У нас вы можете посмотреть бесплатно অধ্যাপক গোবিন্দ চন্দ্র দেব এর দর্শন ও চিন্তা(Philosophy of Professor Govinda Chandra Deb) или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
ড. গোবিন্দ চন্দ্র দেব দার্শনিক, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী। আসল নাম গোবিন্দ চন্দ্র দেব পুরকায়স্থ। তার জন্ম ১৯০৭ সালের ১ ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের আসাম প্রদেশের পঞ্চখণ্ড পরগনার (বর্তমানে সিলেটের বিয়ানীবাজার) লাউতা গ্রামে। তিনি জি সি দেব নামেই অধিক পরিচিত। জি সি দেব বেড়ে ওঠেন স্থানীয় মিশনারিদের তত্ত্বাবধানে। কলকাতার সংস্কৃত কলেজ থেকে দর্শন বিষয়ে বিএ (১৯২৯ সাল) এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে এমএ (১৯৩১ সাল) ডিগ্রি লাভ করেন। ১৯৪৪ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্জন করেন পিএইচডি ডিগ্রি। কর্মজীবন শুরু করেন কলকাতার রিপন কলেজে শিক্ষক হিসেবে। ১৯৫৩ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন। বিশ্ববিদ্যালয়টির দর্শন বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পান ১৯৬৩ সালে। এরপর ১৯৬৭ সালে প্রফেসর পদে পদোন্নতি পান। অসাম্প্রদায়িক ও মানবতাবাদী দার্শনিক দেব সব ধর্মকে দেখেছেন উদার ও সর্বজনীন দৃষ্টিকোণ থেকে। তার চিন্তাধারার মূলে সক্রিয়ভাবে কাজ করেছে সমন্বয়ী ভাবধারা এক বিশ্বজনীন মানবপ্রেম, সাম্য ও মৈত্রীভাবনা। একমাত্র ভাববাদ ও জড়বাদের মধ্যে সমন্বয় দ্বারাই মানুষের মুক্তি সম্ভব। তিনি তার সমন্বয়ী দর্শনে বস্তুবাদকে অধ্যাত্মবাদে এবং অধ্যাত্মবাদকে বস্তুবাদে রূপান্তরিত করে এরই ভিত্তিতে একটি সার্থক জীবনদর্শন গড়ে তোলেন। তার মতে, সার্থক দর্শন মাত্রই জীবনদর্শন। গোবিন্দ চন্দ্র দেবের মোট গ্রন্থ নয়টি, যার মধ্যে জীবদ্দশায় সাতটি এবং মৃত্যুর পরে দুটি গ্রন্থ প্রকাশিত হয়। দর্শন শাস্ত্রে অবদানের জন্য তিনি ‘দর্শন সাগর’ উপাধি পান। পাকিস্তানি হানাদার বাহিনী ১৯৭১ সালের ২৬ মার্চ প্রথম প্রহরেই তাকে নৃশংসভাবে হত্যা করে। আমার আজকের ভিডিও তে আমি অধ্যাপক গোবিন্দ চন্দ্র দেব এর দর্শন ও চিন্তা নিয়ে বলব- #govindo_chandra_dev #philospher #dhaka_university #philosophy #1971 #buddhism #bangladesh_liberation_war #bangladesh #spirtualism #materialism #synthetic_philosphy #darshan_sagar #pakistan_army #26th_march #sylhet