У нас вы можете посмотреть бесплатно কোথায় তুমি কোথায় ঐ নাগীনি কোথায় || শিল্পী: или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
#Graphic_Melody Present!! Bengali Heritage গানের কথাঃ কোথায় তুমি কোথায় ঐ নাগীনি কোথায় শিল্পী: #আব্দুল_আলীম কালজয়ী #পল্লীগিতি Lyric: Kothey Tome Kothey Oi Nagine Kothey Singer: #Abdul_Alim বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও গ্রামবাংলা বা পল্লিগীতি বাঙালীর মনকে ভীষণভাবে আকৃষ্ট করে। শিল্পী আব্দুল আলিম এর গাওয়া একটি বিখ্যাত গান আব্দুল আলীম / Abdul Alim আব্দুল আলীম (২৭ জুলাই ১৯৩১ - ৫ সেপ্টেম্বর ১৯৭৪) ছিলেন বাংলাদেশের লোক সঙ্গীতের একজন শিল্পী। আবদুল আলীমের জন্ম ১৯৩১ সালের ২৭ জুলাই। তিনি বর্তমান পশ্চিমবঙ্গের (ভারত) মুর্শিদাবাদের তালিবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ছোট বয়স থেকেই আলীম সঙ্গীতের প্রবল অনুরাগী ছিলেন। অর্থনৈতিক অনটনের কারণে কোনো শিক্ষকের কাছে গান শেখার সৌভাগ্য তার হয়নি। তিনি অন্যের গাওয়া গান শুনে গান শিখতেন; আর বিভিন্ন পালা পার্বণে সেগুলো গাইতেন। এভাবে পালা পার্বণে গান গেয়ে তিনি বেশ জনপ্রিয়তা লাভ করেন Abdul Alim (27 July 1931 – 5 September 1974) was a Bangladeshi folk singer.[1] He won the Bangladesh National Film Award for Best Male Playback Singer in 1975 for playback in Sujan Sakhi. He was posthumously awarded the Ekushey Padak in 1977 and Independence Day Award in 1997 by the Government of Bangladesh. আবদুল আলীমের বাবার নাম ছিল মোহাম্মদ ইউসুফ আলী। প্রাইমারি স্কুলে পড়বার সময় গ্রামোফোন রেকর্ডে গান শুনে গান গাইবার জন্য আগ্রহ জন্মে। ছোটবেলায় তার সঙ্গীত গুরু ছিলেন সৈয়দ গোলাম আলী। ঐ অল্প বয়স হতেই বাংলার লোক সঙ্গীতের এই অমর শিল্পী গান গেয়ে নাম করেছিলেন। মাত্র তেরো বছর বয়সে ১৯৪৩ সালে তার গানের প্রথম রেকর্ড হয়। রেকর্ডকৃত গান দুটি হলো "তোর মোস্তফাকে দে না মাগো" এবং "আফতাব আলী বসলো পথে"। এত অল্প বয়সে গান রেকর্ড হওয়া সত্যিই বিস্ময়কর। পরে তা আর বিস্ময় হয়ে থাকেনি, তিনি হয়ে উঠেছিলেন বাংলার লোক সঙ্গীতের এক অবিসংবাদিত-কিংবদন্তি পুরুষ। তার সাত সন্তানের মধ্যে সকলেই সংগীত শিল্পী। পরবর্তীকালে তিনি কলকাতায় যান এবং সেখানে আব্বাসউদ্দিন ও কাজী নজরুল ইসলামের সাথে সংশ্লিষ্ট হয়ে গান করেছেন। তিনি লোক ও শাস্ত্রীয় সঙ্গীতের উপর দীক্ষা নিয়েছেন বেদারউদ্দিন আহমদ, ওস্তাদ মোহাম্মদ খসরু, মমতাজ আলী খান, আব্দুল লতিফ, কানাইলাল শীল, আব্দুল হালিম চৌধুরী প্রমুখের কাছে। লেটো দলে, যাত্রা দলে কাজ করেছেন। দেশ বিভাগের পরে আব্দুল আলীম ঢাকায় চলে আসেন এবং রেডিওতে স্টাফ আর্টিস্ট হিসেবে গান গাইতে শুরু করেন। তিনি পরে টেলিভিশন সেন্টার চালু হলে সেখানেও সঙ্গীত পরিবেশন শুরু করেন। এছাড়াও তৎকালীন বাংলাদেশের প্রথম চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’ সহ বিভিন্ন বাংলা চলচ্চিত্রে আব্দুল আলীম গান করেছেন। সবচেয়ে উল্লেখযোগ্য চলচ্চিত্রটি হলো ‘লালন ফকির’। সব মিলিয়ে প্রায় ৫০০টির মতো গান রেকর্ড হয়েছিল তার। আব্দুল আলীম তার আধ্যাত্মিক ও মরমী মুর্শিদী গানের জন্য অমর হয়ে থাকবেন। কবি ও বাংলার লোক সঙ্গীতের গবেষক কবি আসাদ চৌধুরী বলেন, "সমাজাটকে যাঁরা জাগিয়েছেন আব্দুল আলীম তাঁদের একজন"। পেশাগত জীবনে আবদুল আলীম ছিলেন ঢাকা সঙ্গীত কলেজের লোকগীতি বিভাগের অধ্যাপক। তিনি প্রায় ৫০ টি ছবিতে নেপথ্যে কন্ঠশিল্পী ছিলেন। যেমন- • মুখ ও মুখোশ • এদেশ তোমার আমার • জোয়ার এলো • সুতরাং • পরশমনি • বেদের মেয়ে • রূপবান • সাত ভাই চম্পা • পদ্মা নদীর মাঝি • লালন ফকির • সুজন সখী ।। ইত্যাদি আব্দুল আলীম বেশ কয়েকটি জাতীয় পুরস্কার পেয়েছেন; এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে : • একুশে পদক (১৯৭৭, মরণোত্তর) • স্বাধীনতা দিবস পুরস্কার (১৯৯৭, মরণোত্তর) • জাতীয় চলচ্চিত্র পুরস্কার (শ্রেষ্ঠ গায়ক ; সুজন সখী) (১৯৭৫, মরণোত্তর) • প্রেসিডেন্ট প্রাইড অব পারফরম্যান্স পুরস্কার(১৯৬০) • বাচসাস (শ্রেষ্ঠ গায়ক ; লালন ফকির)(১৯৭২-১৯৭৩) • পূর্বাণী চলচ্চিত্র পুরস্কার (শ্রেষ্ঠ গায়ক : সুজন সখী)(১৯৭৫, মরণোত্তর) • চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস (২০২১, মরণোত্তর) • চিত্রালী চলচ্চিত্র পুরস্কার (১৯৭৫, মরণোত্তর #আব্দুল_আলীম #পল্লীগীতি #Subscribe #বাংলা_গান Don't forget to subscribe 😉 *keepsupport *keepshering *. 🔥🔥🔥🔥🔥 Thanks for watching this video...!!! Please like to Share comments...!!! We upload...!! Uploaded for listening pleasure only. No intention to infringe the copyright. For More Videos Click The Link Given Below :