У нас вы можете посмотреть бесплатно Song : Agunpakhi Singer : Noble Man Music : Shantanu Moitra Lyricist : Srijato Bandopadhyay или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
Facebook page link: / icchedanabk Agun Pakhi Song Lyrics In Bengali : আমার মুখের আড়ালে আমি ভেতর চোখে দেখো আমায়, এ পাঁজরে, প্রতিটা রঙ দামি দেখি কে আজ হাঁটা থামায়। এই চোখ, খুলেছি কখন এই প্রেম, এতো আয়োজন এই মন, ভালোবেসে মন সারায়.. এই হাত, জীবনে জীবন জুড়বেই কথোপকথন, রাত যায় ভালোবেসে কোন তারায়। যতোই পোড়াও, আমি আগুনপাখি জবাব দেবই এই যন্ত্রনার, আমায় ওড়াও, মুঠোয় আকাশ রাখি আসুক সময়, হিসেব গোনার.. এই চোখ, খুলেছি কখন এই প্রেম, এতো আয়োজন এই মন, ভালোবেসে মন সারায়.. এই হাত, জীবনে জীবন জুড়বেই কথোপকথন, রাত যায় ভালোবেসে কোন তারায়। যারা করেছিল ভুল আমি নেবো না মাশুল, ভুলে যাওয়া যায় যদি চাওয়া যায়, যাওয়া যায়। পড়ে থাকো পিছুটান, বাঁধো জীবনেরই গান, দেখো কে শোনায়, গান কে শোনায়, কে শোনায়। এই চোখ, খুলেছি কখন এই প্রেম, এতো আয়োজন এই মন, ভালোবেসে মন সারায়.. এই হাত, জীবনে জীবন জুড়বেই কথোপকথন, রাত যায় ভালোবেসে কোন তারায়। এই চোখ, খুলেছি কখন এই প্রেম, এতো আয়োজন এই মন, ভালোবেসে মন সারায়.. আমার মুখের আড়ালে আমি ভেতর চোখে দেখো আমায়, এ পাঁজরে প্রতিটা রঙ দামি দেখি কে আজ হাঁটা থামায়।