে পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছানো হয়েছে। একই দিনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বন্যার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য একটি এডব্লিউ-১৩৯ সার্চ অ্যান্ড রেসকিউ হেলিকপ্টারের মাধ্যমে সিলেট ও সুনামগঞ্জ অঞ্চল পরিদর্শন করেন। ন এয়ার ভাইস মার্শাল মো. শফিকুল আলম সিলেটের বিদ্যমান বন্যা পরিস্থিতিতে বিমান বাহিনীর চলমান কার্যক্রম ও পরবর্তী পরিকল্পনা সম্পর্কে সাংবাদিকদের জানান। এই সংকটাপন্ন অবস্থায় বিমান বাহিনীর হেলিকপ্টার কর্তৃক উদ্ধার ও ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিমান বাহিনীর জন্মলগ্ন থেকেই বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ও দুর্গত মানুষদের সহায়তায় বাংলাদেশ বিমান বাহিনী সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে আসছে। তিনি আরও বলেন, ১৯৮৮, ১৯৯৮, ২০০৮ এবং ২০১৭ সালের বন্যাসহ ২০০৭ সালে সৃষ্ট সিডর এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগকালীন বাংলাদেশ বিমান বাহিনী দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে। বর্তমান বন্যা পরিস্থিতিতেও বিমান বাহিনীর হেলিকপ্টার উদ্ধার ও ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নিচ্ছে। এছাড়াও সিলেট বিমানবন্দরে বন্যা পরিস্থিতি উন্নতি সাপেক্ষে বিমান বাহিনীর পরিবহন বিমানগুলো ত্রাণ তৎপরতায় অংশ নেবে। সংক্ষিপ্ত সময়ে ত্রাণ সামগ্রী বিতরণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য মৌলভীবাজারে বিমান বাহিনী স্টেশন শমসেরনগরে দুটি হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটিতে টাস্কফোর্স ও মেডিকেল টিম গঠন করা হয়েছে যারা প্রয়োজনে স্থানীয় প্রশাসনকে বন্যাকালীন সাহায্য করতে সক্ষম