У нас вы можете посмотреть бесплатно ঢাকার উত্তরায় একটি সমন্বিত কৃষি খামার или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
ঢাকার উত্তরা আব্দুল্লাহ্পুর চৌরাস্তার পূর্ব পাশের বেড়িবাঁধ রাস্তা হতে প্রায় ৫ কি.মি. ভিতরে মৈনারটেক বাজার ছাড়িয়ে প্রমি এগ্রো ফুডস্ লি: এর পাশে প্রায় ৫০ বিঘা জমির উপর বুশরা অর্গানিক এগ্রো ফার্ম অবস্থিত। বাংলাদেশে সুপরিচিত ও সুনামধন্য উন্নতমানের খাদ্যপন্য উৎপাদন, বাজারজাতকরন এবং রপ্তানিকারি প্রতিষ্ঠান প্রমি এগ্রো ফুডস্ লি: এর প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ এনামুল হাসান খান (সিআইপি) মহোদয়ের দূরদৃষ্টি সম্পন্ন ও বলিষ্ঠ নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় বুশরা অর্গানিক এগ্রো ফার্ম। বুশরা অর্গানিক এগ্রো ফার্ম একটি সমন্বিত কৃষি খামার। হালাল ও অর্গানিক পদ্ধতিতে গবাদি পশু পালন, মাছ চাষ, শাক-সবজি ও ফলসহ কৃষিজাত পণ্য উৎপাদনের লক্ষ্য নিয়ে ২০২০ সালে যাত্রা শুরু করে। বুশরা অর্গানিক এগ্রো ফার্ম এর মূল আকর্ষণ হলো গরুর খামার। বিগত প্রায় তিন বছর যাবত এই কার্যক্রম শুরু করেছি, বর্তমানে প্রায় ১ হাজারের ও বেশি গরু রয়েছে। আগামি এক বছরের মধ্যে ৫ হাজারের মত গরু পালনের পরিকল্পনা বাস্তবায়নের লক্ষে একটি মাল্টিস্টোরেড বিল্ডিং তৈরি করা হচ্ছে যার ধারণক্ষমতা হবে প্রায় ৪ হাজার গরু। এখানে দেশী, শাহীওয়াল, ফ্রীজিয়ান, সিন্ধি এবং জার্সি জাত সহ বিভিন্ন উন্নত জাতের গরু, মহিষ, ছাগল, ভেড়া, গাড়ল, দুম্বা এবং উট পাইকারী ও খুচরা মূল্যে বিক্রয় করা হয়। গরুর দুধ দিয়ে দুগ্ধজাত সামগ্রী যেমন দই, পনির, ঘি, লাবাং ইত্যাদি তৈরি ও ভোক্তাদের মাঝে বিক্রয়ের ব্যবস্থা করা হবে। গবাদি পশুর পাশাপাশি আমাদের আছে মাছের খামার। ৬টি ট্যাংকে পাংগাস, তেলাপিয়া, গুলশা, টেংরা, পাবদার মত বিভিন্ন জাতের মাছ চাষ করা হচ্ছে যা আপনারা পাইকারি ও খুচরা সংগ্রহ করতে পারবেন। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে ড্রাগন ফল পুষ্টি দিক বিবেচনা করে অধিক জনপ্রিয় এবং খাদ্য হিসেবে মানুষ গ্রহন করছে। দুই বিঘার বাগানে ২২৮টি পিলারে প্রায় ৯০০টি চারা দিয়ে ড্রাগন ফল চাষ করা হচ্ছে। বছরে ডিসেম্বর-ফেব্রুয়ারি এবং জুন-আগস্ট দুইবার ড্রাগন ফল সংগ্রহ করা হয়। কেজি প্রতি সর্বোচ্চ ৮০০ টাকা ও সর্বনিম্ন ২৫০ টাকা পযর্ন্ত বিক্রি করা হয়। ফল উৎপাদনের পাশাপাশি চারা তৈরি করে দেশের প্রত্যন্ত এলাকায় ড্রাগন ফল ছড়িয়ে দিতে বুশরা অর্গানিক এগ্রো ফার্ম ইতিমধ্যে ১০ হাজারেরও অধিক চারা তৈরি করে বিভিন্ন নার্সারিতে বিতরন করছে। আমাদের তিন বিঘা জমির উপর হাইব্রিড জাতের বরই চাষ করা হয় যেখান থেকে প্রায় ৫০০০ কেজি বরই বিক্রি করা হয়। উৎপাদন শেষে গাছের পরিচর্যা, ফার্টিলাইজার ম্যানেজমেন্ট ও কাটিং করে গাছকে একটি নির্দিষ্ট আকারে রাখার জন্য ট্রিমিং ও পুডিং করা হয়। প্রায় ৪ বিঘার উপর থাইল্যান্ড এর রেডলেলি পেপে জাতের ২ হাজারের মত চারা নিয়ে বাগান আছে। বুশরা অর্গানিক এগ্রো ফার্ম এর মুল লক্ষ্য বিশুদ্ধ, নির্ভেজাল ও সম্পুর্ণ অর্গানিক উপায়ে পালনকৃত গবাদি পশু, মাছ, ফল ও শাক-সবজি বাজারজাতকরনের পাশাপাশি জনশক্তি ও কর্মসংস্থান তৈরি করে বুশরা অর্গানিক স্টোর এর মাধ্যমে ফরমালিনমুক্ত নির্ভেজাল সুস্বাদু খাবার সহ নানারকম কৃষিজাত পণ্য সরাসরি ভোক্তার হাতে পৌছে দেওয়া। বুশরা অর্গানিক এগ্রো ফার্ম 🏞 সহিদ নগর, গোবিন্দপুর, মৈনারটেক, উত্তরখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। 📞+880 1705-406424