У нас вы можете посмотреть бесплатно khadimnagar national park sylhet | খাদিমনগর জাতীয় উদ্যান সিলেট | khadimnagar sylhet | OhabTraveler или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
khadimnagar national park sylhet | খাদিমনগর জাতীয় উদ্যান সিলেট | khadimnagar sylhet | খাদিমনগর জাতীয় উদ্যান ভ্রমণ | খাদিমনগর জাতীয় উদ্যান। ঘন বনে ভ্রমণের প্রশান্তি পেতে ভ্রমণ পিপাসুদের পছন্দের উদ্যান | তুরং ছড়া | OhabTraveler খাদিমনগর জাতীয় উদ্যান বাংলাদেশের একটি দর্শনীয় স্থান, যা সিলেট জেলার অন্তর্গত। এটি দেশের পূর্বাঞ্চলীয় পার্বত্য অঞ্চলে স্থাপিত যা রাজধানী ঢাকা হতে প্রায় ৩০০ কিঃ মিঃ উত্তর-পূর্ব দিকে অবস্থিত। জাতীয় উদ্যান হিসাবে ঘোষিত হয় ২০০৬ সালে। এই সংরক্ষিত জাতীয় উদ্যানের আয়তন ৬৭৮.৮০ হেক্টর (১৬৭৭ একর)। রাস্তার দুপাশে ঘন সবুজ বন । বনের ভেতর থেকে ভেসে আসছে ঝিঁ ঝিঁ পোকার ডাক। সঙ্গে পাখিও তাল মেলাচ্ছে । আশপাশে জনবসতির অস্তিত্ব চোখে পড়ছে না। দুপাশের টিলাগুলোর গাছের ডাল নুয়ে পড়েছে রাস্তার ওপর। সবুজের ছাউনির এই রাস্তা নেমে গেছে সিলেটের খাদিমনগর জাতীয় উদ্যানের বুক চিরে উঁচু উঁচু সব গাছ। একটির সঙ্গে আরেক দড়ি দিয়ে বাঁধা। দড়িগুলো অনেকটা রজ্জুপথের (রোপওয়ে) মতো। সিলেটের খাদিম জাতীয় উদ্যানে পর্যটকদের জন্য এই ‘ট্রি অ্যাকটিভিটি’র ব্যবস্থা। নাম ‘দড়িপথ’। ✅ আমাকে ইন্সটাগ্রামে ফলো করুন: / ohabtraveler এই উদ্যানে টুরিস্টদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের ট্রেইল অ্যাকটিভিটি, ট্রি অ্যাকটিভিটিজ, জিপ লাইনিং, তাঁবুতে রাতযাপন ও ঘন জঙ্গলে ঘণ্টাব্যাপী ট্রেইলিং। 👉 ট্রেইল অ্যাকটিভিটি খাদিমনগরে হাঁটার জন্য ৪৫ মিনিট ও দুই ঘণ্টার দুটি ট্রেইল আছে। বন বিভাগের বিট অফিসের সামনে ট্রেইল দুটির মানচিত্র দেওয়া আছে, এ ছাড়া স্থানীয় কাউকে গাইড হিসেবে সঙ্গে নেওয়া যেতে পারে। যদি ঘন জঙ্গলে ট্রেকিং করতে চান, তাহলে সঙ্গে গাইড নেওয়া ভালো। এক ঘণ্টার গাইড খরচ ১৫০ টাকা। ঘন জঙ্গলে বাহারি গাছপালা ও পশুপাখিদের কলরবে ট্রেকিং করতে ভালোই লাগে। 👉 জিপ লাইন বিট কর্মকর্তার অফিসের সামনেই আছে জিপ লাইন। জিপ লাইনে ওঠার আগে আপনাকে অবশ্যই নিরাপত্তা অবলম্বন করতে হবে। 👉 ট্রি অ্যাকটিভিটিজ ট্রি অ্যাকটিভিটি করতে হলে কেডস জুতা পরা ভালো। পরিবার নিয়ে এখানে ঘুরতে আসতে পারেন। সবার জন্য এটা নিরাপদ জায়গা আর স্থানীয়রা খুব আন্তরিক। তবে হৃদরোগীদের ট্রি অ্যাকটিভিটি না করা ভালো কারণ এটি করতে যথেষ্ট সাহস লাগে। বেল্ট, হেলমেট এবং ক্লিপ দ্বারা লাইনে যুক্ত থাকে শরীর। 👉 তাঁবুতে রাতযাপন তাঁবুতে রাত যাপন করতে চাইলে তাঁবু ভাড়া করা যায়। বিট অফিসে যোগাযোগ করলে তাঁবু করে রাতযাপনের ব্যবস্থা করা যায়। তবে সে ক্ষেত্রে আগে থেকে যোগাযোগ করতে হবে তাদের সঙ্গে। রেইনফরেস্টের সামনে দিয়ে উত্তর দিকে এয়ারপোর্ট-হরিপুর সড়ক। সেখান দিয়ে আবার রাতারগুল সোয়াম্পফরেস্টে যাওয়া যায়। আপনি যদি এক দিনের জন্য সিলেট ঘুরতে চান, সে ক্ষেত্রে এ পথটি ব্যবহার করে চা-বাগান, রেইনফরেস্ট, সোয়ামফরেস্ট দেখে যেতে পারেন। 👉 কীভাবে যাবেন সিলেট নগরীর বন্দরবাজার থেকে খাদিমনগর উদ্যানে যাওয়ার জন্য মাইক্রোবাস বা সিএনজি অটোরিকশা ভাড়া নিতে পারেন। সিলেট নগরী থেকে প্রায় ১০ কিলোমিটার পূর্বে খাদিম চৌমুহনী যাওয়ার পর বাম দিকের ছোট পাকা রাস্তা ধরে আপনাকে সামনে এগোতে হবে। পিচ, ইট বিছানো ও কাঁচা রাস্তা মিলিয়ে আপনাকে আরও ৫ কিলোমিটার ভেতরে যেতে হবে। মাইক্রোবাসে যাতায়াত খরচ পড়বে ১০০০ টাকার মতো, আর অটোরিকশার ভাড়া হবে ৫০০ টাকার মতো। আর লোকাল সিএনজি অটোরিকশাতে গেলে বন্দরবাজার থেকে জনপ্রতি ৮০ টাকা পড়বে। উদ্যান, খাদিমনগর জাতীয় উদ্যান সিলেট, khadimnagar national park sylhet, khadimnagar sylhet, খাদিমনগর জাতীয় উদ্যান, খাদিমনগর, সিলেট জাতীয় উদ্যান, khadimnagar tea estate, ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ 💬 For Sponsorship & Brand Collaboration 👉 [email protected] ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ 🎦 Camera: Canon M50 Mark ii ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ ©️ Copyrighted by Ohab Traveler ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ 📢 Please Note: I only share my personal opinion/experience, which may not be same to other or in real. Disclaimer 📢 Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use. #khadimnagar_national_park_sylhet #ohabtraveler