Русские видео

Сейчас в тренде

Иностранные видео




Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru



GOURMOTI AGRO FARM । আম গাছের নতুন কচিপাতা কাটা পোকা উইভিল

GOURMOTI AGRO FARM । আম গাছের নতুন কচিপাতা কাটা পোকা উইভিল আমাদের চ্যানেলটি মূলত কৃষি ভিত্তিক। কৃষি ভিত্তিক এই চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ফেসবুকে শেয়ার করে আপনার বন্ধুদেরকে কৃষিভিত্তিক নতুন তথ্য জানতে সহায়তা করুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। 😍 GOURMOTI AGRO FARM । আম গাছের নতুন কচিপাতা কাটা পোকা উইভিল গৌড়মতি এগ্রো ফার্মের সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আম গাছের একটা সমস্যা নিয়ে আলোচনা করবো। সেটা আমগাছের কচি পাতা কাটা সমস্যা। এটা রোগ বলা যাবে না। এটা একটা পোকার আক্রমণ। Mango Leaf Cutting Weevil বা সংক্ষেপে "উইভিল" নামক এক ধরণের পোকা এর জন্য দায়ী। আমরা অনেক স্বপ্ন নিয়ে বাগান করি। যত্ন নিতেও কোন ত্রুটি থাকে না। তারপরেও মাঝে মধ্যে অনাকাঙ্খিত সমস্যা দেখা যায় আমগাছগুলোতে। আমগাছে নতুন কচি পাতা যখন বের হয়, ভালোই লাগে। কিন্তু সকাল বেলাতে ঘুম থেকে উঠে বাগানে যেয়ে দেখতে পাই, গাছের কচি পাতা গুলো কাটা। তখন মনটা খারাপ হয়ে যায়। দেখে মনে কেউ ঠান্ডা মাথায় কাঁচি দিয়ে পাতাগুলো কেটেছে। খুঁজতে থাকি, শত্রুতা করে কে এই সর্বনাশ করলো। আসলে আমগাছের সর্বনাশ করেছে "উইভিল " পাকা। এই পোকার আক্রমণ শুরু হয় সাধারণত সন্ধ্যার পর। সকাল অবধি চলে তার কর্যক্রম। গাছের কচি পাতাগুলো গাছের গোড়ায় পড়ে থাকতে দেখা যায়। পোকাটি দেখতে অনেকটা জোনাকি পোকার মতো। গাছের কচি পাতা গাছের জন্য খাদ্য তৈরী করে থাকে। গাছের কচি পাতা যদি শূন্য হয়ে পড়ে, তাহলে গাছে মুকুল বের হবে না। ফলও আসবে না। পৃথিবীর সকল মা তার সন্তানদেরকে নিরাপদে রাখার চেষ্টা করে। উইভিল পোকাও তার তার ব্যতিক্রম নয়। আমগাছের কচি পাতার মধ্যশিরা বরাবর স্ত্রী পোকা ডিম পাড়ে। ডিম পাড়ার সাথে সাথে কচি পাতা কেটে মাটিতে ফেলে দেয়। ডিম পাড়ার পর স্ত্রী উইভিল পোকাটি সেটা করে থাকে তার সন্তানদের কল্যাণের জন্য। পরবর্তীতে এই ডিম থেকে লার্ভা হয়। এরপর এডাল্ট হয়ে আবারো গাছে আক্রমণ করে। ৩৫ থেকে ৪০ দিনের মধ্যে এরা লাইফ সার্কেল কমপ্লিট করে থাকে। এই সমস্যা সমাধানে আমরা নিয়মিত নিমতেল ব্যবহার করতে পারি। আমের কচি পাতাতে ৫ মি.লি. নিমতেল প্রতি লিটার পানিতে মিশিয়ে ব্যবহার করতে পারি। নিমতেল না থাকলে রাসায়নিক কীটনাশক ব্যবহার করতে হবে। নতুন পাতা বের হবার পর ফেনিট্রথিয়ন গ্রুপের কীটনাশক যেমন: সুমিথিয়ন ৫০ ইসি বা ইথিয়ন ৫০ ইসি ২ মি.লি. / লি. হারে পানিতে মিশিয়ে গাছের কচি পাতায় স্প্রে করতে হবে। কচি পাতা পরিপক্ক হওয়া পর্যন্ত স্প্রে করলেই চলবে। শীতকালে এই পোকার আক্রমণ কম হয়ে থাকে। গাছের গোড়ায় পড়ে থাকা পাতাগুলো অবশ্যই অপসারণ করে দূরে কোথাও নষ্ট করে ফেলবেন। যাতে নতুন করে আক্রমণ না হয়। স্প্রে করবেন আমের কচি পাতাগুলোতেই। পুরো গাছে স্প্রে করার প্রয়োজন নেই। বাড়তি করনীয়ঃ • বাগান অপরিচ্ছন্ন রাখবেন না । • মাঝে মাঝে বাগানের মাটি চাষ দিয়ে দিন। এতে মাটিতে জীবন চক্রের কোন স্তর বসবাস করে এমনে পোকা মারা যাবে। • ফল সংগ্রহ শেষ হলে গাছের মরা ডালপালা, ফলের বোটা, রোগ বা পোকা আক্রান্ত ডাল পালা ও অতিঘন ডাল পালা ছাটাই করে পরিস্কার করে দিন । • নিয়মিত বাগান পরিদর্শন করুন। আমাদের ভিডিওর কথাগুলো ডেসক্রিপশনে দেয়া আছে। কোন কিছু বুঝতে সমস্যা হলে দেখে নিতে পারেন। আমাদের ভিডিও আপনার কোন উপকারে আসলে কমেন্টে জানাবেন। নতুন কিছু বিষয়ে জানার থাকলে বলবেন, সেটা নিয়েও আমরা ভিডিও বানাবো। গৌড়মতি এগ্রো ফার্ম (নার্সারী ও ফলের বাগান) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত প্রতিষ্ঠান আনোয়ারপুর, দর্শনা, চুয়াডাঙ্গা ০১৭৫৫ ৯৫৯৭০৭ ০১৭৫৫ ০২১৬৪১ ০১৮৪৪ ৬৭৪৮৭৪ ================================== বাণিজ্যিকভাবে গৌড়মতি আম চাষ : https://bit.ly/3ub9ueQ ================================== Keyword: #GOURMOTI_AGRO_FARM #আম_গাছের_নতুন_কচিপাতা_কাটা_পোকা_উইভিল #আম_গাছের_পাতা_কাটা_রোগ_ও_তার_কারন_এবং_প্রতিকার Related Keywords: GOURMOTI AGRO FARM, গৌড়মতি এগ্রো ফার্ম, গৌড়মতি এগ্রো ফার্ম,gourmoti agro farm গৌড়মতি এগ্রো ফার্ম,গৌরমতি এগ্রো ফার্ম, আমের পাতা কাটা উইভিল,উইভিল,উইভিল কি,পাতা কাটা উইভিল পোকা,আমের উইভিল,পাতা কাটা উইভিল,আমের পাতাকাটা উইভিল,আমের উইভিল ও তার প্রতিকার,উইভিল পোকার আক্রমণ ও তার প্রতিকার,উইভিল পোকার আক্রমণ হলে কি ওষুধ ব্যবহার করব,উভিল, আম গাছের কচি পাতা কাটা পোকা,আম গাছের যত্ন,আম গাছের পরিচর্যা,আমের পাতা কাটা পোকা,আম গাছের রোগ পোকা,আম গাছের পাতা কাটা রোগ ও তার কারন এবং প্রতিকার,পাতা কাটা উইভিল পোকা,আমের পাতা কাটা উইভিল,আম গাছের কচি পাতা কাটা রোগ, আমের পোকা দমন,আমের পাতা কাটা,আম গাছের পাতা কাটা রোগ ও কারণ ও প্রতিকার,আম গাছে হপার পোকার আক্রমন,আম গাছের পোকা দমন, আম গাছের পাতা কাটা রোগ ও তার কারন এবং প্রতিকার, Mango Leaf Cutting Disease ================================== দেশি বিদেশী আম সহ অন্যান্য ফলের কলমের চারার জন্য যোগাযোগ করুন গৌড়মতি এগ্রো ফার্ম (নার্সারী ও ফলের বাগান) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত প্রতিষ্ঠান আনোয়ারপুর, দর্শনা, চুয়াডাঙ্গা ০১৭৫৫ ৯৫৯৭০৭, ০১৭৫৫ ০২১৬৪১, ০১৮৪৪ ৬৭৪৮৭৪ ================================== For Business Inquiries ✔Email :- [email protected] ✔Mobile :- +8801755 959707 ================================= ☺ ===========FOLLOW US=============☺ 🌐 Facebook Page : www.facebook.com/Gourmoti/ 🌐 Facebook Group : www.facebook.com/groups/gourmoti/ 🌐 Facebook ID : www.facebook.com/sirazul.islam.564 🌐 Instagram ID : www.instagram.com/gourmoti_agro/ 🌐 Website Url : http://www.gourmoti.com 🌐 YouTube Channel : https://bit.ly/2Dn9F0T **Thank you so much for watching this video... LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE Please Comment Below for more videos log on & subscribe to our channel.

Comments