У нас вы можете посмотреть бесплатно Talk With Medivoice || সিওপিডি বা ফুসফুসের রোগ || Prof. Dr. AKM Mosharraf Hossain || Medivoice или скачать в максимальном доступном качестве, которое было загружено на ютуб. Для скачивания выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
ফুসফুস আমাদের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে একটি। এর দীর্ঘমেয়াদি কিছু রোগ রয়েছে। যার মধ্যে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি) অন্যতম। সিওপিডি হলো কয়েকটি রোগের সমন্বিত একটি নাম। যেমন- ক্রনিক ব্রঙ্কাইটিস, অ্যাজমা, অ্যামফাইসিমা। এ তিনটি রোগের একটি, দুটি বা তিনটি একসঙ্গে থাকতে পারে। দীর্ঘদিন ধরে এ ধরনের রোগে আক্রান্ত থাকলে ফুসফুস উচ্চচাপজনিত কারণে অকার্যকর হয়ে যেতে পারে। সিওপিডি রোগের অন্যতম কারণ হলো বায়ুদূষণ আর ধূমপান। দীর্ঘমেয়াদি শ্বাসকষ্ট বা সিওপিডি রোগ হওয়ার প্রধান কারণ ধূমপান। এ ছাড়া গ্রামের বাড়িতে রান্নার কাজে ব্যবহারকারী লাকড়ির চুলা থেকে উৎপাদিত ধোঁয়া, ধুলোবালি বায়ুদূষণ, অপরিকল্পিত শিল্পায়নের কারণে সিওপিডি রোগে আক্রান্ত লোকের সংখ্যা বাড়ছে। প্রায়ই সিওপিডি এবং হাঁপানি একে অপরের সঙ্গে ভুলভাবে নির্ণয় করা হয়। তাই সিওপিডি ও হাঁপানির মধ্যে পার্থক্য নির্ণয় করা জরুরী। এ দুটি রোগের কারণ এবং প্রক্রিয়া ভিন্ন, চিকিৎসার ফলও ভিন্ন। এখন পর্যন্ত সিওপিডির প্রতিকার সম্ভব হয়নি। তবে এর অগ্রগতিকে ধীরসম্পন্ন করা যাবে এবং ক্ষতির পরিমাণও কমানো সম্ভব। সঠিক পথ্য, নিয়মিতভাবে নির্দিষ্ট ধরনের ব্যায়াম, রোগ নিয়ন্ত্রণের জন্য দৃঢ় মনোবল দিয়ে বেশির ভাগ রোগী তাদের ফুসফুসের কর্মক্ষমতা কিছুটা ফিরে পেতে পারেন। ফলে তাদের জীবনযাত্রার মান আগের তুলনায় উন্নততর হতে পারে। স্বাস্থ্যখাতের ঘটনাগুলোর নিরপেক্ষ বর্ণনা ও সত্যটা জানতে মেডিভয়েসের সঙ্গে থাকুন। Welcome to our website: https://medivoicebd.com/ our Facebook page: / medivoicebd official email: [email protected]