У нас вы можете посмотреть бесплатно অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং/বিমান প্রকৌশলীতে সম্ভাবণাময় ক্যারিয়ার или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
সুপ্রিয় অভিভাবক এবং শিক্ষার্থী আপনারা নিশ্চয়ই বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধ নিয়ে ব্যস্ত। কেউ ভবিষ্যৎ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ উকিল কিংবা ব্যবসায়ীক ক্ষেত্রে নিজেকে সফল দেখতে চায়। উচ্চতর ডিগ্রীর ক্ষেত্রে ক্যারিয়ারের বিষয়টি প্রথমে বিবেচনায় আনা উচিত এবং পাশাপাশি আপনি নিজেকে ভবিষ্যতে কতটুকু সম্ভাবনাময় পেশায় দেখতে চান। এসব দিক বিবেচনায় আমি বলব এরোনটিকাল ইঞ্জিনিয়ারিং কর্মক্ষেত্রে প্রচুর সুযোগ রয়েছে। সারাবিশ্বের প্রায় ৫৫১০ এয়ালাইন্স এ ১০ লক্ষেরও বেশি ওয়ার্কফোরস কাজ করছে এবং ২৮০০০+ ডোমেস্টিক ও ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট চালু আছে যেখানে প্রতিনিয়ত নতুন দক্ষ লোকবলের প্রয়োজন পড়ছে। দেশ-বিদেশের বিভিন্ন এয়ারলাইন্সে মেইনটেনেন্স কিংবা ম্যানুফ্যাকচারিং সংস্থায় প্রকৌশলী হিসেবে কাজ করার অফুরন্ত সুযোগ রয়েছে এই সেক্টরে। এই বিষয়ে পড়াশোনা শেষ করে বাংলাদেশসহ সারা বিশ্বের বিভিন্ন এয়ারলাইন্স কোম্পানিতে বিমান প্রকৌশল, বিমান চলাচল ও ব্যবস্থাপনা সংশ্লিষ্ট পেশায় সম্মানজনক পদ ও আকর্ষণীয় বেতনে কাজ করে যাচ্ছেন। বিমান ইঞ্জিনিয়ারিং পেশায় নিশ্চিত ক্যারিয়ার গঠনে চাই অনুমোদিত ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান। এই বিষয়ে "ইউনাইটেড কলেজ এভিয়েশন সায়েন্স এন্ড ম্যানেজমেন্ট" যুক্তরাজ্যের শিক্ষা বোর্ড এডেক্সেল পিয়ারসন বিটেকের অধীনে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বা বিমান প্রকৌশল বিষয়ে ২০০৯ সাল থেকে সফলতার সাথে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে৷ ২ বছর বাংলাদেশে ও ১ বছর ইউ.কে বা অন্য কোন দেশে সম্পন্ন করে আপনিও হতে পারেন একজন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার বা উড়োজাহাজ প্রকৌশলী। নিতে পারেন বিদেশী ডিগ্রী৷ আপনার অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন পূরনে পাশে রয়েছে "ইউনাইটেড কলেজ অব এভিয়েশন সায়েন্স এন্ড ম্যানেজমেন্ট" প্রতিষ্ঠানটিতে ১৯ তম ব্যাচে সীমিত সংখ্যক আসনে সামার ২০২৪ সেমিস্টারে ভর্তি চলছে। "ইউনাইটেড কলেজ অব এভিয়েশন, সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট" কেন পড়বেন? ✅নিজেস্ব ক্যাম্পাস। ✅শিক্ষার্থীদের জন্য হোস্টেল সুবিধা। ✅দক্ষ, অভিজ্ঞ ও নিবেদিত শিক্ষকমণ্ডলী। ✅ইন্টার্নশীপ ও ইন্ডাস্ট্রিয়াল ট্যুর এর ব্যবস্থা। ✅নেদারল্যান্ড কর্তৃক অনুদানকৃত Fokker F-28 ✅বিমানের যন্ত্রাংশ,DC-10 জেটইঞ্জিন সমৃদ্ধ এরো ল্যাব। ✅জাতীয় বিশ্ববিদ্যালয় (কলেজ কোড: ৬৫৯৭), ✅কারিগরি শিক্ষাবোর্ড (কোড: ৫০৪১৬) এবং বিটেক ✅এডেক্সেল, ইউকে কর্তৃক অনুমোদিত। ✅শিতাতাপ নিয়ন্ত্রিত আন্তর্জাতিক মানের ক্লাসরুম, ✅সুসমৃদ্ধ গ্রন্থাগার ও কম্পিউটার ল্যাব। ✅যথা সময়ে কোর্স সম্পন্ন, ভালো রেজাল্ট করার সহায়তা, ওজেটি ও পরামর্শ। ✅বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে ক্রেডিট ট্রান্সফার সুবিধা। ✅ফুল ফ্রি স্কলারশীপে পড়ার সুযোগ ✅মুক্তিযোদ্ধাগণের সন্তান,নারী শিক্ষার্থী ও ক্ষুদ্র জাতিসত্তা ও উপজাতি শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড়। ✅শিক্ষার্থীদের বাস্তবিক ও গবেষণা নির্ভর করে গড়ে তুলতে প্রতিষ্ঠান কতৃক সম্পন্ন ফ্রিতে ১৮ টি প্রাকটিক্যাল টুল সমৃদ্ধ টুলকিট বক্স প্রদান। বিস্তারিত জানতে ও ভর্তি সংক্রান্ত সকল তথ্যের জন্য যোগাযোগ করুন: আমাদের যোগাযোগের ঠিকানা: ইউনাইটেড কলেজ অব এভিয়েশন,সায়েন্স এন্ড ম্যানেজমেন্ট (UCASM), ESTD:2009 ঠিকানা: সেক্টর -০৩, রোড-০৪, বাড়ি -১৬, (রাজলক্ষী মার্কেট এর পশ্চিমে)উত্তরা, ঢাকা। 01749 30 60 90 (WhatsApp) 01972 30 60 90 09611-656230 +880241091484 (T&T) website: www.uca.edu.bd #aviation_career #Aeronautical #engineering #UnitedCollege_of_Aviation #UCASM #UCA #Full_Free_Scholarship