У нас вы можете посмотреть бесплатно KHONJO AANONDO || Satyaki Banerjee latest song || খোঁজো আনন্দ или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
Voice, Dotara & Ektara-- Satyaki Banerjee Lyric-- Kaushik Mukherjee Dubki & Kartal-- Sajib Sarkar Recordist-- Suchal Chakraborty Studio-- Chhuti Video-- Subham Photograph-- Maitri Das Painting-- Kshitindranath Majumdar Lyrics: খোঁজো আনন্দ রচ আনন্দ/চেনো আনন্দের পথ রে দেখো আনন্দ মাখো আনন্দ/চলো আনন্দের পথ ধ'রে আনন্দে রাখলে আনন্দে থাকলে হয়/দীনতার অবসান রে গাও আনন্দ বও আনন্দ/রও আনন্দের অন্তরে যে জন আনন্দ বিলায়/সে হয় পরম প্রাণ রে যে জন আনন্দ কুড়ায়/সে হয় পরম সাথী রে যে জন আনন্দ কুড়ায়/সে হয় পরম প্রাণ রে যে জন আনন্দ বিলায়/সে হয় পরম সাথী রে।। ফিরে এস রে মন ফিরে এস রে মন ফিরে চল রে মন আনন্দে আনন্দ খোঁজো আনন্দ রচ/চেনো আনন্দের পথ রে বেঁধে বেঁধে থাকো বেঁধে বেঁধে রাখো/সজীব থাকো রে মন সবান্ধবে থাকো বেঁধে বেঁধে রাখো বেঁধে বেঁধে/সপ্রাণ থাকো রে মন সবান্ধবে জড়িয়ে বাঁচলে, বাঁচিয়ে জড়ালে/হৃদয়-মন তোর সিক্ত হবে সিঞ্চিত হবে এই রিক্ত ধরনী/সিক্ত প্রাণে রে সিক্ত মনে ফিরে আয় ফিরে আয় ফিরে চল রে মন আনন্দে ফিরে এস রে মন ফিরে এস রে মন ফিরে চল রে মন আনন্দে খোঁজো আনন্দ রচ আনন্দ/চেনো আনন্দের পথ রে কাছে টানো কাছের মানো/পড়শিকে বন্ধু জেনো বন্ধু সখা মিলেমিশে/থাক রে মন একতাই বল তবে, বলো রে বন্ধু সবে/বন্ধু সখা মিলেমিশে থাক রে ভালোবাসিলে ভালোবাসা পাবে/পাইক-পেয়াদায় আর কাজ কী রে মনের জানলা খুলে দেখো/জগতের দরজা খুলে যাবে ভালোবাসো যদি নিজেকে রে মন/পরকে আগে টানো কাছে রে ফিরে এস রে মন ফিরে এস রে মন ফিরে চল রে মন আনন্দে ফিরে আয় ফিরে আয় ফিরে চল রে মন আনন্দে খোঁজো আনন্দ রচ আনন্দ/চেনো আনন্দের পথ রে হৃদয়ে যদি তুমি, প্রেম না রাখিলে/তবে কেমন তুমি ইনসান হে প্রাণে যদি না প্রকৃতি মেলালে/তবে কেন রে মন মানুষ হলে প্রাণেতে প্রাণ হে, যদি না সঁপিলে/প্রেমরসে তোমারে কেমনে ছোঁবে প্রেমে থাকো, প্রেমে বাঁচো/হিন্দু মুসলিম বেছো না রে প্রেমে থাকো, বাঁচো প্রেমে/ধর্ম জাত-পাত বেছো না রে থাকো প্রেমে, বাঁচো প্রেমে/সম-অসম তুমি বেছো না রে থাকো প্রেমে, বাঁচো প্রেমে/সম-অসম আর বেছো না রে ফিরে এস রে মন ফিরে এস রে মন ফিরে চল রে মন আনন্দে খোঁজো আনন্দ রচ আনন্দ/চেনো আনন্দের পথ রে অন্তরে সাজো, অন্দর সাজাও/বাইরের রূপ কাল থাকবেনা রে টাকা-পয়সা জমিবাড়ি/ভোগে মোক্ষ নাই রে বলি অর্থ মানে অনর্থক/এ মহাজনের বাণী মান আর হুঁশে, হয় যে মানব/অজ্ঞানতায় ঠেলোনা রে মানবী হয় যে মান আর হুঁশে/লোভ আর হিংসার ঠাঁই নাই রে মানুষের ধর্ম মানবতা-পথ/খাদ্যে পরিধানে চিনোনা রে শ্রমে মুক্তি আসে শ্রমে মুক্তি আসে/নিষ্কাম যাপন নিওনা রে নিজেরই শ্রম শক্তি দিয়ে/গড়ো আপন সমাজ রে শ্রমে মুক্তি আসে কামে মুক্তি আসে/নিষ্কাম যাপন নিওনা রে নিজেরই শ্রমে নিজেরই শক্তি দিয়ে/গড়ো আপনার সমাজ রে খোঁজো আনন্দ রচ আনন্দ/চেনো আনন্দের পথ রে মানবজীবন সার, যদি না নাও ভার/মানব মুক্তির স্বপনে এ জনম সার, যদি না গেলে আর/জগত মুক্তির শরনে ভজ মানব, ভজ প্রকৃতি/ভজ মুক্তির পথ হে যে জনে আনন্দ পায় সে কাজে/সে পায় আলোর পথ রে ফিরে এস রে মন ফিরে এস রে মন ফিরে এস আনন্দের পথে রে খোঁজো আনন্দ রচ আনন্দ/চেনো আনন্দের পথ রে দেখো আনন্দ মাখো আনন্দ/হাঁটো আনন্দের পথ ধ'রে আনন্দে ভজিলে আনন্দ জপিলে হয়/দীনতার অবসান রে দেখো আনন্দ মাখো আনন্দ/হাঁটো আনন্দের পথ ধ'রে ফিরে এস ফিরে এস ফিরে এস ফিরে এস ফিরে চল রে মন আনন্দে ফিরে এস আনন্দের পথে রে