У нас вы можете посмотреть бесплатно ফুলের রাজধানী গদখালী নিয়ে সেরা গান! 🌸 ফুলের দেশে মন হারালো | New Bangla Song 2026 или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
ঝিকরগাছার ঐতিহ্য এবং বাংলাদেশের ফুলের রাজধানী গদখালীর অপরূপ সৌন্দর্য নিয়ে আমাদের নতুন গান "ফুলের দেশে মন হারালো"। রঙ-বেরঙের ফুল আর গ্রামের মেঠো পথের মায়া মিশিয়ে তৈরি এই গানটি আশা করি আপনাদের হৃদয়ে প্রশান্তি দেবে। গানটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। 🎵 Song: Fuler Deshe Mon Haralo (ফুলের দেশে মন হারালো) 🎵 Genre: Folk Fusion / Modern Folk 🎵 Lyrics & Composition: Amjonotar TV Lyrics (গানের কথা): (স্থায়ী) মন হারালো... ও ভাই মন হারালো... মন হারালো গদখালীর ওই রঙের ইশারাতে, চলো না ঘুরে আসি সবাই ফুলের পাড়াতে। (ওরে) ঝিকরগাছার বুকে দেখো ফুলের রাজধানী বাতাস জুড়ে বইছে কেমন সুখের হাতছানি। (অন্তরা ১) যেদিকেই দু'চোখ মেলি, রঙের ছড়াছড়ি গোলাপ-গাঁদার হাসিতে ভাই, লাগে জাদুকরি। আহা... যেদিকেই দু'চোখ মেলি, রঙের ছড়াছড়ি রজনীগন্ধার সুবাসে মন হলো মাতোয়ারা, গদখালীর এই ভুবন জুড়ে খুশির ফোয়ারা। (ও ভাই, খুশির ফোয়ারা...) (সঞ্চারী) পাখির গানে ঘুম ভাঙে আর ফুলের গন্ধে সাঁজ, রূপের মায়ায় জড়ালে মন, ভুলি সকল কাজ। মাঠের পরে মাঠ সেজেছে স্বপ্নপুরীর মতো, ফুলের দেশে জুড়িয়ে যাবে বুকের ব্যথা যতো। (আভোগ) জারবেড়া আর গ্লাডিওলাস নাচে হাওয়ার তালে, রঙিন সুখে ভাসছে জীবন এই ফাগুণের কালে। দেশ-বিদেশের মানুষ এসে ভিড় জমায় হেথায়, এমন সুখ আর পাবি খুঁজে বল না কোন গাঁয়? (সমাপ্তি) মন হারালো... ও ভাই মন হারালো... চল না ঘুরে আসি সবাই ফুলের পাড়াতে... মন হারালো গদখালীর ওই রঙের ইশারাতে। Thanks for watching! Don't forget to Subscribe for more music. #Gadkhali #BanglaFolkSong #Jhikargacha #FlowerCapital #NewSong2025 #FolkFusion