Русские видео

Сейчас в тренде

Иностранные видео




Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



bosphorus strait | বসফরাস প্রণালী | পর্ব-0১

bosphorus strait বসফরাস প্রণালী (পর্ব-0১) প্রিয় দর্শক, বিশ্বের বড় বড় শহরগুলোর সাথে নদী বা সাগরের আলাদা একটা সম্পর্ক রয়েছে। আমরা যদি লন্ডনের দিকে তাকাই সেখানে রয়েছে টেমস নদী, রাশিয়ার মস্কোতে রয়েছে মস্কভা এবং ফ্রান্সের সেইন নদী নিজ নিজ এলাকা গুলোকে করে তুলেছে আকর্ষনীয় এবং পরিবেশ করে তুলেছে আরও মনোরম। তেমনি তুরস্কের ইস্তাম্বুল নগরীর বুক চিড়ে রয়েছে বসফরাস। বসফরাস সাধারণ কোন নদি নয়, এটি একটি প্রণালী যা কৃষ্ণ সাগর এবং মারমারা সাগরকে মিলিত করেছে সাথে সাথে আলাদা এশিয়া মহাদেশকে ইউরোপ মহাদেশ থেকে আলাদা করেছে। আমরা বসফরাসের পাড়েই অবস্থিত গুলহানে পার্কের ভেতর দিয়ে বসফরাস প্রণালীর দিকে এগিয়ে যাচ্ছি। বসফরাসের পাড়ে যেতেই দেখছি বিশাল বড় এক পতাকা যা কিনা তুর্কিদের জাতীয়তাবাদকে ইংগীত করে। পাড়ে যেতেই আমাদের চোখে পড়লো আধুনিক তুরস্কের জনক যাকে বলা হয় সেই মুস্তফা কামাল আতাতুর্কের প্রকান্ড এক মুর্তি! বর্তমান তুর্কিদের অনেকেই যদিও মুস্তফা কামাল আতাতুর্ককে উসমানী সম্রাজ্য বিলুপ্তির খলনায়ক হিসেবে দেখে। প্রাচীন নিদর্শনে ভরপুর এক জীবন্ত জাদুঘরের নাম ইস্তাম্বুল। আর এই ইস্তাম্বুলের বুক চিড়ে আছে বসফোরাস। পৃথিবীর অন্যান্য বড় বড় শহরের নদীগুলর সাথে এই বসফরাসের পার্থক্য হচ্ছে, এই বসফরাসের রয়েছে আলাদা আলাদা সংস্কৃতিক এবং অর্থনৈতিক গুরুত্ব। বর্তমান বিশ্বের বানিজ্যিজ যোগাযোগের অন্যতম রুট হিসেবে ব্যাবহৃত হয়ে থাকে এই প্রণালীটি। প্রণালী তাকে বলা হয় যেটা দুটি পানির উৎসকে একত্রিত করে। অর্থাৎ বসফোরাস কৃষ্ণসাগর ও মারমারা সাগরকে একত্রিত করেছে পাশাপাশি দু ভাগ করেছে দুই মহাদেশকে। এই আইকনিক প্রণালীটির দৈর্ঘ্য 31 কিলোমিটার (19 মাইল) এবং এটির প্রস্থ 730-3300 মিটার। এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক ট্রানজিট রুটের উত্তরের প্রবেশপথে সর্বাধিক প্রস্থ রয়েছে , প্রণালীটির সর্বোচ্চ গভীরতা 110 মিটার (360 ফুট)। এই প্রণালীর উপর দিকে পার হয়ে থাকে বিশালাকৃতির সব জাহাজ! প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি, ইস্তাম্বুল শহর এমন একটি শহর যেটি নাকি দুটি মহাদেশে অবস্থিত। এই বসফরাসের মধ্য দিয়ে প্রতিদিন লক্ষাধিক মানুষ ফেরি বা জাহজের মাধ্যমে এপাড় থেকে ওপাড় যাওয়া আসা করে। বসফরাসের দুই পাড়ে রয়েছে মৎস শিকারিদের ভীড়, পানিতে ভেসে বেড়ায় হাস, চলে গাঙচিলেদের রৌদ্রস্নান। তারই মাঝে বসফরাসে যাত্রীবাহী জাহাজে পর্যটকদের হইহুল্লোড়।তবে এই সাংস্কৃতিক গুরুত্বের বিপরীতেও বসফরাসের রয়েছে অর্থনৈতিক ও কৌশগত গুরুত্ব। কয়েকশো বছর ধরে বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বসফরাস প্রণালী। এটি যুক্ত করেছে কৃষ্ণসাগরের সাথে মারমারা সাগরকে। মারমারা সাগর থেকে দার্দেনেলস প্রণালী হয়ে যাওয়া যায় ভূমধ্যসাগরে। তাই বিশ্ব বাণিজ্যের পণ্য পরিবহনে কৃষ্ণসাগরের সাথে ভূমধ্যসাগরের সংযোগের রুট হিসেবেই ব্যবহৃত হয় বসফরাস।প্রতি বছর এই প্রণালী দিয়ে প্রায় ৪৮ হাজার মালবাহী জাহাজ যাতায়াত করে। যার ফলে অঞ্চলটি বিশ্বের ব্যস্ততম নৌপথের একটি হিসেবে জায়গা করে নিয়েছে। বুলগেরিয়া, জর্জিয়া, রোমানিয়া, রাশিয়া ও ইউক্রেনের মতো দেশগুলোর জন্য ভূমাধ্যসাগরে প্রবেশের একমাত্র পথ এই প্রণালী। ইস্তাম্বুল নগরীর মাঝখান দিয়ে বয়ে চলা এই প্রণালীর পুরোটাই তুরস্কের সীমানার মধ্যে, যার কারণে গুরুত্বপূর্ণ এই জলসীমায় তুরস্কের একক কর্তৃত্ব।যে কারণে ভূরাজনৈতিক কারণে এই প্রণালী তুরস্কের প্রভাব বৃদ্ধিতে বড় ভুমিকা রাখছে।

Comments