У нас вы можете посмотреть бесплатно নড়াইল রেল স্টেশনের কাজ দ্রুত এগিয়ে চলছে | Update narail rail station | Voakhali station | Narail или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
কেন নড়াইলে রেল স্টেশন দরকার? একটি রেল স্টেশন হলে সেখানে ব্যাপক উন্নয়ন ঘটে যেমন ব্যবসা বানিজ্য, যাতায়াত ব্যবস্থা। নড়াইল এতোদিন অবহেলিত ছিল। আশা করা হচ্ছে স্টেশনের মাধ্যমে নড়াইল জেলা নতুন উন্নয়নের রোল মডেল হবে। তাছাড়া এই নড়াইল জেলা হয়ে যশোর একদম কাছে এবং বেনাপোল পোর্ট আরো যাতায়াত সহজ হবে। নড়াইল জেলা শহর থেকে মাত্র ৩ কিমি দূরে ভোয়াখালি এরিয়াতে নড়াইলের রেল স্টেশনের কাজ দ্রুত গতিতে চলছে। আমি মূলত স্টেশনের কাজের অগ্রগতি দেখার জন্য গিয়েছিলাম অর্থাৎ নড়াইলের সবাইকে সঠিক তথ্য দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি। নড়াইল রেল সেতুর ইতিহাসঃ পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের মাধ্যমে রেলওয়ে নেটওয়ার্কের আওতায় বাংলাদেশের দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলকে আনা হয়। প্রথম ধাপে ঢাকার কমলাপুর থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার ব্রডগেজ রেললাইন নির্মাণ করা হচ্ছে। ২০২২ সালে পুরো প্রকল্পের কাজ শেষ করার সময়সীমা নির্ধারণ করা হয়। মাওয়া-ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ৫১ কিলোমিটার রেলপথে ট্রেন চলাচলের কথা বলা হয়েছে। পদ্মা সেতুর ওপর দিয়ে রেল লাইন নির্মাণসহ এই প্রকল্পে ৩৯ হাজার ২৪৬ কোটি টাকা ব্যয় হবার কথা ধরা হয়েছে। এই প্রকল্পে বাংলাদেশ সরকার অর্থায়ন করছে ১৮ হাজার ২১০ কোটি টাকা, বাকি ২১ হাজার ৩৬ কোটি টাকা অর্থায়ন করবে চীন। বাংলাদেশ রেলওয়ের পদ্মা রেল সংযোগ প্রকল্প সূত্র জানায়, রেলপথটি ঢাকার কমলাপুর থেকে শুরু হয়ে নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, নড়াইলের ওপর দিয়ে গিয়ে শেষ হবে যশোরে। এই রেলপথটির প্রথম সেকশন কমলাপুর থেকে গেন্ডারিয়া পর্যন্ত হবে ডুয়েলগেজ ডাবল লাইন। দ্বিতীয় সেকশন হবে গেন্ডারিয়া থেকে মাওয়া ৩৬ কিলোমিটার সিঙ্গেল লাইন। এটি ব্রডগেজ। এই সেকশনে থাকবে ৪টি স্টেশন। তৃতীয় সেকশন হবে মাওয়া থেকে ভাঙ্গা জংশন পর্যন্ত ৪২ কিলোমিটার। এটিও হবে সিঙ্গেল লাইন ব্রডগেজ। এই ৪২ কিলোমিটারের মধ্যে স্টেশন থাকবে ৫টি। চতুর্থ সেকশনে ভাঙ্গা থেকে রূপদিয়া পর্যন্ত রেলপথ হবে ৮৬ কিলোমিটার। এটিও হবে ব্রডগেজ সিঙ্গেল লাইন। এই অংশে স্টেশন হচ্ছে ১০টি। ১৭২ কিলোমিটার রেলপথে মোট স্টেশন থাকবে ২০টি। যার মধ্যে ১৪টি নতুন নির্মাণ হবে। এগুলো হচ্ছে-কেরানীগঞ্জ, নিমতলা, শ্রীনগর, মাওয়া, জাজিরা, শিবচর, ভাঙ্গা, নাগরকান্দা, মুকসুদপুর, মহেশপুর, লোহাগড়া, নড়াইল, পদ্মবিলা এবং জামদিয়া। বাকি ছয়টি স্টেশন পুনঃবিন্যাস করা হবে। এই রেল পথের মধ্যে প্রায় ২২ কিলোমিটার নির্মাণ হবে ভায়াডাক্ট রেলপথ। মাটি থেকে ১১ মিটার উঁচু দিয়ে রেল লাইন নির্মাণ হবে। এই অংশে স্টেশন থাকবে দুটি। নির্মাণ করা হবে ৪৩ কিলোমিটার লুপ। থাকবে একটি মেইন লাইন, স্থাপন করা হবে লিফট। এর বাইরে পদ্মা রেল লিংক প্রকল্পের আওতায় নির্মাণ করা হবে বড় ব্রিজ ৬৬ মিটার এবং ছোট-বড় মিলিয়ে ২২৪ মিটার ব্রিজ-কালভার্ট। ৩০টি লেভেল ক্রসিং এবং ৪০টি আন্ডারপাস নির্মাণ হবে। ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত প্রকল্পের মেয়াদ ধরা হলেও রেলখাতের বৃহৎ এই প্রকল্পের পুরো কাজ শেষ হবে ২০২৪ সালের ডিসেম্বরে। তবে ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে যখন পদ্মা সেতু খুলে দেওয়া হবে তখন এই সেতু দিয়ে ট্রেনও চলবে। ওই সময়ের মধ্যে মাওয়া থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত রেলপথ নির্মাণের কাজ শেষ হয়ে যাবে। এই ৫১ কিলোমিটারে তখন নিয়মিত ট্রেন চলাচল করবে। *** ঢাকা-নড়াইল রেলপথে থাকা ২০টি রেলওয়ে স্টেশন তালিকা দেখুনঃ √ কমলাপুর রেলওয়ে স্টেশন √ গেন্ডারিয়া রেলওয়ে স্টেশন √ কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশন √ নিমতলা রেলওয়ে স্টেশন √ শ্রীনগর রেলওয়ে স্টেশন √ মাওয়া রেলওয়ে স্টেশন √ জাজিরা রেলওয়ে স্টেশন √ শিবচর রেলওয়ে স্টেশন √ ভাঙ্গা জংশন রেলওয়ে স্টেশন √ ভাঙ্গা রেলওয়ে স্টেশন √ নগরকান্দা রেলওয়ে স্টেশন √ মুকসুদপুর রেলওয়ে স্টেশন √ মহেশপুর রেলওয়ে স্টেশন √ কাশিয়ানী জংশন রেলওয়ে স্টেশন √ লোহাগড়া রেলওয়ে স্টেশন √ নড়াইল রেলওয়ে স্টেশন √ জামদিয়া রেলওয়ে স্টেশন √ পদ্মবিলা জংশন রেলওয়ে স্টেশন √ রূপদিয়া রেলওয়ে স্টেশন,যশোরের দিকে। √ সিঙ্গিয়া রেলওয়ে স্টেশন, খুলনার দিকে I have taken this video by Xiaomi MiA3. I visited in Narail on 23 april, 2021 after 10 am. N:B: Please don't use our video any business purposes without our any permission. Tags: narail rail station, narail rail station update news, update rail station news, narail voakhali rail station, station of narail, voakhali rail station, update rail news, নড়াইলের রেল স্টেশন, আপডেট নড়াইল স্টেশন, নড়াইল স্টেশন, ঢাকা টু নড়াইল স্টেশন আপডেট, পদ্মা রেল সংযোগ প্রকল্প আপডেট, মাওয়া টু নড়াইল রেল, রেল স্টেশন আপডেট...... ..................................................... Music in this video Song: Let's Get Through This (Vocals & Daf/Drum only) Artists: Halal Beats Produced by Halal Beats Web link: www.halalbeats.io Youtube: Halal Beats ভ্রমণ হবে সহজে #narail rail station #update narailn station news #narail rail #voakhali rail station #নড়াইল রেল স্টেশন #ভোয়াখালি রেল স্টেশন #আপডেট রেল খবর