Русские видео

Сейчас в тренде

Иностранные видео




Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



নজরুল ইসলাম এর দাম্পত্য জীবনের কাহিনী | Married life of Kazi nazrul islam | বাংলা

Join this channel to get access to perks:    / @amiavijitbolchi   বাংলাদেশ ও পশ্চিমবাংলার সব নজরুল গবেষক ও জীবনীকাররাই একমত যে, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম দুবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এবং তার এই দুটি পত্নীরই বাড়ি ছিল আমাদের বাংলাদেশের বৃহত্তর কুমিল্লা জেলায়। নজরুল ছিলেন মূলত প্রেমিক কবি। প্রেম দিতে ও প্রেম পেতে তিনি সর্বত্রই ঘুরে বেড়িয়েছেন। নজরুলের প্রথম স্ত্রীর নাম ছিল নার্গিস আসার খানম ও দ্বিতীয় স্ত্রীর নাম ছিল আশালতা সেন ওরফে প্রমীলা। কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার দৌলতপুর গ্রামের খান বাড়িতে ১৭ জুন ১৯২১ খ্রিস্টাব্দে নজরুল ইসলামের সঙ্গে নার্গিস আক্তার খানম বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তখন নজরুল ইসলামের বয়স ছিল মাত্র ২২ বছর (১৮৯৯–১৯২১ খ্রি.)। মূলত নার্গিস আক্তার খানম ছিলেন কুমিল্লার আলী আকবর খানের ভাগ্নী।১৯২৪ খ্রিস্টাব্দ, ২৫ এপ্রিল শুক্রবার বাদ জুমা কলকাতার ৬ নাম্বার হাজী লেনের বাসায় তাদের বিবাহ সম্পন্ন হয়। ধর্মীয় বিধান মোতাবেক কবি নজরুলের বিবাহ সম্পন্ন হয়েছিল। কাজী নিযুক্ত হয়েছিলেন মৌলভী মঈন উদ্দীন হোসেন। এক হাজার টাকা দেনমোহরে বিবাহ সম্পন্ন হয়। কাবিননামায় শর্ত ছিল প্রমীলা ইচ্ছা করলে মুসলমান হতেও পারেন বা ইচ্ছা না করলে নাও হতে পারেন। এতে কারো কোনো বাধা নেই। ধর্মমত অনুসারে জোর–জবরদস্তি নেই। প্রমীলার সঙ্গে বিবাহের পর মুসলমান সমাজ যতটা নজরুলকে ঘৃণা করেছেন তেমনি ঘৃণা করেছেন হিন্দু সমাজও। মাতৃসম বিরজা সুন্দরী দেবী নজরুল প্রমীলার বিয়ে মেনে নিতে পারেননি। প্রমীলাকে বিয়ে করার কারণে ‘প্রবাসীতে‘ও নজরুলের লেখা প্রকাশ বন্ধ হয়ে যায়। #information #biography #kazinazrulislam #podcast

Comments