У нас вы можете посмотреть бесплатно দেশের সেরা গান | বাংলার স্বাধীনতা | Banglar Shadhinota | New Song 2022 | স্বাধীনতার গান | Qasida Tv или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
বাংলার স্বাধীনতা || Banglar Shadhinota কথাঃ মুহাম্মাদ জামান আহমেদ সুরঃ সৈয়দ জুলফিকার সিয়াম কন্ঠঃ সৈয়দ জুলফিকার সিয়াম, মুহাম্মাদ আসিফ মাহমুদ, মুহাম্মাদ আশরাফুল, মুহাম্মাদ গোলাম মোস্তফা, মুহাম্মাদ নাহিজ কাদরী সাউন্ড ডিজাইনঃ আরিফুল ইসলাম কাদরী ভিডিওগ্রাফি,এডিট,কালারঃ শফিউল আলম শওকত রেকর্ড লেভেলঃ আইটোন বিডি ভিডিও প্রোডাকশনঃ কাসীদা টিভি স্টুডিও Thanks to: Mohammad Mostafizur Rahman Mohammad Rakib Mohammad Abu Bokor Lyrics : স্বাধীনতার গান বাংলার স্বাধীনতা স্বাধীন দেশের গল্প শোনো কান পেতে হৃদয়ের পরাধীনতার শিকল দিয়ে বেঁধেছিলো মোদের বেদনাবিধুর সে ইতিহাস জেনে রেখো জনতা রক্ত ঢেলে এনেছি মোরা বাংলার স্বাধীনতা— কৃষক শ্রমিক ঘাম ঝরাতো দিনরাত করে একাকার বুকের ভেতর লুকায়িত পাথরচাপা হাহাকার চোখ ভিজে যায় মনে হলে—সেই সব বর্বরতা রক্ত ঢেলে এনেছি মোরা বাংলার স্বাধীনতা— আপন বলে ছিলো না কিছু ছিলো না কোনো অধিকার নিকষ কালো অন্ধকারে কত যে গভীর পারাবার কী করে ভুলে যাবো—ফেলে আসা দিনের কথা রক্ত ঢেলে এনেছি মোরা বাংলার স্বাধীনতা— সহিষ্ণুতার ভেঙে গেলো বাঁধ লড়বেই বীরের জাতি জীবন দিলো লাখো মানুষ দেশপ্রেম হৃদয়ে গাঁথি তাঁদের তরে গান গেয়ে যাই—লালন করি মমতা রক্ত ঢেলে এনেছি মোরা বাংলার স্বাধীনতা— #newsong2022 #স্বাধীনতারগান #বাংলারস্বাধীনতা #দেশেরগান #banglarshadinota #shadhinotargaan #newsong2022