У нас вы можете посмотреть бесплатно How to get chance in HSTU || A Unit || যেভাবে পড়লে হাবিপ্রবির A ইউনিটে চান্স পাবেই или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
যে ইউনিটে চান্স পেতে চাও, সর্বপ্রথম সে ইউনিট সম্পর্কে তোমাকে বিস্তারিত জানতে হবে। A ইউনিট পরিচিতিঃ এটি মূলত কৃষি,মাৎস্যবিজ্ঞান ও ভেটেরিনারি অনুষদ।২০১৭-২০১৮ সালে উচ্চমাধ্যমিক ও ২০১৫ সালে মাধ্যমিক পাশকৃত শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবে। ২০১৫ সালের পূর্বে যারা এসএসসি পাশ করেছে তারা অংশগ্রহণ করতে পারবে না।উল্লেখ্য, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে সর্বনিম্ন জিপিএ ৩.০০ পেতে হবে। মোট জিপিএ লাগবে ৬.৫ । বিষয় ভিত্তিক কোন জিপিএ লাগে না। চতুর্থ বিষয়সহ SSC এর জিপিএ কে ৪ দ্বারা গুণকরে এবং HSC এর জিপিএ কে ৬ দ্বারা গুণ করতে হয়।গুনফল গুলো যোগ করে ৫০ মার্কের মধ্যে রেজাল্ট স্কোর হিসাব করা হয় ।আর স্কোর হিসাব হয় ১০০+৫০ =১৫০ মার্কের মধ্যে। মনে রেখ,অপশন সাবজেক্ট জীববিজ্ঞান ফেল করলে পরীক্ষা দেয়া যাবে না,কিন্তু যদি অপশনাল সাবজেক্ট গনিত হয়,এবং সেটিতে ফেল থাকে,তবুও পরীক্ষা দেয়া যাবে। = আসন সংখ্যাঃ মোট ৬১০ টি। ডিভিএম- ১২০ এগ্রিকালচার - ৩৭৫ ফিসারিজ- ১১৫ = মানবন্টনঃ জীববিজ্ঞান ২৫ পদার্থবিজ্ঞান ২৫ রসায়ন ২৫ ইংরেজি ২৫ = পাস মার্কসঃমোট পাশ বা বিষয়ভিত্তিক আলাদাভাবে পাশ করতে হবে না। 🔊 যেভাবে পড়লে চান্স পাবেঃ English: বিগত সালের প্রশ্ন দেখলেই বুঝতে পারবে হাবিপ্রবির ইংরেজি প্রশ্নের একটি নির্দিষ্ট ধরণ আছে। অনেক সাজানো থাকে প্রশ্ন,অর্থাৎ Synonym থাকলে একসাথে ২-৩ টা থাকবে। তাই সহজেই বোঝা যায় কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে। সেই টপিকগুলোঃ 1. Appropriate ওয়ার্ড(Preposition+Article+Right Form of Verb) : 4 ta 2. Synonym : 2 ta 3. Antonym : 2 ta 4. Correct sentence : 3 ta 5. Narration : 2 ta 6. Voice : 2 ta 7. Transformation : 2 ta 8. Parts of speech : 2 9.Translation : 5 ta Extra: Word Meaning + Word Formation এই টাইপ এর বাহিরে আর তেমন কিছুই পড়তে হবে না। Physics: 1. একক মাত্রা- ২ টা ২. সংখ্যাগত মান- ১ টা ৩. উদাহরণ- ১ টা ৪. সমানুপাতিক- ব্যস্তানুপাতিক- সম্পর্ক - ২ টা ৫. ম্যাথ: মোট ম্যাথ আসবে প্রায় ৮-১০ টি। দশা পার্থক্য - পথ পার্থক্য, বিভিন্ন স্কেল এর মান নির্ণয়, ফোকাস দুরত্ব ও লেন্সের ক্ষমতা, জড়তার ভ্রামক, ট্রানজিস্টার সম্পর্কিত, তূল্য রোধ সম্পর্কিত ম্যাথ থেকে অবশ্যই ৩-৪ টি ম্যাথ কমন পাবে। অধ্যায় ভিত্তিক কিছু সাজেশন - প্রথম পত্র- -ভেক্টর, তরঙ্গ, নিউটনিয়ান বলবিদ্যা থেকে কমপক্ষে একটি করে মোট ৩ টি। গতিবিদ্যা + কাজ,শক্তি ও কক্ষমতা থেকে মোটামুটি ২ টি করে মোট ৪ টি। পদার্থের গাঠনিক ধর্ম থেকে ২ টি পর্যায়বৃত্তিক গতি থেকে ১ টি দ্বিতীয় পত্র- তাপ গতি থেকে ২ টা। স্থির ও চল তড়িৎ বিষয়ক ৪ টি -অালো বিষয়ক (৪,৫,৬ অধ্যায়) থেকে ২-৩টি। তাপ গতি ও গ্যাস গতি বিষয়ক ২-৩টি চৌম্বক এর বৈশিষ্ট্য থেকে ১-২টি -সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স থেকে ২-৩টি Chemistry: ১. সংকেত - ২ টি ২. সক্রিয়তা ক্রম- ১ টি ৩. প্রভাবক ও নির্দেশক- ১ টি ৪. শতকরা সংযুক্তি- ১ টি ৫. সংখ্যাগত মান- ২ টি ৬. উদাহরণ- ২ টি ৭. বিক্রিয়া থেকে- ১ টি ৮. ম্যাথঃ ম্যাথ বেশি আসবে না৷ সর্বোচ্চ ১-২ টি। আমি কিছু নিয়ম বলছি,এগুলো থেকেই কমন পাবে। ঘনমাত্রা নির্নয় ( S=1000×w÷MV সূত্রের), আয়তন ও মোল সংখ্যা নির্ণয়, pH, মোলারিটি নির্ণয়, V1S1=V2S2 এই নিয়ম গুলো থেকে কমন পাবে। Biology: ১. উদাহরণ- ৪-৫ ট ২. সংখ্যাগত মান- ২-৩ টি ৩. কাজ ও বৈশিষ্ট্য- ২ টি অধ্যায় ভিত্তিক কিছু সাজেশন - উদ্ভিদবিঙ্গানঃ = ১ম অধ্যায় (কোষের প্রকারভেদ+কোষঝিল্লি+রাইবোজোম+প্লাস্টিড+ক্রোমোজোম+DNA, RNA+জিন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন থেকে মোটামুটি) -১-৩টি = কোষচক্র - ১-২ টি = তৃতীয় অধ্যায় - ২ টি = চতুর্থ অধ্যায় ( ভাইরাস, ম্যালেরিয়ার নাম) - ১-২ টি = ৫ম+৬ষ্ঠ+৭ম অধ্যায় (শৈবাল,ছত্রাক, ব্রায়োফাইটা - টেরিডোফাইটা এবং নগ্নবীজী- অাবৃতবীজী)- ২-৩ টি = উদ্ভিদ শারীরতত্ত্ব - ৩টি গুরুত্বপূর্ণ টপিক - প্রস্বেদন***, C3, C4 উদ্ভিদ, সালোকসংশ্লেষন, বিভিন্ন শ্বসনের ফলে উৎপন্ন শক্তি,বিভিন্ন প্রকার ডিম্বক, Porogamy, mesogamy, chalazogamy, ডিম্বকের বিভিন্ন পরিবর্তন(নিষেকে অাগে , নিষেকে পরে) , অযৌন প্রজনন, টিস্যু কালচার, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, রিকম্বিনেন্ট DNA এর গুরুত্ব ইনস্যুলিন, ইন্টারফেরন,ইকলোজিক্যাল পিরামিড, অভিযোজন, বায়োম, প্রনীভৌগলিক অঞ্চল, বিলুপ্তপ্রায় জীবগুলোর নাম। প্রাণিবিজ্ঞানঃ = ১ম অধ্যায় - ১-২টি = ২য় অধ্যায় - ৩ টি = ৩য় অধ্যায় - ১ টি = ৪র্থ অধ্যায় - ২টি = ৫ম অধ্যায় - ১টি = ৬ষ্ঠ অধ্যায় - ১-২টি = ৭ম অধ্যায় ( অস্থি , তরুনাস্থি এবং পেশি টিস্যু বিষয়ক) -১-২ টি = ৮ম অধ্যায়- ২টি = ৯ম (ভ্রুনের বিকাশ+ ভ্রুণীয় + গর্ভ নিরোধোক ব্যবস্থা) - ১-২ টি গুরুত্বপূর্ণ টপিক- এক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম থেকে ১ টি অবশ্যই। ম্যক্রোফেজ, নিউট্রোফিল, অর্জিত প্রতিরক্ষা, অ্যান্টিবডির প্রকারভেদ, ভ্যাক্সিনের প্রকারভেদ থেকে ১ টি। মেন্ডেলের সূত্রের অনুপাত, লিঙ্গ নির্ধারন নীতি, ABO ব্লাড গ্রুপ, বিবর্তনের প্রমাণ সমূহ বিষয়ক - ১টি। কোন বই পড়বা? হাবিপ্রবির জন্য যদি স্পেশাল সাজেশন ও প্রশ্নব্যাংক এর কথা বলো,তাহলে দীপশিখার উপর অন্য কোন বই ই হবে না। এটা আমার কথা নয়, তোমরা অন্য বইয়ের সাথে তূলনা করে দেখতে পার। এই সাজেশন এ যাভাবে বলা আছে সেভাবেই সেখানে দেয়া আছে। আর বিগত সালের প্রায় প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা পাবে সেখানে। তবে কোন সহায়ক বই কিন্তু চান্স পাওয়ার জন্য যথেষ্ট নয়। তাই মূল বইয়ের পরিপূরক কিছুই হতে পারে না। তাই মূল বই অবশ্যই পড়তে হবে। কত পেলে চান্স পাবে? এটি প্রশ্নের উপর নির্ভর করে। তবে জিপিএ সহ ১১৫ পেলেই চান্স পাওয়া সম্ভব। লেখাঃ সোহানুর শুভ মাৎস্যবিজ্ঞান অনুষদ (A Unit) হাবিপ্রবি।