У нас вы можете посмотреть бесплатно LAST NOTE - MC MAHATHEER (prod. jxsie beats) или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
Lyrics - MC MAHATHEER Record and mix - NITRIC RAHMAN (prod. jxsie beats) Lyrics: THE LAST NOTE সব শেষ মায়াজালে বন্দি খাচায় মন পাখি উরাল দিলে হাত-টা ছাইরা বলো শুনি তুমি করবা কি? এই গানের সুর বাকি লেখা গুলা তবে সুনবা কি? ফালায়া মন্ডা অবহেলায় আজ অজানায় খুব দুর পাখি এই মনের আস্থানায় আপনের উপর আর আস্থা নাই হাতটা ধইরা রাস্তা দেখাবো হাত ছাড়লেই রাস্তা নাই আজ আমি মুসাফির-পথচলায় আর তুমি নাই মাজরাতে ডাকে অতিত আমায় আজ চোখের পাতায় ঘুমই নাই তাই আজ অই চোখের কোনেই পরছে মনে খুব তাকে কল্পনাতেই সুখি-আজ-মন হাজারো-ভিরে-সে চুপ থাকে এ কলম অস্ত্র আজ চালাবো জে সেই বীর হবো-আর- একদিন আমার কলমের কালি লাখো স্রতাদের ভীর হবো এই পথ,আর কখনো কি শেষ হবে তা জানা-নাই- জদি যুদ্ধ লাগায় আপন মানুষ হার মানতেও মানা নাই তাই আজ, কিছু পিছুটান তবে ভয় নাই আর বিচ্ছেদের বিরুদ্ধে মন আজ আমার,আমি তার ইচ্ছেদের it’s been a while তার দেখা-নাই তাই এখন-আমি শুধু চাদ দেখি- অই ভাংগা ঘরেই বসবাস আর কাগজে বন্দি পাপ লেখি ভয়ানোক স্রিতিতে তার দিরঘসাস আর কতো জতো মায়া ততো খতো চলছে জিবন অবিরত-বল- কি লিখবো তাকে নিয়ে কোথায় শেষ? আর সুচনা কি ঝর হয়ে জাবে অন্ধকার,আলো দেবে শুধু জোনাকি হাজারো মানুষ আমার কেও তো নেয় না খোজ আজ এক মুহুর্তে দেখায় মানুষ তার ১০১ মুখোশ নাই জে হোশ! জে জেমনে পারে ফায়দা বুইঝা লুইটা জায় ছাড়বোনা এক টুকরাও এই মন্ডারে তো খুইটা খায় হাজারো যুক্তিতেও মন বসেনা ছুইট্টা জায়,আর নসিবে লেখা ঠিকি জার মত জে জুইটা জায় জাহ জীবন তর মেরাথন দউরপাল্লায় আগে কে? পরাজয় অদেরওই জে আইটকা গেছে আবেগে- ২দিনের ভালোবাসায় ঝইরা জাইসনা অকালে দেখা হইবো চলতি পথে,নতুন এক সকালে