Русские видео

Сейчас в тренде

Иностранные видео




Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



ক দল খ দল || Faisal Bin Asik || Ka Dol Kha Dol || কাউয়া মরলে কাউয়া চেচায়

শিরোনাম : ক দল খ দল কথা, সুর ও কন্ঠে: ফয়সাল বিন আশিক মিউজিক গোলাম রাব্বী সোহাগ নির্দেশনা ও দৃশ্যায়ন : জাহিদ হাসান নিশান সজ্জা: জান্নাতুল ফেরদৌস ও নিশান সহযোগিতায়: হামিদুল, শাকিল কপিরাইট সংক্রান্ত ঘোষণা : ভালবেসে শেয়ার দিলে কোনো সমস্যা নাই। ব্যবসায়িক উদ্দেশ্য ছাড়া ছোট ছোট ক্লিপ ব্যবহার করতে পারেন। লিরিক: Lyric ক দলের লোক মরলে , রে ভাই, খ দল বলে, ক মরেছে। খ দলের মানুষ মরেলে, রে ভাই, ক দল বলে খ মরেছে। ক, খ, গ, ঘ  মানুষ, রে ভাই, এই কথা কি চিন্তা জাগায়?? কাউয়া মরলে কাউয়া চেচায় মানুষ মারলে কেউ না আগায়। অন্য ধর্মের হলেই মারো, ভিন্ন কথা কলেই মারো। একই ধর্মের হলেও কী ভাই? অন্য শাখার হলেই ঝারো। ধরাতে কি ধর্ম রবে মানুষ যদি সব মরে যায়??                      জাতি নিয়ে জাতাজাতি জাতি নিয়েই মাতামাতি সংখ্যাতে কম হলেই "উপ" আদিবাসী ➡️ উপজাতি। সব মিলায়া বাংলাদেশী এই কথা কি চিন্তা জাগায়? বাজান একখান কষ্টের কথা কই: ? মানুষ মরে, রিপোর্টারে ছবি তোলায় ব্যস্ত অতি, মরার আগে যাও গো বলে কেমন তোমার অনুভুতি! হাজার মানুষ চেয়ে দেখে একটা মানুষ খুন করে যায়!! কাউয়া মারলে কাউয়া চেচায় একটা ধরলে  এক ঝাঁক আগায়, কাউয়ার তো আর হাত থাকে না, ঠোকর মেরে শত্রু ভাগায়। মানুষ মারলে মানুষ দেখে মানুষ মারলে কেউ না আগায়। মানুষ তুমি হাতে পায়ে, মনুষত্ব গাছের আগায়! কাউয়া মরলে কাউয়া চেচায় মানুষ মারলে কেউ না আগায়। জন্মাইলে রে মানুষ হইয়া, মানুষ হইলা না।  মানুষ রইলা না,  মানুষ রইলা না।   #faisal_bin_asik #ka_dol_kha_dol #pabna_jilar_chawal_pal

Comments