У нас вы можете посмотреть бесплатно সাতক্ষীরা মোজাফফর গার্ডেন এন্ড রিসোর্ট | মন্টু মিয়ার বাগান বাড়ি | mozaffar garden satkhira 2025 или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
সাতক্ষীরা মোজাফফর গার্ডেন এন্ড রিসোর্ট | মন্টু মিয়ার বাগান বাড়ি | mozaffar garden satkhira 2025 ► Your Queries👇 mozaffar garden satkhira mozaffar garden muzaffar garden and resort muzaffar garden and picnic spot montu miar bagan bari montu miyar bagan bari, montu miar bagan bari satkhira montu miyar bagan bari 2025 satkhira montu miyar bagan bari mozaffar garden resort reviews mozaffar garden & resort satkhira bangladesh satkhira resort satkhira tourist spot satkhira park satkhira tour satkhira tourist place satkhira travel satkhira mozaffar garden mozaffar garden satkhira satkhira tour 2025 satkhira visiting place ঘুরিফিরি বাংলাদেশ, বন্ধুরা আজকে যাচ্ছি সাতক্ষীরা জেলার সবচেয়ে জনপ্রিয় একটি জায়গায়, জায়গাটির নাম মোজাফফর গার্ডেন এন্ড রিসোর্ট, তো জেনে নিই মোজাফফর গার্ডেন এন্ড রিসোর্টের যাবতীয় কিছু তথ্য। মোজাফফর গার্ডেন এন্ড রিসোর্ট স্থানীয়ভাবে "মন্টু সাহেবের বাগান বাড়ি" নামে পরিচিত, সাতক্ষীরা জেলার খড়িবিলা এলাকায় অবস্থিত একটি সুপরিচিত পর্যটন কেন্দ্র। সাতক্ষীরা শহরের জিরোপয়েন্ট থেকে প্রায় ৪-৫ কিলোমিটার পশ্চিমে এর অবস্থান। এটি ১৯৮৯ সালে জনাব কে.এম. খায়রুল মোজাফফর (মন্টু) দ্বারা প্রতিষ্ঠিত হয়। প্রায় ১২০ বিঘা (৪০ একর) জমির উপর বিস্তৃত এই রিসোর্টটি পাকা প্রাচীর দিয়ে ঘেরা। এখানে দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির বৃক্ষ, ফুল, ফল এবং পশু-পাখির সমারোহ রয়েছে। বাগানের চারপাশে আম, নারিকেল, মেহগনি, লিচু, আপেল, কমলা, পেয়ারা, পাম গাছসহ বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়েছে। এছাড়া, রিসোর্টের অভ্যন্তরে ৮টি বড় হ্রদ, একটি প্রাকৃতিক সাঁতার কাটার পুল এবং দুটি বড় মাছের অ্যাকুরিয়াম রয়েছে। মোজাফফর গার্ডেন এন্ড রিসোর্টে প্রবেশের টিকিট মূল্য বর্তমানে ৫০ টাকা। এই টিকিটের মাধ্যমে আপনি রিসোর্টের চিড়িয়াখানাসহ অন্যান্য আকর্ষণ উপভোগ করতে পারবেন। ভেতরে প্রবেশ করে স্বাগত জানালো বিশাল দুটো হরিণের প্রতিমূর্তি, পাশে খাবার দাবার ও কেনাকাটার দোকান। পুরুষ ও মহিলাদের জন্য আছে আলাদা নামাজের জায়গা, পুকুর ঘেষা অপরুপ মসজিদ দুটি সত্যি দৃষ্টি কাড়বে আপনার তারপর চিড়িয়াখানায় প্রবেশ করলাম রিসোর্টের চিড়িয়াখানাটি দেশের সর্ববৃহৎ বেসরকারি চিড়িয়াখানা হিসেবে পরিচিত, যেখানে বিভিন্ন প্রজাতির পশু-পাখি রয়েছে। যা যা দেখলাম, দেশি বিদেশি মুরগী, বিদেশি কুকুর, বিভিন্ন জাতের নজর কাড়া কবুতর,চিত্রা হরিণ, ঘুঘু, ইগল, তিতির,শেয়াল, গিনিপিগ,ইমু, ময়ুর, গুইশাপ ইত্যাদি। আরও বিভিন্ন মিষ্টি সুস্বাদু আচারের দোকান, বোটে করে প্রিয়জন নিয়ে এই রিসোর্টে ঘুরতে পারবেন। প্যাডেল বোট দুই জন ১০ মিনিট ৬০ টাকা আর চারজন ১০ মিনিট ১২০ টাকা। শীত মৌসুমে পিকনিকের জন্য রিসোর্টটি বিশেষভাবে জনপ্রিয়, যেখানে দেশের বিভিন্ন স্থান থেকে ভ্রমণপিপাসু লোকজন এসে বনভোজন করে থাকে। পিকনিকের জন্য ভিআইপি সহ মোট ১০৫টি স্পট রয়েছে।আমিও ছোটবেলায় অনেকবার স্কুল থেকে এখানে পিকনিকে এসেছি। এখানে আছে ছোট্ট একটি শিশু পার্ক, এই শিশু পার্কে আছে আকর্ষণীয় অনেক গুলো রাইড টয় ট্রেন, দোলনা, চরকি, প্যাডেল বোট, পঙ্খিরাজ দোলা ও উড়োজাহাজ ভ্রমণ, এই রিসোর্টটিতে আধুনিক সরঞ্জামসহ অতিথিশালা রয়েছে, যেখানে বর্তমানে ১৬টি এসি/নন-এসি রুম রয়েছে এবং আরও রুম নির্মাণাধীন। এছাড়া, তিন তলা বিশিষ্ট একটি ভবনে রেস্টুরেন্ট এবং মিটিং/কনফারেন্সের সুবিধা রয়েছে, যেখানে প্রায় ২৪০ জনের মিটিং বা সম্মেলন আয়োজন করা যায়। #satkhira #resort #travel #park #bangladesh